বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন (সমাজকর্ম ১ম বর্ষ) – অনার্স স্তরে এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সকল শিক্ষার্থীর জন্য একটি প্রস্তাবিত বিষয় হল সমাজকর্ম সাজেশন অনার্স ১ম বর্ষ। এই বিষয় সমাজকর্ম সম্পর্কে জ্ঞানের সকল তথ্য প্রদান করে। যাইহোক, এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই বিষয় ভাল মার্কস আনতে কিছু জিনিস আপনাকে ভালোভাবে অনুসরণ করতে হবে।
সমাজকর্মে সমাজ বিষয় নিয়ে আলোকপাত করা হয়, যার ফলে সমস্ত বিবরণ মনে রাখা এবং সম্পূর্ণরূপে উপলব্ধি করা কঠিন। প্রথম বর্ষের পরীক্ষা যতই ঘনিয়ে আসছে, অনেক শিক্ষার্থী এই বিষয়ে তাদের জ্ঞান বাড়ানোর জন্য সাজেশন খুঁজছে।আজকের পোস্টে আমরা সমাজকর্ম অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২৩ শেয়ার করব।
২০২৩ সালের অনার্স বা ডিগ্রী প্রথম বর্ষের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সহায়তা করার জন্য, আমরা সমাজকর্ম উপর সাজেশন শেয়ার করব।২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষার একটি ভালো সাজেশন সংগ্রহ করেছি যেখান থেকে ১০০% কমন উপযোগী প্রশ্ন আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা আপনাকে একটি পিডিএফ ফাইল আকারে এই সাজেশন প্রদান করব, যাতে ১০০% সাধারণ এবং দরকারী প্রশ্ন রয়েছে।
অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রদত্ত সাজেশন পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি বাড়ানোর জন্য একটি সহায়ক সংস্থান হিসাবে কাজ করবে।
সমাজকর্ম অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২৩
2023 সালে অনার্স এবং ডিগ্রী প্রথম বর্ষের পরীক্ষাটি অসংখ্য বিবরণ সহ একটি জটিল বিষয়। একজন ছাত্র ও নাগরিক হিসেবে দেশের প্রতি ভালোবাসা জাগ্রত করতে দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানা জরুরি। পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে সাহায্য করার জন্য আমরা প্রায়শই অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে স্বাধীন বাংলাদেশের উন্নয়নের ইতিহাস সম্পর্কে পরামর্শ প্রদান করি। PDF ডাউনলোড করতে, স্বাধীন বাংলাদেশ উন্নয়ন ইতিহাস সাজেশন 2023 সংগ্রহ করার বিকল্পটিতে ক্লিক করুন।
সমাজকর্ম অর্থনীতি ও উন্নয়ন সাজেশন অনার্স ১ম বর্ষ
ক বিভাগ
কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ হয়? উত্তর: কবে চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ হয় উত্তর 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ হয়। |
বাংলার নব জাগরনের পথিকৃৎ কারা? উত্তর: বাংলা নবজাগরণের পথিকৃৎ হলেন রাজা রামমোহন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্যার সৈয়দ আহমদ খান প্রমুখ। |
ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর: ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়। |
কে কখন এবং কোথায় লাহোর প্রস্তাব উৎন্থাপন করেন? অথবা, কে লাহোর প্রস্তাব উৎন্থাপন করেন? উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হক ২৪ মার্চ ১৯৪০ পাকিস্তানের লাহোরে লাহোর প্রস্তাব উৎন্থাপন করেন। |
তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে? উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা। |
সংবিধানে কখন বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়? উত্তর: সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে। |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়েছে কবে? উত্তর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয় ১৭ নভেম্বর ১৯৯৯ সালে। |
বাংলাদেশের সাংবিধানিক নাম কী? উত্তর: বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। |
কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামটি প্রকাশিত হয়? উত্তর: ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নাম প্রকাশিত হয় |
প্রাচীন বাংলার জনপদ গুলো কী কী? অথবা, প্রাচীন বাংলার জনপদ গুলোর নাম লেখ। অথবা, প্রাচীন বাংলার পাঁচটি জনপদের নাম লেখ। উত্তর: প্রাচীন বাংলা জনপথগুলো হল গৌরবুন্ডু বঙ্গ বরেন্দ্র হরিকেল সমতট, তাম্রলিপ্তি চন্দ্রদীপ প্রভৃতি। |
যুক্তফ্রন্টের কয়টি দফা ছিল? উত্তর: যুক্তফ্রন্টের ২১ টি দফা ছিল। |
ছয়দফা ঘোষণা করেন কে? উত্তর: ৬ দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। |
উপসংস্কৃতি প্রত্যাহারী সর্বপ্রথম কে বহন করেন? উত্তর: সাংস্কৃতি প্রত্যয়টি সর্বপ্রথম Russel Middleton ব্যবহার করেন। |
বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় কী? অথবা, বাঙালির জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় কী? উত্তর: বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় হলো আদি অস্ট্রেলিয়া ও মঙ্গেলিও নরগোষ্ঠীর সংমিশনের সৃষ্টি। |
চাকমা সমাজে প্রধান কে? উত্তর: চাকমা সমাজের প্রধান চাকমা রাজা |
গারোরা বাংলাদেশের কোন এলাকায় বাস করে? উত্তর: গারোরা বাংলাদেশের সিলেট ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা টাঙ্গাইল সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীর বাজারে গারোরা বাস করে |
রাখাইনরা বাংলাদেশের কোন কোন অঞ্চলে বাস করে? উত্তর: রাখাইনরা বাংলাদেশের বরগুনা পটুয়াখালী ও কক্সবাজার জেলায় বাস করে |
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমেদ। |
পাকিস্তানি বাহিনীর আত্মসমরনেট দলিলে কে কে স্বাক্ষর করেন? উত্তর: আমির আব্দুল খান নিয়েছি ও জগজিৎ সিং অরোরা। |
‘Culture’ শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? উত্তর: ‘Culture’ শব্দের উৎপত্তি হয়েছে লেটিন শব্দ ‘Colere’ থেকে। |
উপসংস্কৃতি কি? উত্তর: উপসংস্কৃতি বলতে সমাজের কোন বিশেষ জনগোষ্ঠীর মূল্যবোধ এবং অনুশীলন যা বৃহত্তর সংস্কৃতি থেকে ভিন্নতাকে বুঝায়। |
শহুরে সংস্কৃতি কী? উত্তর: নগর বা শহরে বসবাসকারী মানুষের জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা আদর্শ মূল্যবোধ প্রভৃতির সম্বন্ধে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকে নগরবাস শহরে সাংস্কৃতি বলে |
বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি? উত্তর: বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবি। |
সংস্কৃতির দুটি উপাদান উল্লেখ কর। উত্তর: সংস্কৃতির দুটি উপাদান হল ১. জ্ঞানীয় ও ২. মূল্যবোধ। |
বাংলাদেশের বিদ্যমান তিনটি উপসংস্কৃতির উদাহরণ দাও। উত্তর: বাংলাদেশের বিদ্যমান তিনটির উপসংস্কৃতির উদাহরণ হল এক উপজাতীয় সংস্কৃতি দুই বেদে সংস্কৃতি ও তিন হিজড়া সংস্কৃতি। |
গ্রামীণ ও শহুরে সংস্কৃতি দুটি প্রধান পার্থক্য উল্লেখ কর। উত্তর: গ্রামীণ ও শহুরের সংস্কৃতি দুটি প্রধান পার্থক্য হল ১. গ্রামীণ সংস্কৃতি প্রাকৃতিক এবং শহুরে সংস্কৃতি কৃত্রিম ও |
গ্রামীণ সংস্কৃতিতে দেশীয় সংস্কৃতির প্রভাব বিদ্যমান এবং শহুরে সংস্কৃতিতে বিদেশীর সংস্কৃতি প্রভাব। |
সাংস্কৃতিক দ্বন্দ্ব কী? উত্তর: সমাজে যখন নতুন কোন রীতিনীতি প্রবেশ ঘটে তখন বিদ্যমান সাংস্কৃতির সাথে নতুন রীতি-নীতির মিশ্রণের ফলে যে অসংগতির সৃষ্টি হয় তাকে সাংস্কৃতিক দ্বন্দ্ব বলে। |
বাংলার লোক সংগীতের সম্রাট কে? উত্তর: বাংলার লোক সংগীতের সম্রাট লালন শাহ। |
বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশনার নাম কী? উত্তর: বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশনের নাম চর্যাপদ। |
বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় দাও। অথবা, বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় দাও। উত্তর: বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় হলো আদি অস্ট্রেলিয়া ও মঙ্গলীয় নরগোষ্ঠীর সৃষ্টি। |
খ-বিভাগ
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য লেখ। |
অসহযোগ আন্দোলন কী? |
অস্থায়ী মুজিবনগর সরকার সম্পর্কে লেখ। |
মুজিবনগর সরকার কেন গঠিত হয়? |
শহুরে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো লেখ। |
লোক সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতির পার্থক্য দেখাও। |
প্রান্তিক জনগোষ্ঠী কী? |
চাকমা উপজাতির পরিচয় উল্লেখ কর। |
চাকমাদের পোশাক ও ধর্ম সম্পর্কে লেখ। |
বাংলাদেশের মানুষের নৃতাত্ত্বিক পরিচয় উল্লেখ কর। |
ছয়দফার কি কি ছয় দফা ছিল? |
বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির প্রকৃতি লেখ। |
সংস্কৃতিক ব্যবধান কী? |
সাংস্কৃতিক দ্বন্দ্ব বলতে কীবুঝ? অথবা, সাংস্কৃতিক দ্বন্দ্ব কী? |
লোক সংস্কৃতি কী? অথবা, লোকসংস্কৃতি বলতে কী বুঝায়? |
মধ্যবিত্ত শ্রেণী বলতে কী বুঝায়? |
রেঁনেশা বলতে কী বুঝ? |
ব্রাহ্মসমাজ কী? |
দ্বিজাতি তত্ত্ব কী? |
হেনরি লুইস ভিবিয়ান ভিরোজিও সম্পর্কে সংক্ষেপে লেখ। |
গ বিভাগ
ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় আলোচনা কর। |
ভাষা আন্দোলন কী? বাংলাদেশের স্বাধীনতার জন্য ভাষা আন্দোলনের গুরুত্ব নিরূপণ কর। অথবা, ভাষা আন্দোলন কী? বাংলার জাতীয় জীবনে ভাষা আন্দোলনের অবদান লেখ।অথবা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর।অথবা, বাংলাদেশ অভ্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব বা ভূমিকা অবদান ব্যাখ্যা কর। |
বাঙালি জাতীয়তাবাদের বিকাশ আলোচনা কর। |
মুক্তিযুদ্ধের সেক্টরগুলো বর্ণনা কর। |
বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের পটভূমি আলোচনা কর। |
বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য লিখ। |
গ্রামীণ সাংস্কৃতি কী? বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি আলোচনা কর। |
সংস্কৃতির উপাদানগুলো কী? নগর ও গ্রামীণ সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা কর। |
অথবা, সংস্কৃতির উপাদান কী কী? নগর ও গ্রামীণ সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা কর। |
লোক সংস্কৃতি কী? বাংলাদেশের লোক সংস্কৃতির উপাদানগুলো বর্ণনা কর। মানব জীবনে লোক সংস্কৃতি প্রভাব সংক্ষেপে লেখ। অথবা, বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও আচরণে লোকসংস্কৃতি প্রভাব বর্ণনা কর। অথবা, বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও আচরণের লোক সংস্কৃতির প্রভাব আলোচনা কর। |
আদিবাসী কারা? বাংলাদেশের গ্রামীণ জীবনে আদিবাসীদের অবস্থা বর্ণনা কর। |
বাংলাদেশের আদিবাসীদের সংক্ষিপ্ত বিবরণ দাও। |
বাংলাদেশের সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির সম্বন্ধে আলোচনা কর। |
বাংলাদেশের গাড়ো সম্প্রদায়ের জীবন ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা কর। অথবা, বাংলাদেশের গারো সম্প্রদায়ের জীবন ও সংস্কৃতি আলোচনা কর। |
বাংলাদেশ আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সমস্যাসমূহ বর্ণনা কর। |
বাংলার জনগণের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ। |
ব্রিটিশ আমলে সরকারি সমাজ কল্যাণ কার্যক্রম বর্ণনা কর। |
বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ ও বিকাশ আলোচনা কর। |
রাজা রামমোহন রায় কে? বাংলার জয় নবজাগরণে তার অবদান আলোচনা কর।অথবা, রাজা রামমোহন রায় কে ছিলেন? বাংলার নবজাগরণে তার অবদান মূল্যায়ন কর। অথবা, রাজা রামমোহন রায় কে? বাংলা নবজাগরণে তার অবদান মূল্যায়ন কর। |
অনার্স প্রথম বর্ষের ১০০% কমন উপযোগী সাজেশন 2023 PDF
যারা অনার্স প্রথম বর্ষের ১০০% কমন উপযোগী সাজেশন 2023 PDF খুঁজছেন, তাদের জন্য আজকের এই পোস্ট।আমরা সকল স্থান থেকে সঠিক সঠিক সাজেশন আপানদের জন্য সংগ্রহ করেছি।যা আপানাকে সমাজকর্ম অনার্স ১ম বর্ষে ভালো মার্কস করতে সাহায্য করবে।আপনারা সহজে অনার্স প্রথম বর্ষের ১০০% কমন উপযোগী সাজেশন 2023 PDF পেয়ে যাবেন।
আজকের পোস্টে আপনাদের সাথে সমাজকর্ম অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২৩ শেয়ার করেছি।আশা করি আপানদের অনেক উপকারে আসবে।নতুন নতুন কমন উপযোগী প্রশ্ন পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।