ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্র সাজেশন ২০২৩ । ডিগ্রি প্রথম বর্ষের ১০০% কমন অর্থনীতি ১ম পত্র সাজেশন – প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আমরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা আপনার আসন্ন পরীক্ষার জন্য, বিশেষ করে আপনার ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্র স্পেশাল সাজেশন নিয়ে এসেছি।আশা করি যে ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্র স্পেশাল সাজেশন আপনাদের অনেক উপকারে আসবে।
ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্র সাজেশন ২০২৩
আপনারা যারা ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্র স্পেশাল সাজেশন খুঁজছেন তাদের আজকের পোস্টটি অনেক উপকারে আসবে।যা আপনাকে পরীক্ষার আগে ভালো প্রস্তুতি গ্রহনে অনেক উপকার করবে।আশা করি এই সাজেশন টি থেকে ৯৯% কমন পড়বে ।তবে আপনাদেরকে অর্থনীতি বইটি ভালো করে খেয়াল করে পড়তে হবে অবশ্যই বেশি করে পড়লে ভালো রেজাল্ট আশা করা যায় ।
ব্যষ্টিক অর্থনীতি ডিগ্রি ১ম বর্ষ সাজেশন (ক বিভাগ)
১। পূর্ণরূপ লিখ- MTRS, MRS. VMP |
২। ভোক্তার উদ্বৃত্ত কি? উঃ একটি নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা কোনো দ্রব্য ক্রয়ের জন্য যে দাম দিতে প্রস্তুত থাকে এবং প্রকৃতপক্ষে যে দাম দেয় এই দুইয়ের ধনাত্মক পার্থক্যকে । |
৩।ভোক্তার উদ্বৃত্ত বলा নিকৃষ্ট দ্রব্য কি? উঃ ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে। |
৪। অর্থনৈতিক মুনাফা বলতে কি বোঝায়? উঃ ঘোট আয় ও ঘোট বায়ের পার্থক্যই হলো একটি ফার্মের অর্থনৈতিক মুনাফা। |
৫। ‘অদৃশ্য হস্ত’ বলতে কি বোঝায়? উঃ অর্থ ব্যবস্থায় বাজারে চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা যোগান অপেক্ষা কম হলে দাম হ্রাস পাবে। নামের এই উঠানামাকে Adam Smith অদৃশ্য হাত বা হস্ত বলেছেন। |
৬। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ। উঃ বই থেকে দেখেনাও। |
৭। প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগের মান কি হয়? উঃ প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগের মান সর্বোচ্চ হয়। |
৮।MRTS কি নির্দেশ করে? উঃ MRTS দ্বারা সমউৎপাদন রেখার পরম চাল নির্দেশ করে। |
৯। উৎপাদন সম্প্রসারণ পথ কি? উঃ বিভিন্ন সম-ব্যয় রেখা ও সম-উৎপাদন লেখার স্পর্শক বিন্দুগুলো নিয়ে গঠিত সঞ্চার পথকে উৎপাদন সম্প্রসারণ পথ বলে। |
১০। AFC রেখার আকৃতি কেমন হবে? উঃ AFC রেখার আকৃতি সম পরাবৃত্তাকাৰ হয়। |
১১। উৎপাদন বন্ধের বিন্দু কি? উঃ যে বিন্দুতে ফার্মের AVC উঠে আসে কিন্তু AFC উঠে আসে না সেই বিন্দুকে Shut down point বা উৎপাদন বন্ধের বিন্দু বলে। |
১২। কার্টেল কি? উঃ ওয়েবসাইট থেকে দেখেনাও। |
১৩। উপযোগ কী? উঃ কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে। |
১০। প্রান্তিক জমি বলতে কি বোঝা? উঃ যে জমির উৎপাদন খরচ ও আয় পরস্পর সমান তাকে প্রান্তিক জমি বলে। |
১৪। অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা? উঃ অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট হলো- পরিবার। ১৫। চাহিদার দাম |
স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ। উঃ ওয়েবসাইট থেকে দেখেনাও। |
১৭। উৎপাদকের ভারসাম্যের শর্ত উল্লেখ করা উঃ ১. সমউৎপাদন রেখা সমখরচ রেখার সাথে স্পর্শক হবে ২. ভারসাম্য বিন্দুতে সমউৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল বা চেপ্টা হয়ে। |
১৮। গড় স্থির ব্যয় (AFC) রেখাটি অঙ্কন কর। উঃ ওয়েবসাইট থেকে দেখেনাও। |
১৯। নিম খাজনা কি? উঃ স্বল্পকালে যোগান সীমাবদ্ধ মানুষের তৈরি এরূপ দ্রব্যের চাহিদা বৃদ্ধির কারণে তা থেকে যে অতিরিক্ত আয় হয় তাকে নিম খাজনা বলে। |
২০। একচেটিয়া বাজারের AR ও MR রেখা অঙ্কন কর। উঃ ওয়েবসাইট থেকে দেখেনাও। |
২১। দীর্ঘমেয়াদ বলতে কী বুঝ? উ; দীর্ঘমেয়াদ বলতে এমন একটি সময়কে বুঝায় যে সময়ে স্থির ব্যয়ের পরিবর্তন দ্বারা উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানো যায়। |
২২। চাহিদা বিধি ? উঃ কোন প্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এ সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করে, তাকে চাহিদা বিধি বলে। |
২৩। প্রান্তিক উপযোগ কি? উঃ কোন দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। |
২৪। প্রকৃত মজুরি কি ? উঃ কোন শ্রমিক তার শ্রমের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সুযোগ-সুবিধা পেয়ে থাকে তাকে প্রকৃত মজুরি বলে। |
২৫। মিশ্র অর্থনীতি কি? উঃ পুঁজিবাদ ও সমাজতন্ত্র উত্তর অর্থব্যবস্থার সমন্বয়ে গঠিত কোন অর্থ ব্যবস্থাকে মিশ্র অর্থনীতি/ অর্থব্যবস্থা বলে। |
২৬। মাছের চাহিদা বাড়লে মাংসের চাহিদা কিরূপ পরিবর্তন হবে? উঃ মাংসের চাহিদা হ্রাস পাবে। |
২৭। নিরপেক্ষ মানচিত্র অংকন কর। উঃ বই থেকে দেখে নাও। |
২৮। উৎপাদন বলতে কি বুঝ? উঃ সাধারণত নতুন উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করাকেই অর্থনীতির ভাষায় উৎপাদন বলে। |
২৯। ভোক্তার ভারসাম্যের শর্ত দুটি লিখ। |
৩০। প্রান্ট কাকে বলে? উঃ কোন একটি ফার্মের প্রতিটি দ্রব্য উৎপাদনের পৃথক পৃথক ইউনিটকে প্লান্ট বলে। |
৩০। ACMC রেখা একত্রে অংকন করো? উঃ বই থেকে দেখেনাও। |
৩২। দাম বিভেদীকরণ কি? উঃ দাম বৈষম্যকারী একচেটিয়া কারাবানি যখন এক এক বাজারে প্রবা স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে যে আলাদা দাম নির্ধারণ করে তাকে দাম বিভেদীকরণ বলে। ৩০। |
৩৩। অর্থশাস্ত্রের জনক কে? উঃ-ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথ। |
৩৪। সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে? উঃ যে অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানা সম্পূর্ণ অনুপস্থিত ও সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ কার্যকরী থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। |
৩৫। চা ও কফি কোন ধরনের দ্রব্য? উঃ চা ও কফি পরিবর্তক দ্রব্য। |
৩৬। চিত্রের সাহায্যে AC ও MC রেখার ছেদ বিন্দু দেখাও। উঃ বই থেকে দেখে নাও। |
৩৭। একটি উৎপাদন অপেক্ষক লিখ? উঃ একটি উৎপাদন অপেক্ষক Q HLK) |
৩৮। ধনতান্ত্রিক অর্থনীতি কি? উঃ যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তিমালিকানাধীন থাকে, সে অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। এ অর্থব্যবস্থায় প্রধানত বেসরকারি উদ্যোগে, সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। |
৩৯। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হবে? উঃ মোট উপযোগ বৃদ্ধি পেয়ে যখন সর্বোচ্চ মানে পৌছায় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। |
৪০। চিত্রে কোণযুক্ত চাহিদা রেখা দেখাও। উঃ ওয়েবসাইট থেকে দেখে নাও। |
৪১। প্রান্ত্রিক বিকল্প (MRS) কি? উঃ ওয়েরসাইট থেকে দেখে নাও। |
৪২। সফৎপাদন মানচিত্র অংকন কর। উঃ বই থেকে দেখেনাও। |
৪৩। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কি? উঃ উপকরণের ব্যবহার যে হারে বৃদ্ধি করা হয়, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তখন তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলা হয়,। |
৪৪। একজন বিক্রেতার বাজারকে কি বলে? উঃ ওয়েবসাইট থেকে দেখে নাও। |
৪৫. ব্যস্টিক অর্থনীতি কী? উত্তর: অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে পৃথক আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। |
৪৬. ইসলামি অর্থনীতির ধারণা দাও। উত্তর: যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবসা- বাণিজ্যসহ সকল অর্থনৈতিক কার্যাবলি সুদমুক্ত থেকে মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় তাকে ইসলামি অর্থনীতি বলে। |
৪৭. ধনতান্ত্রিক অর্থনীতি কী? উত্তর: যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতীত অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থনীতি বলে। |
৪৮. অর্থনীতির জনক কে? অথবা, অর্তসাস্তের জনক কে? উত্তর: অর্থনীতিবিদ এডাম স্মিথ। |
৪৯. সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে? উত্তর: যে অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপাদানের ব্যক্তি মালিকানার পরিববর্তে রাষ্টীয় মালিকানা বিদ্যমান থাকে তাই তাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলে। |
৫০.চলক বলতে কী বুঝ? উত্তর: গাণিতিক প্রক্রিয়ায় যা কিছুর মান পরিবর্তনশীল হয় তাকে সাধারণত চলক বলে। |
৫১. চা ও কফি কোন ধরনের দ্রব্য? উত্তর: চা ও কফি হলো পরিবর্তক দ্রব্য। |
৫২. চাহিদা বিধি কী? উত্তর: অন্যান্য অবস্থা অপরিবর্তিত দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে। দামের সাথে চাহিদার এ সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করে তাকে চাহিদা বিধি বলে। |
৫৩. মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হবে? উত্তর: মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হবে। |
৫৪. প্রান্তিক উপযোগ কাকে বলে? উত্তর: কোনো দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধি করলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। |
৫৫. MRS কী নির্দেশ করে? উত্তর: নিরপেক্ষ রেখার ঢাল নির্দেশ করে। |
৫৬. MRS (প্রান্তিক পরিবর্তনের হার) বলতে কী বুঝ? অথবা, প্রান্তিক বিকল্পন হার কী? উত্তর: দুটো দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্পন হার বলে। |
৫৭. আয় প্রভাব কাকে বলে? উত্তর: দুটি পণ্যের দাম স্থির থেকে ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে দ্রব্যে ক্রয়ের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তাকে আয় অভাব বলে। |
৫৮. গিফেন দ্রব্যে কী? উত্তর: গিফেন দ্রব্যে হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের সমপর্যায়ের দ্রব্যে। |
৫৯. MRS এর পূর্ণরূপ কী? উত্তর: MRS এর পূর্ণরূপ হলো Marginal Rate of Substitution. |
৬০. ক্রমবর্ধমান মাত্রা উৎপাদন কী? উত্তর: যখন উপকরণ নিয়োগের হারের চেয়ে উৎপাদন বেশি হারে বৃদ্ধি পায় তাকে ক্রমবর্ধমান মাত্রা উৎপাদন বলে। |
৬১. সমজাতীয় পণ্য কী? উত্তর: একই ধরনের উৎপাদিত পণ্যকে বলা হয় সমজাতীয় পণ্য। |
৬২. ফার্মের সংঙ্গা দাও। অথবা, ফার্ম কী? উত্তর: ফার্ম বলতে আমরা বুঝি কোনো উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে। |
৬৩. একজন বিক্রেতার বাজারকে কী বলে? অথবা, একজন বিক্রেতার বাজারকে কী নামে অভিহিত করা হয়? উত্তর: একজন বিক্রেতার বাজারকে একচেটিয়া বাজার বলে। |
৬৪. অলিগোপলি বাজার কাকে বলে? উত্তর: যে বাজারে কতিপয় বিক্রেতা কোনো দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে তাকে অলিগোপলি বাজার বলে। |
৬৫. নিম খাজনা বলতে কী বুঝ? উত্তর: স্বল্পকালে উৎপাদন হলে ক্ষতিগ্রস্ত হলে চাহিদা অনুযায়ি দ্রব্যের যোগান দেওয়া হয়না বলে দাম বৃদ্ধির ফলে যে অতিরিক্ত আয় উপার্জন হয় তাকে নিম খাজনা বলে। |
৬৬. সুযোগ ব্যয় কী? উত্তর: একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য অন্য দ্রব্যটির যে পরিমাণ উৎপাদন ছেড়ে দিতে হয় তাকে প্রথমোক্ত দ্রব্যটির সুযোগ ব্যয় বলে। |
৬৭. VMP এর পূর্ণরূপ লেখ? উত্তর: VMP এর পূর্ণরূপ হলো Value of Marginal Product. |
৬৮. প্রকৃত মজুরি কী? উত্তর: শ্রমের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সুযোগ- সুবিধা পেয়ে থাকে তাকে প্রকৃত মজুরি বলে। |
সংক্ষিপ্ত প্রশ্নাবলি (খ বিভাগ)
১। যোগান ও মজুতের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০% |
২। মুনাফা ও ঝুঁকির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০% |
৩। দেখাও যে, নিরপেক্ষ রেখা সচরাচর মূল বিন্দুর দিকে উত্তল হয়। ১০০% |
৪। সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা কী? |
৫। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখ। |
৬। চাহিদা রেখা বলতে কী বুঝ? |
৭। চাহিদার নির্ধারকগুলো লেখ। |
৮। চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কেন? |
৯। প্রান্তিক উপযোগ কী? |
১০। সমপ্রান্তিক উপযোগ বিধি কী? |
১১। পরিমাণগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য কী? |
১২। নিরপেক্ষ মানচিত্র কাকে বলে? |
১৩। ভোক্তার উদ্বৃত্ত কী? |
১৪। উৎপাদন কাকে বলে? |
১৫। নিরপেক্ষ রেখা অসম উৎপাদন রেখার মধ্যে পার্থক্য লেখ? |
১৬। দীর্ঘকালিন গড় খরচ রেখা কেন আকৃতির হয়? |
১৭. একচেটিয়া বাজার বলতে কী বুঝায়? |
১৮. পূর্ণপ্রতিযোগিতায় একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন? |
১৯. মজুরি কী? |
২০. চুক্তিবদ্ধ ওলিগোপলি এবং অচুক্তিবদ্ধ ওলিগোপলি এর মধ্যে পার্থক্য উল্লেখ কর। |
২১. আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির পার্থক্যগুলো লেখ। |
২২।চাহিদার সংকোচন-সম্প্রসারণ ও চাহিদার হ্রাস-বৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০% |
২৩। বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০% |
২৪। চাহিদার যোগানের নির্ধারকগুলো লিখ। ১০০% |
২৫। মুনাফার/উতপাদনের উপাদানসমূহ ব্যাখ্যা কর। ১০০% ৮। দীর্ঘকালীন গড় খরচ রেখার আকৃতি ব্যাখ্যা কর। ১০০% |
২৬। চিত্রসহ স্থির ও পরিবর্তনশীল খরচের ধারণা দাও। অথবা, মোট স্থির খরচ ও ছোট পরিবর্তনশীল খরচের ধারণা দাও। |
২৭। একচেটিয়া কারবারবের বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০% অথবা, একচেটিয়া বাজারে যোগান রেখা পাওয়া যায়না কেন? |
২৮। সুযোগ ব্যয় ধারণাটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১৯% অথবা, সুযোগ ব্যয় কি? উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা কর। |
২৯। দেখাও যে, AC রেখার সর্বনিম্ন বিন্দুতে MC রেখা ছেদ করে। ৯৬% |
৩০। স্থিতিস্থাপক এবং অদ্বিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১৯% |
৩১। পরিমাণগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১৯% |
৩২। অলিগোপলি বাজারের বৈশিষ্ট্যগুলো লিখ। ১৯% |
৩৩। ফার্মের মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের ধারণাসমূহ উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৮% |
রচনামূলক প্রশ্নাবলি (গ বিভাগ)
১। অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বুঝ? |
২। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা কর? |
৩। মিশ্র অর্থনীতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা কর? |
৪। একটি সরলাকৃতির চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে চাহিদর স্থিতিস্থাপকতা নির্ণয় কর? |
৫। চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে? |
৬। সমালোচনাসহ সমপ্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা কর? |
৭। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর? |
৮। ভোক্তার ভারসাম্য কাকে বলে? |
৯। নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখা কর? |
১০। উৎপাদনের উপাদানের সংক্ষিপ্ত বিবরণ দাও? |
১১। মাত্রাগত উৎপাদন কি? |
১২। স্থির ব্যায় ও পরিবর্তনশীল ব্যায়ের মধ্যে পার্থক্য? |
১৩। সমোলোচনাসহ রিকার্ডোর খাজনা তত্ত্বটি আলোচনা কর? |
১৪। কোন রেখাকে এনভেলাপ রেখা বলা হয় এবং কেন? চিত্রের সাহায্যে ব্যাখা কর? |
১৫। পূর্ণ প্রতিযোগীতামূলক বাজারে কোন অবস্থায় একটি ফার্ম ক্ষতি স্বীকার করে ও উৎপাদন চালিয়ে যায়? |
১৬। একচেটিয়া বাজারে কেন যোগান রেখা পাওয়া যায়না? |
১৭। পূর্ণ প্রতিযোগীতামূলক বাজার কাকে বলে? |
১৮। মুনাফার উপাদান সমূহ আলোচনা কর? |
১৯। দাম নেতৃত্ব কি? অলিগোপলি বাজারে বিজ্ঞাপন ব্যায় ব্যাখা কর? |
২০। ডুয়োপলি বাজার কি? ডুয়োপলি বাজার ও অলিগোপলি বাজারের মধ্যে পার্থক্য আলোচনা কর? |
আরও বেশি বেশি সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।
২১। (ক) সমপ্রান্তিক উপযোগ বিধি কি? ৯৯% |
(খ) সমপ্রান্তিক উপযোগ বিধির মাধ্যমে একজন ভোক্তা কিভাবে ভারসাম্য লাভ করে, তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১৯% |
২২ ।(ক) মাত্রাগত উৎপাদন প্রবাহ কি? |
(খ) বিভিন্ন ধরনের মাত্রাগত মাধ্যমে ব্যাখ্যা কর। ৯৯% |
২৩ । (ক) স্বাভাবিক মুনাফা বলতে কি বোঝায়? (খ) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অংকন কর। ১০০% অথবা, দেখাও যে, পূর্ণপ্রতিযোগিতায় দীর্ঘমেয়াদে সকল ফার্ম শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে। ১০০% |
২৪। (ক) একচেটিয়া বাজার বলতে কি বোঝায়? ১০০% (খ) চিত্রের সাহায্যে একচেটিয়া কারবারীর স্বল্পকালীন ভারসাম্য অবস্থা নির্ণয় কর। ১০০% |
২৫। (ক) অনুপার্জিত আয় বলতে কি বোঝায়? একই পেশায় মজুরি হারের তারতম্য হয় কেন? ১০০% (খ) আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০% |
২৬। (ক) প্রান্তিক উপযোগ কী? সমালোচনাসহ ভাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর। ১০০% (খ) ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি? প্রান্তিক উপযোগ রেখা থেকে ভোক্তার চাহিদা রেখা অঙ্কন কর। ১০০% |
২৭। (ক) আয় ভোগ রেখা বলতে কী বুঝ? নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ১০০% (খ) বাজেট রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০% |
২৮। (ক) অপ্রতুলতার সমস্যা বলতে কি বোঝায়? ১০০% (খ) সম্পদের অপ্রতুলতা নয় বরং অদক্ষ ব্যবহারই অর্থনৈতিক সমস্যার জন্ম দেয়- ব্যাখ্যা কর। ১০০% |
২৯। (ক) আয় প্রভাব কাকে বলে? ১00% (খ) দেখাও যে, দাম প্রভাব পরিবর্তক প্রভাব আর প্রভাব। ১০০% |
৩০। (ক) একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন কর। ১০০% (খ) উৎপাদকের উদ্বৃত্ত ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০% |
৩১। (ক) উৎপাদনকারীর ভারসাম্য বলতে কি বোঝায়? ১০০% (খ) কিভাবে একজন উৎপাদনকারী সর্বনিম্ন খরচের উপকরণ সংমিশ্রণ নির্ণয় করে? ১০০% |
৩২। (ক) ব্যষ্টিক অর্থনীতি ও অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বুঝ? ১০০% (খ) মিশ্র ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০% |
৩৩। সমালোচনাসহ রিকার্ডের খাজনা তত্ত্বটি আলোচনা কর। 100% |
৩৪। (ক) ঘোট, গড় ও প্রান্তিক বায়ের ধারণাগুলো ব্যাখ্যা কর। ১৯% (খ) স্বল্পকালীন গড় ব্যয় রেখা এবং দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯% |
৩৫। (ক) চাহিদার স্থিতিস্থাপকতা কি? % |
ডিগ্রি ১ম বর্ষের ১০০% কমন উপযোগী সাজেশন 2023 PDF
যারা ডিগ্রি ১ম বর্ষের ১০০% কমন উপযোগী সাজেশন 2023 PDF খুঁজছেন, তাদের জন্য আজকের এই পোস্ট।আমরা সকল স্থান থেকে সঠিক সঠিক সাজেশন আপানদের জন্য সংগ্রহ করেছি।যা আপানাকে অর্থনীতি ১ম পত্র ডিগ্রি ১ম বর্ষে ভালো মার্কস করতে সাহায্য করবে।আপনারা সহজে ডিগ্রি ১ম বর্ষের ১০০% কমন উপযোগী সাজেশন 2023 PDF পেয়ে যাবেন।
আরও বেশি বেশি সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।
আজকের পোস্টে আপনাদের সাথে ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্র স্পেশাল সাজেশন ২০২৩ শেয়ার করেছি।আশা করি আপানদের অনেক উপকারে আসবে।নতুন নতুন কমন উপযোগী প্রশ্ন পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।