বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন অনার্স ২য় বর্ষ

বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন অনার্স ২য় বর্ষ যারা খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট।অনার্স স্তরে এবং বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের সকল শিক্ষার্থীর জন্য একটি প্রস্তাবিত বিষয় হলবাংলা সাহিত্যের ইতিহাস ২। এই বিষয় বাংলা সাহিত্যের সম্পর্কে জ্ঞানের সকল তথ্য প্রদান করে। যাইহোক, এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই বিষয় ভাল মার্কস আনতে কিছু জিনিস আপনাকে ভালোভাবে অনুসরণ করতে হবে।

বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন

ক. বিভাগ

চর্যা শব্দের অর্থ কী?
চর্যাপদের সর্বোচ্চ সংখ্যক পদ রচয়িতার নাম কি?
কাহুপার কয়টি পদ চর্যাপদে গৃহীত হয়েছে
চর্যাপদে  ডোম্বীর বাস কোথায়
বাংলা সাহিত্যে সুলতানি যুগের কালসীমা নির্দেশ কর
শ্রীকৃষ্ঞকীর্তন কাব্যের আবিষ্কারের নাম লেখ
শ্রীকৃষ্ঞকীর্তন কাব্যের প্রধান কাহিনি কোথা থেকে সংগৃহীত হয়
মধ্যযুগের কোন কবি মৈথিল কোকিল নামে খ্যাত
রামায়ণের আদি রচয়িতা কে
কবি মালাধর বসু কার কাছ থেকে গুণরাজ খান উপাধি লাভ করেন
চন্দ্রবতী কে
বারোমাস্য কী
চৌতিশা কী
মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা কে,
চন্ডীমঙ্গল কাব্য কয় খন্ডে রচিত
মধ্যযুদগের শ্রেষ্ঠ কবি কে
কড়চা কী  জাতীয় রচনা
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ৷উক্তিটি কার
মাগন ঠাকুর কে ছিলেন
নবীবংশ কে রচনা করেন
রসুল বিজয় কাব্যের রচয়িতা কে
মর্সিয়া শব্দটির অর্থ কী
গুলে বকাওলী কাব্যটি কে রচনা করেন
ভারত চন্দ্র রাযযগুনাকর কোন রাজার সভাকবি ছিলেন
মৈমনসিংহ গীতিরাগুলো কে সংগ্রহ করেন
অন্নদামমঙ্গল মধ্যযুগের কোন পর্যায়ে রচিত
কবিগানের আদিগুরু কে
দেওয়ানা মদিনা পালার রচয়িতা কে

ক. বিভাগ প্রশ্নাত্তোর সহ

বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন অনার্স ২য় বর্ষ
১. শ্রীরািমপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: শ্রীরািমপুর মিশন ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়।
২. শ্রীরািমপুর মিশনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: শ্রীরািমপুর মিশনের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি ও জোশুয়া মার্শম্যান।
৩. কার নেতৃত্বে ‘ইয়ং বেঙ্গল’ গঠিত হয়?
উত্তর: হেনরি লুই ভিবিয়ান ডিরোজিওর নেতৃত্বে ‘ইয়ং বেঙ্গল’ গঠিত হয়।
৪. ‘ফুলমনি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘ফুলমনি ও করুণার বিবরণ’ রচয়িতা হ্যানা ক্যাথরিন ম্যালেন্স।
৫. রামমোহন রায় রচিত ব্যাকররণ গ্রন্থটির নাম কী?
উত্তর: রামমোহন রায় রচিত ব্যাকররণ গ্রন্থটির নাম ‘ব্যাকরণ কৌমুদী’।
৬. ব্রাক্ষধর্মের প্রবর্তক কে?
উত্তর: ব্রাক্ষধর্মের প্রবর্তক রাজা রামমোহন রায়।
৭. ‘আলালের ঘরের দুলাল’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘আলালের ঘরের দুলাল’ ১৮৫৭ সালে প্রকাশিত হয়।
৮. ’হুতোম প্যাঁচার নকশা’ কে রচনা করেন?
উত্তর: ’হুতোম প্যাঁচার নকশা’ কালীপ্রসন্ন সিংহ রচনা করেন।
৯. কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কী?
উত্তর: কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতোম।
১০. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?
উত্তর: বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র ’দিগদর্শন’।
১১. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘The Captive ladie’(১৯৪৯)।
১২. বীরাঙ্গনা কাব্য কোন শ্রেণির রচনা?
উত্তর: বীরাঙ্গনা কাব্য পত্র কাব্য শ্রেণির রচনা।
১৩. মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যটির নাম লেখ।
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যটির নাম বীরাঙ্গনা কাব্য।
১৪. ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি নাম কী?
উত্তর: ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি নাম Song Offerings.
১৫. মৃণালিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের অন্তগর্ত।
উত্তর: মৃণালিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ন্ত্রীর পত্র’ ছোটগল্পের অন্তগর্ত।
১৬. ‘সবুজপত্র’ সাময়িকপত্রটি কখন প্রকাশিত হয়?
উত্তর: ‘সবুজপত্র’ সাময়িকপত্রটি ১৯১৪ সালে প্রথম প্রকাশিত হয়।
১৭. প্রমথ চেীধুরীর ছদ্মনাম কী?
উত্তর: প্রমথ চেীধুরীর ছদ্মনাম বীরবল।
১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসটি ব্রিটিশ শাসন আমলে বাজেয়াপ্ত হয়েছিল?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ’পথের দাবি’ উপন্যাসটি ব্রিটিশ শাসন আমলে বাজেয়াপ্ত হয়েছিল।
১৯. শরৎচন্দ্রের আন্তজৈবনিক উপন্যাস কোনটি?
উত্তর: শরৎচন্দ্রের আন্তজৈবনিক উপন্যাস ‘শ্রীকান্ত’।
২০. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ কোনটি?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ ‘অতসী মামী’।
২১. ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম।
২২. ‘বনফুল’ কার ছদ্মনাম?
উত্তর: ‘বনফুল’ বালাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম
২৩. ‘কবর’ কবিতা প্রথম কোন পত্রিকায় ছাপা হয়?
উত্তর: ‘কবর’ কবিতা প্রথম কল্লোর পত্রিকায় ছাপা হয়।
২৪. “জীবনানন্দ দাশের কবিতা চিত্ররূপময়।”- উক্তিটি কার?
উত্তর: “জীবনানন্দ দাশের কবিতা চিত্ররূপময়।”- উক্তিটি রবীন্দ্রন্থ ঠাকুরের।
২৫. ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত প্রথম পত্রিকার নাম কী?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত প্রথম পত্রিকার নাম সংবাদ প্রভাকর।
২৬. যুগসন্ধিক্ষণের কবি কে?
উত্তর: যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
২৭. কোন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে ‘মহাশ্মশান’ কাব্যটি রচিত?
উত্তর: পানিপথের তৃতীয় যুদ্ধে ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে ‘মহাশ্মশান’ কাব্যটি রচিত।
২৮. ‘নীলদর্পণ’ নাটক কোথা থেকে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘নীলদর্পণ’ নাটক ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
২৯. ‘সংস্কৃতি- কথা’ প্রবন্ধগ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ‘সংস্কৃতি- কথা’ প্রবন্ধগ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরি রচনা করেন।
৩০. ‘বেঙ্গল থিয়েটার’ এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ‘বেঙ্গল থিয়েটার’ এর প্রতিষ্ঠাতা হেরোসিম লেবেডেফ।
৩১. ’কীর্তিবিলাস’ নাটকের রচয়িতা কে?
উত্তর: ’কীর্তিবিলাস’ নাটকের রচয়িতা যোগেন্দ্র চন্দ্র গুপ্ত।

খ বিভাগ

মঙ্গলকাব্যের জনপ্রিয়তার কারণ কী
মুকুন্দরাম চক্রবর্তী দুঃখ  বাদী কবি বলা হয় কেন
ভাঁড়ুদও কোন কাব্যের চরিএ? সংক্ষেপে তার পরিচয় দাও
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে  ব্যাখ্যা কর
মঙ্গলকাব্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর
শাহ্ মুহাম্মদ সগীরের সংক্ষিপ্ত পরিচয় দাও
চর্যাপদের ভাষাকে সান্ধ্যাভাষা বলা হয় কেন
চর্যাপদে বর্ণিত সমাজের পরিচয় দাও
চর্যার ধর্মমত সম্পর্কে আলোচনা কর
চর্যাপদের নামকরণের বিষয়টি সংক্ষেপে লেখ
নিরজ্ঞনের রুম্মা কী
বৈষ্ঞব সাহিত্য কী? সংক্ষোপে এ ধারায় দুইজন কবির পরিচয় দাও
বৈষ্ঞব পদাবলির পাঁচজন পদকর্তার নাম লেক
চৈতন্যযুগের বৈশিষ্ট্যসমূহ লেখ ৷
চৌতিশা কী
নিন্মলিখিত গ্রন্হসমূহের রচয়িতাদের নম লেখ
মধ্যযুগের মর্সিয়া সাহিত্যের পরিচয় দাও
ডাক ও খনার বচন বলতে কী বোঝ
রুপকথা ও উপকথার পার্থক্য লেখ
বাংলা সাহিত্যের আধুনিকতার বৈশিষ্ট্যগুলো কি?
ডিরোজিওর পরিচয় দাও।
ইয়ং বেঙ্গল কারা? তাদের পরিচয় দাও।
উইলিয়াম কেরির পরিচয় দাও।
অথবা বাংলা গদ্য বিকাশে উইলিয়াম কেরির অবদান মূল্যায়ন করো।
অনুবাদ সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো।
বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশে সাময়িক পত্রের অবদান আলোচনা করো।
আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে ‘কল্লোল’ পত্রিকার অবদান সংক্ষেপে লেখ।
 বাংলা গদ্য সাহিত্যের ‘সবুজপত্র’ পত্রিকার অবদান সম্পর্কে লেখ।
শরৎচন্দ্রের ‘গৃহদাহ’ উপন্যাস অবলম্বনে মৃণাল চরিত্রের পরিচয় দাও।
মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনাসমূহের পরিচয় দাও।
প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।
‘মেঘ্নাদবদকাব্য’ কোন ধরনের রচনা? সংক্ষেপে আলোচনা করো।
 প্রহসন ও নাটকের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
গীতিনাট্য বলতে কী বোঝো?
বাংলা নাটকের ইতিহাসে ‘নীলদর্পণ’ এর গুরুত্ব বিচার করো।
 শিখা গোষ্ঠী সম্পর্কে যা জানো লেখ।
প্রবন্ধকার আবুল ফজলের পরিচয় দাও।
প্রবন্ধকার মোতাহের হোসেন চৌধুরীর পরিচয় দাও।

গ-বিভাগ

প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শনগুলোর পরিচয় দাও
চর্চৈপদের শিল্পমূল্য নির্ণয় কর
চর্যাপদের ভাষা  বাংলা  বঙ্গকামরুপী না তিব্বতী তোমার মতের পক্ষে যুক্তি তুলে ধর
বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে পন্ডিতদের অভিমতসহ তোমার বক্তব্য লেখ
মধ্যযুগের বাংলা সাহিত্যে বৈষ্ঞব  পদাবলির প্রধান কবিদের  অবদান সম্পর্কে আলোচনা কর
সুলতানি আমলে মুসলমান পৃষ্ঠপোষকতার কীভাবে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটেছে তা আলোচনা কর
মধ্য যুগের বাংলা সাহিত্যের অনুবাদ সাহিত্যেক ভূমিকা আলোচনা কর
মঙ্গলকাব্য কী? চন্ডীমঙ্গল কাব্যের বিভিন্ন কবিদের পরিচয় দাও
মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিদের অবদান আলোচনা কর
মধ্যযুগের বাংলা প্রণয়োপাখ্যানের সমক্ষিপ্ত পরিচয় তুলে ধর
শাহ মুহাম্মদ সগীরের জীবন  কবিকীর্তির পরিচয় তুলে ধর
লোকসাহিত্য কী? মধ্যযুগের বাংলা লোকসাহিত্যের বিভিন্ন শাখার পরিচয় দাও
দোভাষী পুথি রচিত হওয়ার কারণ ব্যাখ্যা পূর্বক দুজন প্রধান কবি সম্পর্কে আলোচনা কর
বাংলা নাট্য সাহিত্যের ধারায় দীনবন্ধু মিত্রের স্থান নির্ণয় করো।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপক সাংকেতিক নাটকের পরিচয় দাও।
বাংলা মহাকাব্যের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো।
আধুনিক বাংলা গীতিকবিতায় বিহারীলাল এর অবদান আলোচনা করো।
পঞ্চপান্ডব কারা? এদের মধ্যে যে কোন দুজন ব্যক্তির পরিচয় দাও।
আধুনিক বাংলা কবিতা জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো।
আধুনিক বাংলা কবিতার ধারায় জসীমউদ্দীনের অবদান মূল্যায়ন করো।
বাংলা ছোটগল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান নিরূপণ করো।
প্রবন্ধ রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর কৃতিত্ব বিচার করো।
বাংলা গদ্য সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান মূল্যায়ন করো।
বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো।
বাংলার নবজাগরণ উনিশ শতকের সাহিত্যে কিভাবে প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ করো।
বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান মূল্যায়ন করো।
বুদ্ধির মুক্তির আন্দোলনে কাজী আবদুল ওদুদের ভূমিকা লেখ।     
পূর্ব বাংলার মুসলমানদের নবজাগরণে বুদ্ধির মুক্তি আন্দোলন এর ভূমিকা আলোচনা করো।
শিল্পী হিসেবে মীর মশাররফ হোসেন এর অবদান আলোচনা করো।
বাংলা উপন্যাস সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো।
ঊনিশ শতকের বাংলা নাটকের উদ্ভব ও বিকাশের রামনারায়ণ তর্করত্ন ও মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা তুলে ধরো।

আজকের পোস্টে আপনাদের সাথে বাংলা সাহিত্যের ইতিহাস অনার্স ২য় বর্ষ সাজেশন ২০২৩ শেয়ার করেছি।আশা করি আপানদের অনেক উপকারে আসবে।নতুন নতুন কমন উপযোগী প্রশ্ন পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top