ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম সম্পর্কে অনেকে অহরহই অনলাইন সার্চ করে থাকে। যারা ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম সার্চ করে থাকে তাদের জন্য আজকের এই পোস্ট। বর্তমানে অনলাইন এর মাধ্যমে খুব সহজে আপনি সকল কিছু অনলাইনে পেয়ে যাবেন। যারা নতুন ভোটার এর জন্য আবেদন করে থাকেন তারা, মেসেজ এর মাধ্যমে তাদের ভোটার আইডি নম্বর পেয়ে থাকেন।অন্য দিকে অনেকের ভোটার স্লিপ নম্বর থাকে, যার মাধ্যমে খুব সহজে আইডি কার্ড বের করা যায় ।

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

আপনার কাছে যদি ভোটার স্লিপ থেকে থাকে তাহলে আপনি, ভোটার সার্ভিস ওয়েবসাইট থেকে যেকোনো সময় ভোটার আইডি কার্ড বের করতে পারবেন ।আপনার শুধু ভোটার স্লিপে থাকা নম্বর টার দরকার হবে।

আসলে ভোটার হবার পরেও অনেকে দিন সময় লাগে আইডি কার্ড হাতে পেতে, যার ফলে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায় না।যার জন্য আপনাদের ভোটার কার্ড বের করা জরুরী।কীভাবে ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করবেন? মূলত ভোটার কার্ড বের করার জন্য আপনার দুইটি জিনিসের একটি থাকতে হবে,

  • আইডি কার্ডের নম্বর
  • বা স্লিপ নম্বর

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

নতুন ভোটার ছাড়াও অনেকে ভোটার আইডি কার্ড বের করার দরকার হতে পারে । যেমনঃ অনেকের আইডি কার্ড হারিয়ে যায়, অনেকে আছেন যাদের আইডি কার্ডের ভুল সংশোধন করা হয়, সেই সময় খুব সহজে আপনি একটি আইডি কার্ড বের করে নিতে পারবেন। আপনাদের আইডি কার্ড নিয়ে সকল প্রশ্নের উত্তর এই পোস্টে দেয়ার চেষ্টা করবো।

ভোটার আইডি কার্ড বের করতে যা যা প্রয়োজন

ভোটার আইডি কার্ড বের করার জন্য ৩ টার মধ্যে ২ টি জিনসের অবশই দরকার হবে।যা ছাড়া আপনি ভোটার আইডি কার্ড বের করতে পারবেন না। অনেকে ভাবেন শুধু আইডি কার্ড নম্বর বা স্লিপ নম্বর দিয়ে আইডি কার্ড বের করা যায়। আসলে আপনি শুধু আইডি কার্ড বা স্লিপ নম্বর দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন না।আপনার সঠিক জন্ম তারিখও জানা থাকতে হবে। যা ছাড়া ভোটার আইডি কার্ড বের করা অসম্ভব।

  • ভোটার আইডি নাম্বার অথবা স্লিপ নাম্বার
  • সঠিক জন্ম তারিখ

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

আপনার ভোটার নম্বর সহ একটি আইডি কার্ড পেতে, service.nidw.gov.bd ওয়েবসাইট ভিসিট করতে হবে। ওয়েবসাইটে ভিসিট করার পর আপনার ভোটার স্লিপ নম্বর বা আইডি কার্ড নম্বর, জন্মতারিখ এবং ক্যাপচা লিখুন এসাবমিট বাটনে ক্লিক করলেই আইডি কার্ড বের করতে পারবেন।

আপনি যদি ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে চান তার জন্য অবশ্যই আগে ভোটার নাম্বার বের করতে হবে।প্রশ্ন হতে পারে ভোটার নাম্বার কিভাবে বের করবেন? আপনি ভোটার নাম্বারটা নির্বাচনের সময় নির্বাচন প্রার্থীর কাছে পেয়ে যাবেন আপনার ভোটার নাম্বার বা মোবাইলে ম্যাসেজ এর মাধ্যমে পেয়ে যাবেন।

ভিজিট করুন নির্বাচন কমিশনের ওয়েবসাইট NID Account Registration;


NID Number, Date of Birth এবং Captcha Code লিখে সাবমিট করুন;


ঠিকানা Select করুন এবং Mobile Number দিয়ে OTP ভেরিফাই করুন;


অন্য একটি মোবাইলে NID Wallet ইনস্টল করে Face Verification করুন;


Password সেট করুন এবং লগইন করে আইডি কার্ড ডাউনলোড করুন।

বাস উপরের এই নিয়ম ফলো করে আপনি সহজে আপনার ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন। আশা করি আজকের এই পোস্ট টি আপনাদের অনেক উপকারে আসবে । এমন আরও অনেক উপকারী পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top