অনার্স ১ম বর্ষ বাংলা কবিতা ১ সাজেশন ২০২৩

অনার্স ১ম বর্ষ বাংলা কবিতা ১ সাজেশন ২০২৩ – অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২৩ বাংলা বিভাগ (বাংলা কবিতা – ১) আজকের পোস্টের বিষয়। আজ আপনাদের সুবিধার্থে অনার্স ১ম বর্ষের সাজেশন ২০২৩ শেয়ার করব । পুরো পোস্টটি পড়ে, আপনি অনার্স ১ম বর্ষ বাংলা কবিতা ১ সাজেশন ২০২৩ পাবেন।

বাংলা কবিতা ১ সাজেশন ২০২৩

ক বিভাগ

অনার্স ১ম বর্ষ বাংলা কবিতা ১ সাজেশন ২০২৩ (PDF) উত্তরসহ
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী সাপ্তাহিক বিজলী পত্রিকায় 1922 প্রথম প্রকাশিত হয়
২. অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কি?
উত্তর: অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম প্রলয়োল্লাস
৩. ‘ধূমকেতু’ কাকে বিষধুম নিক্ষেপ করে?
উত্তর: ধুমকেতু ভগবান অভিমন্যুকে বিষধুম নিক্ষেপ করে।
৪. কামাল পাশা কোন দেশের অধিবাসী?
উত্তর: কামাল পাশা তুরস্কের অধিবাসী।
৫. ‘আতাতুর্ক’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘আতাতুর্ক’ শব্দের অর্থ ‘তুর্কি জাতির পিতা’ বা ‘তুরস্কের জাতির জনক’।
৬. ‘শাত-ইল-আরব’ কবিতায় ব্যবহৃত ‘ফোরাত’ নদীর অপর নাম কী?
উত্তর: ‘শাত-ইল-আরব’ কবিতায় ব্যবহৃত ‘ফোরাত’ নদীর অপর নাম ইউফ্রেটিস্।
৭. ‘খেয়া-পারের তরণী’ কবিতায় শেষ পর্যন্ত কারা খেয়া পার হয়?
উত্তর: ‘খেয়া-পারের তরণী’ কবিতায় শেষ পর্যন্ত পুণ্যের বা পুণ্য পথের যাত্রীরা খেয়া পার হয়।
৮. সত্যাগ্রহ কী?
উত্তর: সত্যাগ্রহ হলো গতানুগতিকতা পরিহার করে সত্য ও ন্যায়ের সাধনা করা।
৯. ‘সাম্যবাদী’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ ১৯২৫ সালে প্রকাশিত হয়।
১০. ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে কয়টি কবিতা স্থান পেয়েছে?
উত্তর: ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা ১১টি। এ গ্রন্থে ১টি মূল কবিতা এবং ১০টি ভিন্ন ভিন্ন উপশিরোনামে কবিতা রয়েছে।
১১. “এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির-কাবা নাই।”– কোন কবিতার পঙ্ক্তি?
উত্তর: “এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির-কাবা নাই।”– ‘সাম্যবাদী কবিতার পঙ্ক্তি।
১২. ‘সাম্যবাদী’ কবিতার শেষ চরণ কোনটি?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতার শেষ চরণ হলো “এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির-কাবা নাই।”
১৩. ‘মানুষ’ কবিতায় উচ্চারিত মহামানবের নাম লেখ।
উত্তর: ‘মানুষ’ কবিতায় যেসব মহামানবের নাম উল্লেখ আছে তারা হলেন আদম (আ.), দাঊদ (আ.), ঈসা (আ.), মূসা(আ.), ইব্রাহিম (আ.) ও মুহাম্মদ (সা.)।
১৪. “তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়
ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!”–কোন কবিতার অংশ?
উত্তর: উদ্ধৃত পঙ্ক্তি কাজী নজরুল ইসলাম রচিত ‘মানুষ’ কবিতার অংশ।
১৫. “এ দুনিয়া পাপশালা,
ধর্ম-গাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য-ছালা।”–চরণটি কোন কবিতার অংশ?
উত্তর: “এ দুনিয়া পাপশালা,
ধর্ম-গাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য-ছালা।”–চরণটি ‘পাপ’ কবিতার অংশ।
১৬. ‘বারাঙ্গনা’ কবিতায় উল্লিখিত মহাবীর দ্রোণ কে?
উত্তর: ‘বারাঙ্গনা’ কবিতায় উল্লিখিত মহাবীর দ্রোণ স্বর্গবেশ্যা ঘৃতাচীর পুত্র।
১৭. ‘নারী’ কবিকাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘নারী’ কবিকাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
১৮. ‘বাংলার মুখ আমি’ কবিতায় কবি পৃথিবীর রূপ খুঁজতে চান না কেন?
উত্তর: ‘বাংলার মুখ আমি’ কবিতায় কবি পৃথিবীর রূপ খুঁজতে চান না কারণ তিনি বাংলার মুখ দেখেছেন।
১৯. বেহুলা কোন নদীতে তার ভেলা ভাসিয়েছিল?
উত্তর: বেহুলা গাঙুড়ের নদীতে তার ভেলা ভাসিয়েছিল।
২০. কবহুলা কখন বাংলার রূপ দেখেছিল?
উত্তর: বেহুলা কৃষ্ঞা দ্বাদশীর জ্যোৎস্নায় বাংলার রূপ দেখেছিল।
২১. ‘‘চাল ধোয়া স্নিগ্ধ হাত, ধান মাখা চুল,
হাতে তার শাড়িটির কস্তা পাড়’’,- এখানে কবি কার কথা বলেছেন?
উত্তর: ‘‘চাল ধোয়া স্নিগ্ধ হাত, ধান মাখা চুল,
হাতে তার শাড়িটির কস্তা পাড়’’,- কবি এখানে বাঙালি নারীদের কথা বলেছেন।
২২. ধানসিড়ি কি?
উত্তর: ধানসিঁড়ি একটি নদীর নাম।
২৩ ‘একদিন যদি আমি’ কবিতায় নাটাফল কিসে করে তুলে নিয়ে যাওয়া হয়?
উত্তর: ‘একদিন যদি আমি’ কবিতায় নাটাফল আনারসি শাড়ির আঁচলে করে তুলে নিয়ে যাওয়া হয়।
২৪. বৈশিষ্ট্য বিচারে ‘নকশী কাঁথার মাঠ’ কোন জাতীয় কাব্য?
উত্তর: বৈশিষ্ট্য বিচারে ‘নকশী কাঁথার মাঠ’ কাহিনী কাব্য।
২৫. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের ভূমিকা কে লিখেছেন?
উত্তর: ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের ভূমিকায় অবনীন্দ্রনাথ ঠাকুর।
২৬. কবি জসীমউদ্দীন কখন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন?
উত্তর: কবি জসীমউদ্দীন 1978 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
২৭. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যে বর্ণিত বিলের নাম কি?
উত্তর: ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের জলির বিলের নাম উল্লেখ আছে।
২৮. সাজুকে গায়ের সবাই কেমন মেয়ে বলে?
উত্তর: সাজুকে গাঁয়ের সবাই লক্ষী মেয়ে বলে।
২৯.নৈলা গান কি?
উত্তর: বৃষ্টি নামানোর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। চাষিরা নেচে নেচে যে গান করে তাকে নৈলা গান বলে।
৩০. ‘বদনা- বিয়েতে’ কয়জন মেয়ে অংশ নেয়?
উত্তর: ‘বদনা- বিয়েতে’ বিয়েতে সাজু সহ পাঁচজন মেয়ে অংশ নেয়।
৩১. দুখাই কে?
উত্তর: দুখাই সাজু ও রুপাইয়ের বিয়ের ঘটক।
৩২. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের কোন অধ্যায়ে মহররমের জারি সংযোজন করা হয়েছে?
উত্তর: একাদশ অধ্যায়ে মহরমের জারি সংযোজন করা হয়েছে।

খ-বিভাগ

১. ‘‘ধ্বংস থেকে ভয় কেন তোর? প্রলয় নূতন ‍সৃজন- বেদন !’’ পঙক্তিটি ব্যাখ্যা কর।

২. ‘‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য্য’’- বিশ্লেষণ কর

৩. ‘অগ্নিবীণা’ কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের দ্রোহ চেতনা স্বরূপ বিশ্লেষণ কর।

৪. ‘‘ধ্বংসের বুকে হাসুক মা তোর সৃষ্টি নব পূর্ণিমা’’-পঙক্তিটি নিহিতার্থ ব্যাখ্যা কর।

৫. ‘হত্যা নয় আজ সত্যাগ্রহ, শক্তির উদ্ভোধন!’ ব্যাখ্যা কর।
৬. ‘সাম্যবাদী’ কাব্যের ‘মানুষ’ কবিতা অবলম্বনে মানুষ সম্পর্কে কাজী নজরুল ইসলামের ধারণার পরিচয় দাও।
৭. ‘মানুষ’ কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।
৮. ‘‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!” ব্যাখ্যা কর।
৯. ‘‘মূর্খরা সব শোন,
মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন।’’- কবির এ উক্তির কারণ ব্যাখ্যা কর।
১০. ‘‘জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী শস্য- লক্ষ্মী নারী,
সুষমা-লক্ষ্মী নারী ওই ফিরেছে রূপে রূপে সঞ্চারি’।- ব্যাখ্যা কর।
১১. মৃত্যু সম্পর্কে জীবনানন্দ দাশের উপলব্ধি স্বরূপ ব্যাখ্যা কর।
১২. ছিন্ন খঞ্জনার মতো ইন্দ্রের সভায় কে, কেন নেচেছিল? তখন বাংলার প্রকৃতি তাকে কিভাবে সাহায্য করেছিল?
১৩. ‘জীবন অথবা মৃত্যু’ কবিতার ভাববস্তু আলোকে জীবনানন্দ দাশের অভিব্যক্তি আলোচনা কর।
১৪. ‘‘শুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ?”- ব্যাখ্যা কর।
১৫. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যে কোন সমাজের পরিচয় মেলে?
১৬. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যে সাজুর গৌড়ের পরিচয় দাও।
১৭. রুপাই ও সাজুর প্রথম সাক্ষাতের বর্ণনা দাও।
১৮. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্য অবলম্বনে ‘বদনা-বিয়ের গান’ এর বর্ণনা দাও।
১৯. সাজুর বিরহ বেদনার স্বরূপ সংক্ষেপে লেখ।

গ-বিভাগ

১. “অগ্নি-বীণা” কাব্যে ভাঙ্গনের আড়ালে সৃষ্টির আকাঙ্খাই মুখের।”— আলোচনা কর।
২. অগ্নিবীণা কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের দেশপ্রেমের স্বরূপ ব্যাখ্যা কর।
৩. প্রলয়োল্লাস কবিতার মূল বক্তব্য আলোচনা কর।
৪. ‘সাম্যবাদী’ কাব্যের ‘নারী ও বারাঙ্গনা’ কবিতায় নারী মুক্তি ও নারী জাগরণের কবি কাজী নজরুল ইসলামের চিস্তার স্বরূপ লিপিবদ্ধ কর।
৫. ‘সাম্যবাদী’ কাব্যের আলোকে কাজী নজরুল ইসলামের নারী চেতনার বিচার কর।
৬. ‘রূপসী বাংলা’ কাব্যে বাংলার ইতিহাস ও লোকঐতিহ্যের প্রভাব কতটা তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
৭. রূপসী বাংলা কাব্যের অবলম্বনে জীবনানন্দ দাশের দেশপ্রেমের স্বরূপ তুলে ধর।
৮. “জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কাব্য আবহমান বাংলার অন্তরঙ্গ রূপ ধরা পড়েছে।”—আলোচনা কর।
৯. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্য অবলম্বনে জসীমউদ্দীনের জীবনদৃষ্টি ও কবিত্বশক্তির বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
১০. ট্রাজেডি কাব্য হিসেবে ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের সাফল্য আলোচনা কর।
১১. জসীমউদ্দিনের ‘নকশী কাঁথার মাঠ’ কাব্য অবলম্বনে রুপাই চরিত্র বিশ্লেষণ কর।

অনার্স প্রথম বর্ষের ১০০% কমন উপযোগী সাজেশন 2023 PDF

যারা অনার্স প্রথম বর্ষের ১০০% কমন উপযোগী সাজেশন 2023 PDF খুঁজছেন, তাদের জন্য আজকের এই পোস্ট।আমরা সকল স্থান থেকে সঠিক সঠিক সাজেশন আপানদের জন্য সংগ্রহ করেছি।যা আপানাকে অনার্স ১ম বর্ষ বাংলা কবিতা ১ – ভালো মার্কস করতে সাহায্য করবে।আপনারা সহজে অনার্স প্রথম বর্ষের ১০০% কমন উপযোগী সাজেশন 2023 PDF পেয়ে যাবেন।

আজকের পোস্টে আপনাদের সাথে অনার্স ১ম বর্ষ বাংলা কবিতা ১ সাজেশন ২০২৩ শেয়ার করেছি।আশা করি আপানদের অনেক উপকারে আসবে।নতুন নতুন কমন উপযোগী প্রশ্ন পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top