অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা:জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ইন আর্টস প্রোগ্রামের জন্য বাংলা সাহিত্য একটি অত্যন্ত চাহিদাপূর্ণ বিষয়। তবে বিজ্ঞান ও কমার্স শাখার শিক্ষার্থীরাও বাংলা সাহিত্যে অনার্স করতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থার অধীনে, বাংলা সাহিত্যের ৭০% আসন কলা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত, বাকি ৩০% বিজ্ঞান ও বাণিজ্য শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়।
প্রিয় শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক শেষ যারা অনার্সে পদার্পণ করেছ তাদেরকে আমার অন্তরের অন্তস্থ থেকে শুভেচ্ছা।আজ তোমাদের সাথেঅনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা শেয়ার করব।তোমরা যারা অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা খুজছো, তারা পোস্টটি মন দিয়ে পড়ো ।
অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা
তোমাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক শেষ যারা অনার্সে পদার্পণ করে, বাংলা বিষয় নিয়ে লেখাপড়া করার চিন্তা করেছ তাদের জন্য আজকের এই পোস্ট।অনার্সের মোট ৪ বছর, প্রতি বছর বই গুলো পরিবর্তন হয় ।অর্থাৎ যে বই তুমি এই বছর পরবে পরের বছর, অন্য বই পরতে হবে।তোমাকে প্রতিবছর আলাদা আলাদা বই কিনতে হবে।যেহেতু আজকের পোস্টে প্রধান বিষয় হল অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা, তাই বেশি কথা বাড়াবো না।নিচে অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা ছক আকারে দেয়া হলঃ
বইয়ের তালিকা | বিষয় কোড |
---|---|
১. বাংলাদেশ এবং বাঙ্গালির ইতিহাস ও সংস্কৃতি (প্রাচীনকাল থেকে ২০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত) | ২১১০০১ |
২. বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা | ২১১০০৩ |
৩. বাংলা কবিতা (১) | ২১১০০৫ |
৪. বাংলা উপন্যাস (১) | ২১১০০৭ |
৫. সমাজবিজ্ঞান পরিচিতি | ২১১০০৯ |
৬. সমাজকর্ম পরিচিতি | ২১২১১১ |
৭. রাজনৈতিক তত্ত্ব পরিচিতি | ২১১৯০৯ |
৮. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | ২১১০০১ |
উল্লিখিত ছকে অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা তুলে ধরা হয়েছে।আশা করি তোমাদের জন্য অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ে তালিকা অনেক উপকারে আসবে ।
বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
১. ধারাবাহিকভাবে একটি ভাষার আদি রূপ নির্ণয় কোন জ্ঞান শাখার আলোচ্য বিষয়? উত্তর: ধারাবাহিকভাবে একটি ভাষার আদি রূপ নির্ণয় ভাষাতত্ত্ব নামক জ্ঞান শাখার আলোচ্য বিষয়। |
২. জ্যাকব ড্রিম কে ছিলেন? উত্তর : জ্যাকব ড্রিম ছিলেন একজন ধ্বনীবিজ্ঞানী। |
৩. বাংলা ভাষায় ইন্দো ইউরোপীয় ভাষার কোন শাখা থেকে জন্ম লাভ করেছে? উত্তর: বাংলা ভাষায় ইন্দো ইউরোপীয় বাসার শতম শাখা থেকে জন্ম লাভ করে। |
৪. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটির রচয়িতার নাম কি? উত্তর: ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটির রচয়িতা ড. মোঃ শহিদুল্লাহ। |
৫. ডঃ মোঃ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রকৃত থেকে? উত্তর: ডঃ মোঃ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌরী প্রাকৃত থেকে। |
৬. আদিতে অপভ্রংশ কোন সমাজে ব্যবহৃত হতো? উত্তর: আদিতে অপভ্রংশ ভারতীয় আর্যসমাজে ব্যবহৃত হতো। |
৭. গৌর অপভ্রংশের পরবর্তী পূর্ববর্তী ভাষাকে কি বলে? উত্তর: গৌর অপভ্রংশের পূর্ববর্তী ভাষার নাম গৌড়ী প্রাকৃত। |
৮. ভারতীয় আর্যভাষার প্রাচ্য শাখার অন্তর্গত ভাষাসমূহকে ‘মাঘধী ভাষা’ বলে অভিহিত করেছেন কে? উত্তর: ভারতীয় আর্যভাষার প্রাচ্যের শাখার অন্তর্গত ভাষাসমূহকে ‘মাঘধী ভাষা’ বলে অভিহিত করেছেন ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। |
৯. অশোকলিপি কী? উত্তর: সম্রাট অশোকের শাসনামলে ব্যবহৃত ব্রাহ্মী লিপি অশোক লিপি নামে পরিচিত। |
১০. প্রাচীন ভারতীয় আর্যভাষার আনুমানিক কালসীমা উল্লেখ কর। উত্তর: প্রাচীন ভারতীয় আর্যভাষার আনুমানিক কালসিমার খ্রিস্টপূর্ব ১২০০- ৫০০ অব্দ পর্যন্ত। |
বাংলা কবিতা – ১
১ ) কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে ? উত্তরঃ ২৪ মে ১৮৯৯ খ্রিষ্টাব্দ । |
২ ) অগ্নিবীণা কাব্যটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় ? উত্তরঃ ১৯২২ খ্রিষ্টাব্দে । |
৩ ) অগ্নিবীণা কাব্যটি কবি কাকে উৎসর্গ করেছিলেন ? উত্তরঃ শ্রী বীরান্দ কুমার ঘোষকে । |
৪ ) অগ্নিবীণা কাব্যে কবি কার হাতের কঠোর কুঠার ? উত্তরঃ পরশুরামের হাতের । |
৫ ) কালাম পাশা কোন দেশের অধিবাসী ? উত্তরঃ তুরস্কের অধিবাসি । |
৬ ) অগ্নিবীণা কাব্যে উল্লিখিত ইসলামিক বিষয়ক দুইটি কবিতার নাম লিখ । উত্তরঃ খেয়াপারের তরণী , কোরবানি , মোহররম । |
৭ ) শাত – ইল – আরব কি ? উত্তরঃ আরব দেশের একটি নদির নাম । |
৮ ) অগ্নিবীণা ক্যাবে মত কবিতার সংখ্যা কত ? উত্তরঃ ১২ টি, উৎসর্গ কবিতা সহ ১৩ টি । |
৯ ) অগ্নিবীণা ক্যাবের প্রথম কবিতার নাম কি ? উত্তরঃ প্রয়ল্লাস । |
১০ ) অগ্নিবীণা ক্যাবের সেস কবিতার নাম কি ? উত্তরঃ মোহররম । |
আরও পড়ুন – National University Honours Bangla Syllabus (1st, 2nd, 3rd, 4th Year)
বাংলা উপন্যাস-১
১ ) বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের নাম কি ? উত্তরঃ ‘কপালকুণ্ডলা’ । |
২ ) নবকুমারের প্রথম স্ত্রীর নাম কি ? উত্তরঃ পদ্মাবতী । |
৩ ) “ কপালকুণ্ডলা কে তা জানিনা – আমি একজন পথিক , আপাতত দস্যুহস্তে নিস্কুনডলা হইয়াছি “ – কার উক্তি ? উত্তরঃ পদ্মাবতীর উক্তি । |
৪ ) “ এই পথিকের সঙ্গে দেশান্তরে যাও ।” কে কাকে বলেছে ? উত্তরঃ অধিকারী কপালকুণ্ডলাকে বলেছে । |
৫ ) বিষাদ-সিন্ধু কোন ধরনের রচনা ? উত্তরঃ এটি একটি উপন্যাস । |
৬ ) বিষাদ – সিন্ধু কত সালে প্রকাশ পায় ? উত্তরঃ ১৮৯১ সালে । |
৭ ) সখিনার স্বামীর নাম কি ? উত্তরঃ কাসেম |
৮ ) ইমাম হোসেনের কয়জন স্ত্রী ? উত্তরঃ ৩ জন। |
৯ ) “ যার দুই তিন স্ত্রী , তার প্রান বধ করিতে কতক্ষণ লাগে ? – কথা টি কে বলেছিল ? উত্তরঃ মায়মুনা । |
১০) হিজরি কত সনে ইমাম হাসানের মৃত্যু হয় ? উত্তরঃ হিজরি ৫০ সনের রবিউল আউয়াল । |
১৫ ) জয়নাল আবেদিন কে ? উত্তরঃ ইমাম হোসেনের পুত্র । |
পরিশেষ
আজকের পোস্টে তোমাদের জন্য অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা শেয়ার করা হয়েছে।সাথে কমন কিছু প্রশ্ন শেয়ার করছি ।যেগুলো তোমাদের উপকারে আসবে । আমদের ওয়েবসাইটে সকল গ্রুপ এর সাজেশন শেয়ার করা হয় ।যদি আজকের পোস্টি তোমাদের ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলনা ।