এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ | এসএসসি-দাখিল ফলাফল বোর্ড চ্যালেঞ্জ আবেদন নিয়ম ২০২৩ – যে সকল শিক্ষাথীরা এসএসসি কাঙ্খিত ফলাফল পাননি, তাদের জন্য এসএসসি পরীক্ষার ফলাফল ২০২০৩ পুনঃচেক করা হচ্ছে। প্রার্থীরা ২৯ জুলাই থেকে ৪ আগস্ট, ২০২৩ পর্যন্ত টেলিটক সিম ব্যবহার করে ঘরে বসেই তাদের এসএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল পুনরায় পরীক্ষা করতে পারবেন।
২০২৩ সালের সমস্ত বোর্ডের এসএসসি-ফাইলিং এবং ভোকেশনাল পরীক্ষার উত্তরপত্র পুনঃচেক করার প্রক্রিয়া ২৯ জুলাই শুরু হয়েছে। প্রার্থীরা ২৯ জুলাই থেকে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা ৪ আগস্ট, ২০২৩ । বর্তমান আবেদন ফি প্রতি পত্রে ১২৫ টাকা এবং দুটি বিষয়ের জন্য ২৫০ টাকা।
এসএসসি পরীক্ষার ফলাফল 2023 পুনঃনিরীক্ষন বিজ্ঞপ্তি
বোর্ডের বিজ্ঞপ্তিতে এসএসসি সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃ যাচাইয়ের সময় নির্ধারণ করা হয়েছে। সমস্ত বোর্ডের উত্তরপত্র পুনঃপরীক্ষার আবেদন একযোগে শুরু হচ্ছে।
সমস্ত বোর্ড এসএসসি, মাদ্রাসা এবং কারিগরি বোর্ড জমা এবং বৃত্তিমূলক ফলাফল পুনঃ-যাচাই আবেদন ২৯শে জুলাই ২০২৩ খ্রিস্টাব্দে শুরু হবে। শেষ হবে ৪ঠা আগস্ট ২০২৩। রি-ইন্সপেকশন ফি হিসাবে প্রতি বিষয় এর জন্য ১২৫/= এবং দুটি বিষয়ের জন্য ফি ২৫০/=।
এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের নিয়ম ও ফি
২০২৩ সালের এসএসসি-দাখিল সহ কারিগরির পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ ফি এর হার প্রতি পত্রে ১২৫/= (একশত পঁচিশ) টাকা।
কেবলমাত্র টেলিটক সিম যুক্ত মোবাইল থেকে এই আবেদন করা যাবে। মোবাইলে প্রয়োজনীয় ব্যালেন্স যোগ করে তারপর আবেদন করুন। কারণ আবেদন প্রক্রিয়ার সময় মোবাইলে নির্ধারিত পরিমাণ ফি পরিশোধের জন্য ব্যালেন্স থাকতে হবে।আর যে বিষয়গুলোর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করবেন, সে বিষয়গুলোর সাবজেক্ট কোড নম্বর প্রয়োজন হবে। একাধিক বিষয় ও পত্রের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে।
সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ক্ষেত্রে কেবলমাত্র বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ভিন্ন হবে।
বোর্ডের নামের প্রথম তিন অক্ষরের নাম অবশ্যই ইংরেজী অক্ষরে লিখতে হবে।
নিচের বিজ্ঞপ্তি পড়ে কোন অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় এই আবেদন করুন। কোন ভুল তথ্য বা ফরম্যাটে আবেদন করলে তা বাতিল হতে পারে।
কেবলমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে-এমন বিষয়গুলোর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।
কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি-দাখিল ভোকেশনাল উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করার নিয়ম
এসএসসি পরীক্ষা ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মকানুন
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে পুনরায় এসএসসি ফলাফল পরিদর্শনের আবেদন করা যাবে। আবেদন করার জন্য, আপনার মোবাইল ফোনের মেসেজ অপশন খুলুন এবং RSC স্পেস > বোর্ডের নাম স্পেস > রেল নম্বর স্পেস > বিষয় কোডের প্রথম তিনটি অক্ষর টাইপ করুন এবং 16222 নম্বরে পাঠান।
উদাহরণস্বরূপ, যদি ঢাকা বোর্ডের একজন প্রার্থীর রেল নম্বর 123456 হয় এবং প্রার্থী আবেদন করতে চান, তাহলে মেসেজ অপশনে RSC Dha 123456 136 লিখুন এবং 16222 নম্বরে পাঠান।
উদাহরণঃ RSC < Space > DHA < space > 119684 < Space > 102
ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC Yes PIN Contact Number (যে কোন মােবাইল অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উল্লেখ্য পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের (যে সকল বিষয়ের পরীক্ষা
অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলাে আলাদা করে লিখতে হবে।
যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মােবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC Dha < Space> Roll Number 136,137 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযােজ্য হবে।
যেহেতু প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। তাই আপনার টেলিটক সিমে প্রতি পত্রের জন্য ১৩০ টাকা নির্ধারণ করে রিচার্জ করবেন। যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি কাটা হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।
এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষন ফলাফল ২০২৩
পুনঃপরীক্ষা প্রক্রিয়ার এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল আমাদের নিজস্ব ওয়েবসাইট সহ সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনি প্রদত্ত লিঙ্কে গিয়ে প্রকাশিত ফলাফল পরীক্ষা করতে পারেন।