অনার্স ১ম বর্ষ বাংলা উপন্যাস ১ সাজেশন ২০২৩ – আপনাদের মধ্যে যারা বাংলা উপন্যাস ১ সাজেশন অনার্স ১ম বর্ষ ২০২৩ খুঁজছেন, তাদের জন্য আজকের পোস্টটি অনেক উপকারে আসবে।বিশেষ করে আই শর্ট সাজেশন দেয়ার কারন হল অল্পতে আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন।ছাত্র-ছাত্রীদের জন্য পরামর্শ যারা শুধু মাত্র শেষ সময় পরীক্ষায় পাশ করতে চায় তারা বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন গুলো অনুসরন করবে এতে আশাকরি পাশ করার মতো কমন পাবে তবে পরীক্ষায় বেশী নাম্বার পেতে হলে বিগত বছরের প্রশ্ন এবং সাবজেক্ট এর উপর ক্লিয়ার ধারনা থাকতে হবে এজন্য পাঠ্যবই বুঝে বুঝে বিস্তারিত পড়তে হবে।
যারা পরীক্ষায় পাস নম্বর চায় তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের বোর্ডের প্রশ্ন সমাধান করবেন। বিগত বছরের বোর্ড প্রশ্ন বিভিন্ন সাজেশন গাইডে পাওয়া যাবে। আপনি আপনার বড় ভাইবোনদের কাছ থেকেও তা সংগ্রহ করতে পারেন। আপনি যদি বিগত বছরের প্রশ্ন পড়ে থাকেন তাহলে সাধারণত ৪০% সম্ভাবনা রয়েছে কমন পরার।
বাংলা উপন্যাস ১ সাজেশন ২০২৩
বাংলা উপন্যাস ১ সাজেশন ২০২৩ বিষয় কোড: ২১১০০৭।
ক-বিভাগ
১. জয়নব কে? উত্তর: জয়নব ইমাম হাসান (রাঃ) এর তৃতীয় স্ত্রী। |
২.এজিদের বিয়ের পয়গাম নিয়ে জয়নব ভবনে কে যায়? উত্তর: এজিদের বিয়ের পয়গাম নিয়ে জয়নাব ভবনে আসে মুয়াবিয়ার কাসেদ মোসলেম। |
৩. জয়নাবের পাণিপ্রার্থীদের নাম লেখ। উত্তর: জয়নাবের পাণিপ্রার্থীদের নাম-এজিদ হযরত হাসান (রা.), আক্কাস। |
৪. উদ্ধার পূর্বে কার উদ্ধারের কাহিনী উল্লেখ আছে? উত্তর: উদ্ধার পূর্বে জয়নাল আবেদীনের উদ্ধারের কাহিনী উল্লেখ আছে। |
৫. হাসানের মৃত্যু হয় কিভাবে? উত্তর: হাসানের মৃত্যু হয় মহাবীর হীরকচূর্ণ মিশ্রিত পানি পানে। |
৬. মোহাম্মদ হানিফার কনিষ্ঠা ভ্রাতার নাম কি? উত্তর: মোহাম্মদ হানিফের কনিষ্ঠ ভ্রাতার নাম ওমর আলী। |
৭. বিহারীর পূর্ণনাম কি? উত্তর: বিহারীর পূর্ণনাম বিহারীলাল। |
৮. রাজলক্ষ্মী কে? উত্তর: রাজলক্ষী মহেন্দ্রের মায়ের নাম। |
৯. মহেন্দ্র কেন বিয়ে করতে চায়নি? উত্তর: বউ শেষে মাকে ছাড়িয়ে ওঠে, সেই ভয়ে মহেন্দ্র বিয়ে করতে চায়নি। |
১০. বিনোদিনী কত বছর বয়সে বিধবা হয়েছিল ? উত্তর: বিনোদিনী অল্প বয়সে বিধবা হয়েছিল। |
১১. “আমি বিনোদিনীকে বিবাহের প্রস্তাব করিয়েছি।”- কথাটি কে বলেছিল? উত্তর: “আমি বিনোদিনীকে বিবাহের প্রস্তাব করিয়েছি।”- কথাটি বলেছিল বিহারী। |
১২. ছাত্রাবাসে থাকাকালে মহেন্দ্র আসার পক্ষ থেকে ক’টা চিঠি পেয়েছিল? উত্তর: ছাত্রাবাসে থাকাকালে মহেন্দ্র আসার পক্ষ থেকে তিনটে চিঠি পেয়েছিল। |
১৩. ‘ক্রীতদাসের হাসি’ শ্রেষ্ঠ রচনা হিসেবে প্রেসিডেন্ট পুরস্কার লাভ করে কত সালে? উত্তর: ‘ক্রীতদাসের হাসি’ শ্রেষ্ঠ রচনা হিসেবে প্রেসিডেন্ট পুরস্কার লাভ করে 1967 সালে। |
১৪. ‘ক্রীতদাসের হাসি’ কি ধরনের উপন্যাস? উত্তর: শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটি নিরীক্ষাধর্মী ও রুপকাশ্রয়ী। |
১৫. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের ক্রীতদাস কে? উত্তর: ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের ক্রীতদাস হাবশি গোলাম তাতারী। |
১৬. আবে– হায়াত শব্দের অর্থ কি? উত্তর: আবে- হায়াত শব্দের অর্থ জীবনবারি, অমৃতবারি। |
১৭. ‘জাহাকুল আবদ’ অর্থ কি? উত্তর: ‘জাহাকুল আবদ’ অর্থ গোলামের হাসি। |
‘কপালকুণ্ডলা’ কোন জাতীয় উপন্যাস? উত্তর: ‘কপালকুণ্ডলা‘ রোমান্সধর্মী উপন্যাস। |
১৮. ‘মেরা শৌহর’ শব্দটির অর্থ কি? উত্তর: ‘মেরা শৌহর’ শব্দটির অর্থ আমার স্বামী। |
১৯. ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে বর্ণিত ঘটনা কোন সময়ের? উত্তর: ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে বর্ণিত ঘটনা প্রায় 250 বছর আগের। |
২০. কাপালিকের গৃহটি কিসের দ্বারা নির্মিত? উত্তর: কাপালিকের গৃহটি কেয়াপাতার দ্বারা নির্মিত। |
২১. মতিবিবি কে? উত্তর: মতিবিবি নবকুমারের প্রথম স্ত্রী। |
২২. নবগ্রামের নাম কি? উত্তর: নবকুমারের নিজ গ্রামের নাম সপ্তগ্রাম। |
২৩. মতিবিবির আসল নাম কি? উত্তর: মতিবিবির আসল নাম পদ্মাবতী। |
২৪. কাপালিক নবকুমারের সাথে প্রথম কোন ভাষায় কথা বলেছিল? উত্তর: কাপালিক নবকুমারের সাথে প্রথম সংস্কৃত ভাষায় কথা বলেছিল। |
২৫. পেষমন কে? উত্তর: পেষমন মতিবিবির পরিচারিকা ও সখি। |
২৬. নবকুমারের বাড়িতে কে কে ছিল? উত্তর: নবকুমারের বাড়িতে বিধবা মাতা ও দুই বোন ছিল। |
২৭. ‘কপালকুন্ডলার’ পরিণতি কি হয়েছিল? উত্তর: নবকুমারসহ গঙ্গা সাগরের ঝাঁপ দিয়ে সমাধি |
২৮. ‘কপালকুণ্ডলা’ নবকুমার কি নামে ডাকে? উত্তর: ‘কপালকুণ্ডলা’ নবকুমার মৃন্ময়ী নামে ডাকত। |
২৯. হানুফা কে ছিলেন? উত্তর: হানুফা ছিলেন নগরের অধিবাসিনী মোহাম্মদ হানিফের মা এবং হযরত আলী (রা.)- এর স্ত্রী। |
৩০. ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের শেষ পরিচ্ছেদের নাম কি? উত্তর: ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের শেষ পরিচ্ছেদের নাম ‘প্রেতভূমে’। |
৩১. সীমার কে? উত্তর: সীমার এজীদ পক্ষের শ্রেষ্ঠ যোদ্ধা ও হযরত ইমাম হোসেন (রা.) এর হত্যাকারী। |
৩২.‘বিষাদসিন্ধু’ শব্দের অর্থ কি? উত্তর: ‘বিষাদসিন্ধু’ শব্দটির অর্থ দুঃখের সমুদ্র। |
৩৩. মাবিয়া অশীতিবর্ষীয়াকে বিয়ে করতে চাইলেন কেন? উত্তর: মাবিয়া অশীতিবর্ষীয়াকে বিয়ে করতে চাইলেন, কারণ তাদের যেন কোনো সন্তান না হয়। |
৩৪. হযরত উম্মে কুলসুম কে ছিলেন? উত্তর: হযরত উম্মে কুলসুম ছিলেন হযরত মুহাম্মদ (সা.)- এর কন্যা হাসান হোসেনের খালাম্মা। |
খ-বিভাগ
সংক্ষেপে মারওয়ানের পরিচয় দাও |
হোসেনের পরিচয় দাও। |
জায়েদা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও |
বিষাদ সিন্ধু উপন্যাস এ বর্ণিত লালনীল বাড়ির তাৎপর্য ব্যাখ্যা কর। |
সীমার কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। |
“হয় আমার প্রাণ তাহাকে দিব, নয় তাহার প্রাণ আমি লইবো।- কে, কেন এ কথা বলেছে? |
“পাত্রস্থ শির ক্রমে শূণ্য উঠিতে লাগিল।”- ব্যাখ্যা কর। |
মহেন্দ্র চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন কর। |
অন্নপূর্ণা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও |
এ নারী খেলা করিবারে নহে, ইহাকে উপেক্ষা করাও যায় না।”- উক্তিটি ব্যাখ্যা কর। |
“যাহার পালাবার রাস্তা নাই, তাহাকে আবার বাঁধিবার চেষ্টা কেন?”- ব্যাখ্যা কর। |
মহেন্দ্র ও আশালতার বিয়ের বর্ণনা দাও। |
‘‘সমস্ত সমাজের কাছে আমি তোমাকে লাঞ্ছিত করিব, এ কখনো হইতেই পারে না।’’ কথাটি কে, কাকে, কেন বলেছে? |
বিহারী বিনোদিনীকে বিবাহের প্রস্তাব থেকে ফিরে আসে কেন? |
খলিফা হারুনর রশিদের সংক্ষিপ্ত পরিচয় দাও। |
বুসায়না কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও |
‘‘নর্তকী বুসায়না ভুল ঠিকানায় গিয়েছে” কিভাবে? আলোচনা কর। |
খলিফা হারুনর-রশিদ রাতে মসরুরকে নিয়ে ঘুরতে গিয়ে যে হাসি শুনেছেন সে হাসি স্বরূপ তুলে ধর। |
‘‘ক্রীতদাসের হাসি’’ উপন্যাস অবলম্বনে তাতারির চরিত্র বিশ্লেষণ কর। |
কাপালিকের প্রতিবেশীগত বিবরণ দাও। |
পদ্মাবতী ও কাপালিক কিভাবে একত্রিত হয়। |
মতিবিবির সাথে কপালকুন্ডলার সাক্ষাতের বর্ণনা দাও। |
কাপালিকের সংক্ষিপ্ত পরিচয় দাও |
“তুমি অধম- তােই বলিয়া আমি উত্তম না হইব কেন?”- উক্তিটি কার? |
পত্রটি পড়িয়া গেল তাৎপর্য বিশ্লেষণ কর। |
ভিক্ষুক দৌড়িল কেন ব্যাখ্যা কর |
‘‘ যদি জানতাম যে, স্ত্রীলোকের বিবাহ দায়িত্ব তবে কদাপি বিবাহ করিতাম না।”- কপালকুণ্ডলা কেন এ উক্তিটি করেছিল? |
‘বিষাদ সিন্ধুর’ সবচেয়ে মর্মস্পর্শী ঘটনাটির সংক্ষিপ্ত বিবরণ দাও। |
যদি জানতাম যে স্ত্রীলােকের বিবাহ দাসী, তবে কদাপি বিবাহ করিতামনা।” কপালকুণ্ডলা কেন এ | উক্তিটি করেছিল? |
নবকুমারের/কাপালিকের/অধিকারীর/মারওযানের সংক্ষিপ্ত পরিচয় দাও? |
এ জনমে তােমার আশা ছাড়িব না। “ব্যাখ্যা কর। |
পথিক,তুমি পথ হারাইছাে?ব্যাখ্যা কর। |
নবকুমারের সাথে কপালকুন্ডলার প্রথম সাক্ষাৎ এর বর্ণনা দাও। |
যাহার পালাবার রাস্তা নাই তাহাকে আবার বাঁধিবার চেষ্টা কেন? ব্যাখ্যা কর। |
১ ‘প্রদীপ নিভিয়া গেল।’ ব্যাখ্যা কর। |
পাত্রস্থ শির ক্রমে শূন্যে উঠিতে লাগিল”- ব্যাখ্যা কর। |
আমাদের জাতির ধর্ম এরূপ আমরা মায়াবিনি কারা কিভাবে? |
হাসান এর সংক্ষিপ্ত পরিচয় দাও/হােসেনের চরিত্র আলােচনা কর। |
জগৎ দেখুক আমি কি অবস্থায় চলিলাম, কে, কোন প্রসঙ্গে কেন এ উক্তিটি করেছে? ৮ এজিদের শেষ পরিণতি কি ছিল? |
আব্দুল জব্বার কেন জনাব কে ত্যাগ করল? |
কাজের মধ্যেই প্রেমের মূল না থাকলে ভােগের বিকাশ পরিপূর্ণ এবং স্থায়ী হয় না’- ব্যাখ্যা কর। |
মহেন্দ্র চরিত্রের/বিহারীর সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন কর। |
রাজলক্ষী অন্নপূর্ণার কাছে ক্ষমা চায় কেন? |
অন্নপূর্ণার/তাঁরীর সংক্ষিপ্ত পরিচয় দাও। |
যতদিন তুমি না মরবে, ততদিন আমার প্রত্যাশাও মরিবে না- আমিও নিষ্কৃতি পাইব না”-ব্যাখ্যা কর। |
মহেন্দ্র বাড়ি ছেড়ে চলে গেল কেন? ১ শওকত ওসমানের ক্রীতদাসের হাসিকে প্রতীকধর্মী উপন্যাস বলা যায় কি? |
হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি”- ব্যাখ্যা কর। |
১৮ নর্তকী বুসানা ভুল ঠিকানায় গিয়েছে-কিভাবে?আলােচনা কর। |
ঘরের শ্রী ফিরিয়া গেল”-কেন? |
স্মৃতি লাশ জেন্দা করে তুলে “- কে, কাকে এবং কেন বলেছেন? |
গ-বিভাগ
উপন্যাস হিসেবে ‘বিষাদসিন্ধুর’ সার্থকতা বিচার কর। |
‘‘বিষাদসিন্ধু’ গদ্যে লেখা হলেও এর নি্বিড় যোগ কবিতার সাথে।”- বর্ণনা কর। ‘‘বিষাদ সিন্ধু’’ উপন্যাসে ট্রাজিক চরিত্রেরসমূহের পরিচয় দাও। |
‘‘বিষাদসিন্ধু’’ উপন্যাসের প্রধান চরিত্রগুলো আলোচনা কর। |
‘‘বিষাদসিন্ধু’’ উপন্যাস অবলম্বনে জায়েদা চরিত্র বিশ্লেষণ কর। |
নবকুমার চরিত্র বিশ্লেষণ কর। |
‘‘প্রকৃতির সাথে মানব জীবনের এক দুর্বোধ্য সম্পর্কের চিত্র রূপায়িত হয়েছে ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে আলোচনা কর। |
‘কপালকুণ্ডলা’ উপন্যাসের কাহিনী বিশ্লেষণ করে দেখাও যে, কপালকুণ্ডলার জীবনের পরিণতির জন্য নবকুমারই দায়ী। |
‘চোখের বালি’ উপন্যাসের মধ্যে দিয়ে বাংলা উপন্যাসের পালাবদল ঘটেছে। আলোচনা কর। |
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাস অবলম্বনে বিনোদিনী চরিত্র বিশ্লেষণ কর। |
‘চোখের বালি’ উপন্যাস অবলম্বনে আশালতা চরিত্র বিশ্লেষণ কর। |
‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। |
‘ক্রীতদাসের হাসি‘ উপন্যাস অবলম্বনে তাতারীর চরিত্র বিশ্লেষণ কর। |
‘কপালকুণ্ডলা’ উপন্যাস অবলম্বনে মতিবিবির চরিত্র বিশ্লেষণ কর। |
‘বিষাদ- সিন্ধ’ কোন শ্রেণীর রচনা? আলোচনা কর। |
‘‘বিষাদসিন্ধু’’ উপন্যাস অবলম্বনে ইমাম হাসানের চরিত্র আলোচনা কর। |
‘চোখের বালি’ উপন্যাসে বর্ণিত চরিত্রসমূহ মনস্থাত্ত্বিক দিক বিশ্লেষণ কর। |
কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে মতিবিবির কপালকুন্ডলার চরিত্র বিশ্লেষণ কর। |
কপালকুণ্ডলা’ উপন্যাসের আঙ্গিক বৈশিষ্ট্য অনবদ্য “-আলােচনা কর। |
রােমান্স ধর্মী উপন্যাস হিসেবে “কপালকুণ্ডলা” উপন্যাসের সার্থকতা নিরূপণ কর। |
“কপালকুণ্ডলা উপন্যাসের ভাষা কাব্যধর্মী”- বিশ্লেষণ কর। |
বিষাদ সিন্ধু”উপন্যাস অবলম্বনে জাযেদা চরিত্র বিশ্লেষণ কর। |
বিষাদ সিন্ধু” উপন্যাসের শিল্পমূল্য বিচার কর। |
“বিষাদসিন্ধু’র” শ্রেষ্ঠ সম্পদ এর ভাষাশৈলী -আলােচনা কর। |
সকল ধর্মের মানুষের কাছে ” বিষাদসিন্ধু” উপন্যাসের গ্রহণযােগ্যতার কারণ গুলাে আলােচনা কর। ” |
বিষাদসিন্ধুতে মানবনিষ্ঠা প্রধানত এজিদ চরিত্রকে অবলম্বন করেই অভিব্যক্ত উক্তিটির যথার্থতা বিচার কর। |
“চোখের বালি” উপন্যাসের মহেন্দ্র চরিত্রটি অঙ্কন কর। |
“চোখের বালি” উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। |
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি” উপন্যাস অবলম্বনে “বিনােদিনী” চরিত্র বিশ্লেষণ কর। |
“মনস্তাত্ত্বিক জটিলতা” ‘চোখের বালি’ উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য। “বিশ্লেষণ কর। |
“চোখের বালি” উপন্যাসের শিল্পমূল্য আলােচনা কর। |
১৮ মহেন্দ্র চরিত্র সৃষ্টিতে রবীন্দ্রনাথ শিল্পসৃষ্টির পরিচয় দিয়েছেন আলােচনা কর। |
ক্রীতদাসের হাসি”উপন্যাসের হারুনর রশীদের চরিত্র বিশ্লেষণ কর। |
উপন্যাস হিসেবে ক্রীতদাসের হাসি’র শিল্পগুন বিচার কর। |
ক্রীতদাসের হাসি” উপন্যাসে প্রতিফলিত সমকালীন জীবনের প্রতি ব্যঙ্গ-বিদ্রুপের স্বরুপ আলােচনা কর। |
অনার্স প্রথম বর্ষের ১০০% কমন উপযোগী সাজেশন 2023 PDF
যারা অনার্স প্রথম বর্ষের ১০০% কমন উপযোগী সাজেশন 2023 PDF খুঁজছেন, তাদের জন্য আজকের এই পোস্ট।আমরা সকল স্থান থেকে সঠিক সঠিক সাজেশন আপানদের জন্য সংগ্রহ করেছি।যা আপানাকে অনার্স ১ম বর্ষ বাংলা উপন্যাস ১ ভালো মার্কস করতে সাহায্য করবে।আপনারা সহজে অনার্স প্রথম বর্ষের ১০০% কমন উপযোগী সাজেশন 2023 PDF পেয়ে যাবেন।
আজকের পোস্টে আপনাদের সাথে অনার্স ১ম বর্ষ বাংলা উপন্যাস ১ সাজেশন ২০২৩ শেয়ার করেছি।আশা করি আপানদের অনেক উপকারে আসবে।নতুন নতুন কমন উপযোগী প্রশ্ন পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।