বিজিবি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩

বিজিবি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩:বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্প্রতি ২০২৩ সালের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সাধারণত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নামে পরিচিত। বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে ২৩ মে, ২০২৩ তারিখে www.bgb.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিজিবি বিভিন্ন পদের জন্য অসংখ্য ব্যক্তিকে নিয়োগ দিবে এবং বিজিবিতে যোগদান করতে আগ্রহী পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন, যা ইতিমধ্যেই শুরু হয়েছে।

আমাদের ওয়েবসাইটে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, ইতিপূর্বে দেয়া হয়েছে।আপনি যদি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগের জন্য আবেদন করতে চান পোস্টটি পড়ে আবেদন করতে পারেন।বেশি কথা বাড়াবো না, তো চলুন বিজিবি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩ ।

বিজিবি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩

আপনি যদি লিখিত পরীক্ষাতে ভালো করতে আপনাকে বিজিবি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩ আপনাকে অনেক উপকার করবে।আলাদা আলাদা পদের পরীক্ষার জন্য আলাদা আলাদা প্রশ্ন হবে।আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদের জন্য আলাদা ভাবে পস্তুতি নিবেন, তবে আমি মনে করি আপনি সকল বিষয় ভালো ভাবে প্রস্তুতি নিবেন।

বিজিবি নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন

বাংলা ৪০ মার্কস
বাগধারা ৫, এক কথায় প্রকাশ ৫, পত্র ৫, অনুবাদ ১০, রচনা ১৫।
English ৩০ মার্কস
Application 10 paragraph 10 Fill in the gap 10.
গনিত ২০ মার্কস
Gun 5. Patigonit 10 Sutro
সাধারন জ্ঞান ১০ মার্কস

বিজিবি নিয়োগ পরীক্ষার বাংলা সাজেশন

বিজিবি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩

বিজিবি নিয়োগ পরীক্ষায় ৪ টি বিষয় নিয়ে প্রশ্ন করা হয়।গুরুত্বপূর্ণ বিষয় গুলোর মধ্যে বাংলা অন্যতম।পরীক্ষাতে ভালো মার্কস আনতে বাংলার ওপর বেশি বেশি জোর দিতে হবে।বিশেষ করে ষষ্ট শ্রেণি থেকে দশম শ্রেণির বাংলা বই পড়লে অনেক প্রশ্ন কমন পড়ে।তবে আমরা আজকের পোস্টে আপনাদের সাথে বিজিবি নিয়োগ পরীক্ষার বাংলা সাজেশন ২০২৩ শেয়ার করব যা আপনার অনেক সময় বাঁচিয়ে দিবে।

সন্ধি বিচ্ছেদ

অর্ধেক = অর্ধ + এক
অরিন্দম = অরিম্‌ + দম
অরণ্য = ঋ + অন্য
অলংকার = অলম্‌ + কার
অস্ত্রাগার = অস্ত্র + আগার
অস্তাচল = অস্ত + অচল
অসন্তোষ = অসম্‌ + তোষ
অহরহঃ = অহঃ + অহঃ
আপত্তি = আপদ + তি
আবিষ্কার = আবিঃ + কার
আশ্চর্য = আ + চর্য
আশীর্বাদ = আশীঃ + বাদ

ভবিষ্যতে আমারা আরও প্রশ্ন উত্তর অ্যাড করব।কমন পেতে আমাদের সাইট ফলো করুন।

অণ্বেষণ = অনু + এষণ
অত্যাচার = অতি + আচার
অত্যন্ত = অতি + অন্ত
অতএব = অতঃ + এব
অতীত = অতি + ইত
অতীব = অতি + ইব
অধিকাংশ = অধিক + অংশ
অন্যান্য = অন্য + অন্য
অন্তর্হিত = অন্তঃ + হিত
অনাদর = অন + আদর
অনাবশ্যক = অন + আবশ্যক
অনিচ্ছা = অন + ইচ্ছা
অপেক্ষা = অপ + ঈক্ষা
অভ্যাস = অভি + আস
উচ্ছ্বাস = উৎ + শ্বাস
উচ্ছিষ্ট = উৎ + শিষ্ট
উচ্ছেদ = উদ্‌ + ছেদ
উত্তেজনা = উদ্‌ + তেজনা
উত্তম = উদ্‌ + তম
উৎকৃষ্ট = উৎকৃষ্‌ + ত
উদ্যোগ = উৎ + যোগ
উদ্যত = উদ্‌ + যত
উদ্দীপ্ত = উদ্‌ + দীপ্ত
উদ্ধার = উদ্‌ + হার
উদ্ধৃতি = উদ্‌ + হৃতি
উদ্ভিদ = উদ্‌ + ভিদ
উদ্ভূত = উদ্‌ + ভূত
উদ্ভব = উৎ + ভব
উন্মুখ = উৎ + মুখ
উন্মত্ত = উদ্‌ + মত্ত
উপায় = উপ + আয়
উপেক্ষা = উপ ঈক্ষা
উপস্থিত = উপঃ + থিত
উল্লাস = উৎ + লাস
উল্লেখ = উৎ + লেখ
একাকার = এক + আকার
একান্ত = এক + অন্ত
একান্ত = এক + অন্ত
ক্রমাগত = ক্রম + আগত
ক্ষান্ত = ক্ষাম্‌ + ত
ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত
কান্না = কাঁদ + না
কিঞ্চিৎ = কিম্‌ + চিৎ
কিন্তু = কিম্‌ + তু
কিন্নর = কিম্‌ + নর
কোত্থেকে = কোথা + থেকে
কৃতাঞ্জলি = কৃত + অঞ্জলি
করাঘাত = কর + আঘাত
কুলাঙ্গার = কুল + অঙ্গার
কিংবা = কিম্‌ + বা
গিরীশ = গিরি + ঈশ
গণেশ = গণ + ঈশ
ঘরামি = ঘর + আমি
চাট্টি = চার + টি
চেষ্টা = চেষ + তা
চতুর্ভুজ = চতুঃ + ভুজ
চড়াই = চড় + আই
ছিন্ন = ছিদ্‌ + ন
জগদীশ = জগৎ + ঈশ
জীবনানন্দ = জীবন + আনন্দ
জন্মান্তর = জন্ম + অন্তর
জন্মাবধি = জন্ম + অবধি
জলাঞ্জলি = জল + অঞ্জলি
ঝঞ্ঝা = ঝম্‌ + ঝা
যুগান্তর = যুগ + অন্তর
যাতায়াত = যাত + আয়াত
যজ্ঞ = যজ্‌ + ন
যজ্ঞাগার = যজ্ঞ + আগার
যথার্থ = যথা + অর্থ
যথেষ্ট = যথা + ইষ্ট
যথেষ্ট = যথা + ইষ্ট
যথোপযুক্ত = যথা + উপযুক্ত
বনস্পতি = বন + পতি
যন্ত্র = যম্‌ + ত্র
তথাপি = তথা + অপি
তথাস্তু = তথা + অস্তু
তন্ময় = তদ্‌ + ময়
তপোবন = তপঃ + বন
তস্কর = তদ্‌ + কর
দাবানল = দাব + অনল
দিগন্ত = দিক্‌ + অন্ত
দেবালয় = দেব + আলয়
দেশান্তর = দেশ + অন্তর
দুর্গা = দুঃ + গা
দুর্গন্ধ = দুঃ + গন্ধ
দুর্গম = দুঃ + গম
দুর্গম = দুঃ + গম
দুর্ঘটনা = দুঃ + ঘটনা
দুর্দান্ত = দুঃ + দান্ত
দুর্দিন = দুঃ + দিন
দুর্বোধ্য = দুঃ + বোধ্য
দুর্বল = দুঃ + বল
দুর্ভোগ = দুঃ + ভোগ
দুর্মতি = দুঃ + মতি
দুর্লভ = দুঃ + লভ
দুরাচার = দুঃ + আচার
দুরাত্মা = দুঃ + আত্মা
দুরবস্থা = দুঃ + অবস্থা
দুশ্চিন্তা = দুঃ + চিন্তা
দুষ্ট = দুষ + ত
ন্যায় = নি + আয়
নিন্দুক = নিন্দা + উক
নির্গুণ = নিঃ + গুণ
নির্গত = নিঃ + গত
নির্জন = নিঃ + জন
নির্ণয় = নিঃ + নয়
নির্ধন = নিঃ + ধন
নির্বাসন = নিঃ + বাসন
নির্বিঘ্ন = নিঃ + বিঘ্ন
নির্ভর = নিঃ + ভর
নির্মূল = নিঃ + মূল
নিরানন্দ = নিঃ + আনন্দ
নিরাপদ = নিঃ + আপদ
নিরাশ = নিঃ + রাশ
নিরীক্ষণ = নিঃ + ঈক্ষণ
নিরুপায় = নিঃ + উপায়
নিরপেক্ষ = নিঃ + অপেক্ষ
নিরর্থক = নিঃ অর্থক
নিশ্চিহ্ন = নিঃ + চিহ্ন
নিশ্চল = নিঃ + চল
নিশ্চয় = নিঃ + চয়
নিশ্বাস = নিঃ + শ্বাস
নিষ্প্রভ = নিঃ + প্রভ
নিস্তার = নিঃ + তার
নিস্তব্ধ = নিঃ স্তব্ধ
নিয়ম = নি + যম্‌
নীরোগ = নিঃ + রোগ
নীরদ = নিঃ + রদ
নীরন্ধ্র = নিঃ + রন্ধ্র
নীরব = নিঃ + রব
নীলাভ = নীল + আভ
নমস্কার = নমঃ + কার
নয়ন = নে + অন
পর্যন্ত সন্ধি বিচ্ছেদ = পরি+অন্ত

এক কথায় প্রকাশ/বাক্য সংকোচন

যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় → ব্যয়বহুল ।
যা খুব শীতল বা উষ্ণ নয় → নাতিশীতোষ্ণ ।
যার বিশেষ খ্যাতি আছে → বিখ্যাত ।
যা আঘাত পায় নি → অনাহত ।
যা উদিত হচ্ছে → উদীয়মান ।
যা ক্রমশ বর্ধিত হচ্ছে → বর্ধিষ্ণু ।
যা পূর্বে শোনা যায় নি → অশ্রুতপূর্ব ।
যা সহজে ভাঙ্গে → ভঙ্গুর ।
যা সহজে জীর্ণ হয় → সুপাচ্য ।
যা খাওয়ার যোগ্য → খাদ্য ।
যা চিবিয়ে/চর্বণ করে খেতে হয় → চর্ব্য ।
যা চুষে খেতে হয় → চোষ্য ।
যা লেহন করে খেতে হয়/লেহন করার যোগ্য → লেহ্য ।
যা পান করতে হয়/পান করার যোগ্য → পেয় ।
যা পানের অযোগ্য → অপেয় ।
যা বপন করা হয়েছে → উপ্ত ।
যা বলা হয়েছে → উক্ত ।
যার তল স্পর্শ করা যায় না → অতলস্পর্শী।
যার নাম কেউ জানে না → অজ্ঞাতনামা।
যার পত্নী গত হয়েছে → বিপত্মীক।
যার ভাতের অভাব → হাভাতে।
যার মমতা নেই → নির্মম।
যার তুলনা হয় না → অতুলনীয়।
যার সীমা নেই → অসীম।
যার তুলনা নেই → অতুলনীয়।
যার অন্ত নেই → অন্তহীন।
যার শত্রু জন্মায়নি → অজাতশত্রু।
যার বিশেষ খ্যাতি আছে → বিখ্যাত ।
যার কোনো কিছুতে ভয় নেই → অকুতোভয়।
যার অন্য উপায় নেই → অনন্যোপায়।
যার কাজ করার শক্তি আছে → সক্ষম।
যার আকার নেই → নিরাকার।
যার পীড়া হয়েছে → পীড়িত।
যার উপস্থিত বুদ্ধি আছে → প্রত্যুৎপন্নমতি।
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না → অজ্ঞাতকুলশীল ।
যার অন্য উপায় নেই → অনন্যোপায় ।
যার কোন উপায় নেই → নিরুপায় ।
যার উপস্থিত বুদ্ধি আছে → প্রত্যুৎপন্নমতি ।
যার সর্বস্ব হারিয়ে গেছে → সর্বহারা, হৃতসর্বস্ব ।
যার কোনো কিছু থেকেই ভয় নেই → অকুতোভয় ।
যার আকার কুৎসিত → কদাকার ।
যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় → ব্যয়বহুল ।
যা খুব শীতল বা উষ্ণ নয় → নাতিশীতোষ্ণ ।
যা আঘাত পায় নি → অনাহত ।
যা উদিত হচ্ছে → উদীয়মান ।
যা ক্রমশ বর্ধিত হচ্ছে → বর্ধিষ্ণু ।
যা পূর্বে শোনা যায় নি → অশ্রুতপূর্ব ।
যা সহজে ভাঙ্গে → ভঙ্গুর ।
যা সহজে জীর্ণ হয় → সুপাচ্য ।
যা খাওয়ার যোগ্য → খাদ্য ।
যা চিবিয়ে/চর্বণ করে খেতে হয় → চর্ব্য ।
যা চুষে খেতে হয় → চোষ্য ।
যা লেহন করে খেতে হয়/লেহন করার যোগ্য → লেহ্য ।
যা পান করতে হয়/পান করার যোগ্য → পেয় ।
যা পানের অযোগ্য → অপেয় ।
যা বপন করা হয়েছে → উপ্ত ।
যা বলা হয়েছে → উক্ত ।
যার তল স্পর্শ করা যায় না → অতলস্পর্শী।
যার বিশেষ খ্যাতি আছে → বিখ্যাত।
যার নাম কেউ জানে না → অজ্ঞাতনামা।
যার পত্নী গত হয়েছে → বিপত্মীক।
যার ভাতের অভাব → হাভাতে।
যার মমতা নেই → নির্মম।
যার তুলনা হয় না → অতুলনীয়।
যার সীমা নেই → অসীম।
যার তুলনা নেই → অতুলনীয়।
যার অন্ত নেই → অন্তহীন।
যার শত্রু জন্মায়নি → অজাতশত্রু।
যার কোনো কিছুতে ভয় নেই → অকুতোভয়।
যার অন্য উপায় নেই → অনন্যোপায়।
যার কাজ করার শক্তি আছে → সক্ষম।
যার আকার নেই → নিরাকার।
যার পীড়া হয়েছে → পীড়িত।
যার উপস্থিত বুদ্ধি আছে → প্রত্যুৎপন্নমতি।
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না → অজ্ঞাতকুলশীল ।
যার অন্য উপায় নেই → অনন্যোপায় ।
যার কোন উপায় নেই → নিরুপায় ।
যার উপস্থিত বুদ্ধি আছে → প্রত্যুৎপন্নমতি ।
যার সর্বস্ব হারিয়ে গেছে → সর্বহারা, হৃতসর্বস্ব ।
যার কোনো কিছু থেকেই ভয় নেই → অকুতোভয় ।
যার আকার কুৎসিত → কদাকার ।
যা বলার যোগ্য নয় → অকথ্য।
যা চুষে খাওয়া যায় → চুষ্য ।
যা জলে জন্মে → জলজ।
যা দেখা যাচ্ছে → দৃশ্যমান।
যা পূর্বে ছিল এখন নেই → ভূতপূর্ব।
যা একইভাবে চলে → গতানুগতিক।
যা বাক্যে প্রকাশ করা যায় না → অবর্ণনীয়।
যা কষ্ট করে জয় করা যায় → দুর্জয়।
যা হবেই/হইবে → ভাবী।
যা সহজে দমন করা যায় না → দুর্দমনীয়।
যা মাটি ভেদ করে ওঠে → উদ্ভিদ।
যা ফুরায় না → অফুরান।
যা জলে চরে → জলচর।
যা কষ্টে লাভ করা যায় → দুর্লভ।
যা পূর্বে ঘটেনি → অভূতপূর্ব।
যা বনে চরে → বনচর।
যা সহজেই ভেঙে যায় → ঠুনকো।
যা দমন করা যায় না → অদম্য।
যা দমন করা কষ্টকর → দুর্দমনীয়।
যা নিবারণ করা কষ্টকর → দুর্নিবার।
যা পূর্বে ছিল এখন নেই → ভূতপূর্ব ।
যা বালকের মধ্যেই সুলভ → বালকসুলভ ।
যা বিনা যত্নে লাভ করা গিয়েছে → অযত্নলব্ধ ।
যা ঘুমিয়ে আছে → সুপ্ত ।
যা বার বার দুলছে → দোদুল্যমান ।
যা দীপ্তি পাচ্ছে → দেদীপ্যমান ।
যা সাধারণের মধ্যে দেখা যায় না → অনন্যসাধারণ ।
যা পূর্বে দেখা যায় নি → অদৃষ্টপূর্ব ।
যা কষ্টে জয় করা যায় → দুর্জয় ।
যা কষ্টে লাভ করা যায় → দুর্লভ ।
যা অধ্যয়ন করা হয়েছে → অধীত ।
যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায় → দুরধ্যয় ।
যা জলে চরে → জলচর ।
যা স্থলে চরে → স্থলচর ।
যা সহজে অতিক্রম করা যায় না → দুরতিক্রমনীয়/দুরতিক্রম্য ।
যা জলে ও স্থলে চরে → উভচর ।
যা বলা হয় নি → অনুক্ত ।
যা কখনো নষ্ট হয় না → অবিনশ্বর ।
যা মর্ম স্পর্শ করে → মর্মস্পর্শী ।
যা বলার যোগ্য নয় → অকথ্য ।
যা চিন্তা করা যায় না → অচিন্তনীয়, অচিন্ত্য ।
যা কোথাও উঁচু কোথাও নিচু → বন্ধুর ।
যে নৌকা চালায় → মাঝি।
যেখানে লোকজন বাস করে → লোকালয়।
যে উপকারীর উপকার স্বীকার করে → কৃতজ্ঞ।
যে হিংসা করে → হিংসক।
যে উপকারীর অপকার করে → কৃতঘ্ন।
যে বিদেশে থাকে → প্রবাসী।
যে আকাশে চরে → খেচর।
যে কোন বিষয়ে স্পৃহা হারিয়েছে → বীতস্পৃহ ।
যে শুনেই মনে রাখতে পারে → শ্রুতিধর ।
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে → উদ্বাস্তু ।
যে নারী নিজে বর বরণ করে নেয় → স্বয়ংবরা ।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না → বনস্পতি ।
যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে → হাতুড়ে ।
যে নারীর সন্তান বাঁচে না/যে নারী মৃত সন্তান প্রসব করে → মৃতবৎসা ।
যে গাছ অন্য কোন কাজে লাগে না → আগাছা ।
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে → পরগাছা ।
যে পুরুষ বিয়ে করেছে → কৃতদার ।
যে মেয়ের বিয়ে হয়নি → অনূঢ়া ।
যে ক্রমাগত রোদন করছে → রোরুদ্যমান (স্ত্রীলিঙ্গ → রোরুদ্যমানা) ।

প্রতিশব্দ লিখুন

আদি – প্রথম, আরম্ভ, অগ্র, পূর্ব, প্রাচীন, মূল।
অতনু – মদন, অনঙ্গ, কাম, কন্দর্প
আকাশ – আসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ
আলোক – আলো, জ্যোতি, কিরণ, দীপ্তি, প্রভা
ইচ্ছা – আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা
আল্লাহ্ – আল্লাহ্ ,ঈশ্বর, খোদা, ঈশ, ইলাহি, সৃষ্টিকর্তা, বিশ্বপতি, পরমাত্মা, জগদীশ্বর, জগদীশ, জগন্নাথ, আদিনাথ, অমরেশ,পরেশ,লোকনাথ, পরমপুরুষ, পরমপিতা, করুণাময়, দয়াময়, বিধি, পরমেশ, জীবিতেশ, মালিক , ভগবান, ধাতা।
উঁচু – উচ্চ, তুঙ্গ, সমুন্নত, আকাশ-ছোঁয়া, গগনচূম্বী, অভ্রভেদী, অত্যুচ্চ, সুউচ্চ।
উদাহরণ – দৃষ্টান্ত, নিদর্শন, নজির, নমুনা, উল্লেখ, অতিষ্ঠা।
উত্তম – প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, ভালো, অগ্রণী, অতুল।
উত্তর – জবাব, প্রতিবাক্য, মীমাংশা, সাড়া, সিদ্ধান্ত।
একতা – ঐক্য, মিলন, একত্ব, অভেদ, সংহতি, ঐক্যবদ্ধ, একাত্মতা, একীভাব।
কপাল – ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, অলিক
কোকিল – পরভৃত, পিক, বসন্তদূত
কষ্ট – মেহনত, যন্ত্রনা, ক্লেশ, আয়াস, পরিশ্রম, দু:খ।
কুল – বংশ, গোত্র, জাতি, বর্ণ, গণ, সমূহ, অনেক, যূথ, জাত, শ্রেণী, ইত্যাদি।
খ্যাতি – যশ, প্রসিদ্ধি, সুখ্যাতি, সুনাম, নাম, সুবাদ, প্রখ্যাতি, সুযশ, বিখ্যাতি, নামযশ, নামডাক, প্রখ্যা, প্রচার, হাতযশ, প্রতিপত্তি, প্রতিষ্ঠা।
কন্যা – মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া
গরু – গো, গাভী, ধেনু
ঘোড়া – অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়, তুরঙ্গ, তুরঙ্গম
মেঘ – ঘন, অভ্র, নিবিড়, জলধর, গাঢ়, জমাট, গভীর।
33. চাঁদ – সুধাকর, শশী, শশধর, দ্বিজরাজ, বিধু, সোম, নিশাপতি, সুধানিধি, রাকেশ, সুধাময়, ইন্দু, তারানাথ।
চতুর – বুদ্ধিমান, নিপুণ, কুশল, ধূর্ত, ঠগ, চালাক, সপ্রতিভ।
ঘর – গৃহ, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, বাসস্থান
চক্ষু – চোখ, আঁখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, দর্শনেন্দ্রিয়
চন্দ্র – চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক,রজনীকান্ত
চুল – চিকুর, কুন্তল, কেশ, অলক,
জননী – মা, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী,
দিন – দিবা, দিবস, দিনমান
দেবতা – অমর, দেব, সুর, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর
দ্বন্দ্ব – বিরোধ, ঝগড়া, কলহ, বিবাদ, যুদ্ধ
তীর – কূল, তট, পাড়, সৈকত, পুলিন, ধার, কিনারা
নারী – রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী
নদী – তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী
নৌকা – নাও, তরণী, জলযান, তরী
পণ্ডিত – বিদ্বান, জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ
পদ্ম – কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল,সরসিজ, কুমুদ

ভবিষ্যতে আমারা আরও প্রশ্ন উত্তর অ্যাড করব।কমন পেতে আমাদের সাইট ফলো করুন।

‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. পটল গাছ হতে পটল তোলা
খ. পটল খাওয়া
গ. পরীক্ষায় ফেল করা
ঘ. মারা যাওয়া
উত্তরঃ ঘ
‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
ক. সাহায্যকারী
খ. তোষামুদে
গ. বাদক
ঘ. স্বাস্থ্যহীন লোক
উত্তরঃ খ
কোনটি ভিন্নার্থক?
ক. আকাশ পাতাল
খ. আদায় কাঁচকলায়
গ. অহিনকুল
ঘ. দা-কুমড়া
উত্তরঃ ক
‘কংস মামা’ বলতে বুঝায়–
ক. নির্মম
খ. সৎ মামা
গ. আপন মামা
ঘ. নির্দয় আত্মীয়
উত্তরঃ ঘ
‘নদের চাঁদ’ বাগধারার অর্থ কি?
ক. অতি আকাঙ্কিত বস্তু
খ. অহমিকাপূর্ণ নির্গুণ ব্যাক্তি
গ. অদৃষ্টের পরিহাস
ঘ. বিশেষ সম্মানিত ব্যাক্তি
উত্তরঃ খ
‘গোবর গণেশ’ দিয়ে কি বুঝানো হয়েছে?
ক. চাটুকার
খ. মূর্খ
গ. নির্বোধ
ঘ. অপদার্থ
উত্তরঃ খ
নিম্নের বাক্যসমূহরে মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন-
ক. বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠি, সেও মারা গেল খ. বাঙ্গালীরা আলস বলে পরিচিত
গ. সমুদ্রে লোনাপানির ঢেউ উঠেছে
ঘ. ঘাড়ে কিলিয়েও ওকে দিয়ে কাজ করাতে পারবে না
উত্তরঃ ক
‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?
ক. সুখের পায়রা
খ. খোদার খাসি
গ. যক্ষের ধন
ঘ. বসন্তের কোকিল
উত্তরঃ খ
‘সাপে নেউলে’ কথাটির অর্থ কি?
ক. শত্রুতা
খ. বন্ধুত্ব
গ. অতিশয় ভালো সম্পর্ক
ঘ. মহাবিপদ
ঙ. কোনটিই নয় উত্তরঃ ক
‘আমড়া কাঠের ঢেঁকি’ বলতে বুঝায়–
ক. অকালপক্ক
খ. অলস
গ. অপদার্থ
ঘ. চাটুকার
উত্তরঃ গ
সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে’- বাক্যে ‘উঠে’ শব্দের অর্থ-
ক. ভেঙে পড়া
খ. বন্ধ হওয়া
গ. স্থানান্তরিক হওয়া
ঘ. উন্নতি করা
উত্তরঃ খ
‘চোখের বালি’ অর্থ কি?
ক. চোখের অসুখ
খ. চোখের যত্ন
গ. শত্রু
ঘ. কৃতঘ্ন
উত্তরঃ গ
‘সুসময়ের বন্ধু’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?
ক. সুখের পায়রা
খ. দহরম মহরম
গ. লেফাফা দুরস্থ
ঘ. কংস মামা
ঙ. দুধের পায়রা
উত্তরঃ ক
‘অকালপক্ক’ এর বাগধারার অর্থ কোনটি?
ক. ইচঁড়ে পাকা
খ. গোড়ায় পাকা
গ. গাছে পাকা
ঘ. অসময়ে পাকা
উত্তরঃ ক
 ‘ভূষণ্ডির কাক’ অর্থ কি?
ক. ষড়যন্ত্রকারী
খ. বাক সর্বস্ত
গ. দীর্ঘ প্রত্যক্ষমাণ
ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
উত্তরঃ ঘ
‘ছাই চাপা আগুন’ কোন অর্থ প্রকাশ করে?
ক. মন্দ ভাগ্য
খ. গোপন দোষ
গ. বদ মেজাজ
ঘ. গোপন গুণ
উত্তরঃ গ
কোন বাগধারাটি ভিন্নার্থক?
ক. অহিনকুল
খ. উত্তম-মধ্যম
গ. আদায় কাঁচকলায়
ঘ. সাপে-নেউলে
উত্তরঃ খ
‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?
ক. অদৃষ্টের পরিহাস
খ. অন্ধকার
গ. একাদশে বৃহস্পতি
ঘ. কেউকেটা
উত্তরঃ গ
‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
ক. আশার কথা
খ. সৌভাগ্যের বিষয়
গ. মজা পাওয়া
ঘ. আনন্দের বিষয়
উত্তরঃ খ
বাগধারার অর্থ নির্নয় করুনঃ ‘ধর্মের ষাঁড়’–
ক. অকর্মণ্য
খ. বেহায়া
গ. স্বার্থপর
ঘ. সুসময়ের বন্ধু
উত্তরঃ ক
কোন বাগধারা দু’টি সম্পূর্ণ ভিন্নার্থক?
ক. সাপে-নেউলে/দা-কুমড়া
খ. পটল তোলা/অক্কা পাওয়া
গ. ঢাকের কাঠি/ঢাকের বায়া
ঘ. অন্ধের যষ্টি/অন্ধের নড়ি
উত্তরঃ গ
“সে তোমার মাথা খেয়েছে।” এ বাক্যে খাওয়ার অর্থ কি?
ক. মস্তক কামড়ে খাওয়া
খ. সর্বনাশ করা
গ. পাগলামি করা
ঘ. মাথায় আঘাত করা
উত্তরঃ খ
 ‘বক দেখানো’ বাগধারাটির অর্থ কী?
ক. কথায় পটু
খ. পড়ুয়া
গ. অশোভনভাবে বিদ্রুপ করা
ঘ. মতিচ্ছন্ন হওয়া
উত্তরঃ গ
‘চাঁদের হাট’-অর্থ কি?
ক. বন্ধুদের সমাগম
খ. আত্মীয় সমগম
গ. প্রিয়জন সমাগম
ঘ. গণ্যমান্যদের সমাগম
উত্তরঃ গ
কান ভারী করা শব্দ দ্বয়ের অর্থ কি?
ক. নির্মম
খ. কুপরামর্শ দেয়া
গ. কানে ভার দেয়া
ঘ. কানে পানি দেয়া
উত্তরঃ খ
কোন বাগধারাটি ‘সক্রিয় হওয়া’ অর্থ জ্ঞাপক?
ক. গোঁ ধরা
খ. ঔষধ ধরা
গ. লাইন ধরা
ঘ. ঠোঁট কাটা
উত্তরঃ খ
‘লক্কা পায়রা’ বাগধারার সঠিক অর্থ কি?
ক. ফুলবাবু
খ. উল্টাফল
গ. কুচক্রী
ঘ. পলায়ন করা
উত্তরঃ ক
‘গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি?
ক. আপন মনে বাদশাহী করা
খ. কোন দায়িত্ব গ্রহণ না করা
গ. বেকার মত চলা
ঘ. দাংগাবাজি করা
উত্তরঃ খ
‘বিষ নেই তার কুলোপনা চক্কর’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. যার কোন প্রকার ক্ষমতা নেই
খ. অন্তঃসার শূণ্য অবস্থা
গ. ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
ঘ. অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন
উত্তরঃ ঘ
‘তালকানা’ এর অর্থ কি? ক. বেহায়া
খ. বেতাল হওয়া
গ. শ্রমবিমুখ
ঘ. নিরেট মূর্খ
উত্তরঃ খ
‘অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কী?
ক. শুরু করা
খ. তাড়াতাড়ি শেষ করা
গ. বিশ্রাম করা
ঘ. শেষ বিদায়
উত্তরঃ ঘ
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক?
ক. আদায় কাঁচকলায়
খ. সাপে-নেউলে
গ. সাতেও না পাঁচেও না
ঘ. দা-কুমড়া
উত্তরঃ গ
‘বড়র পীরিত বালির বাঁধ’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
ক. ভঙ্গুর
খ. চাপের মুখে ভেঙ্গে যায়
গ. একতরফা
ঘ. কোন বাধ্যবাধকতা নেই
উত্তরঃ ক
উলু খাগড়া বলতে কি বোঝায়?
ক. যাচ্ছে তাই
খ. অলক্ষণে
গ. অসম্ভব বস্তু
ঘ. নিরীহ প্রজা
উত্তরঃ ঘ
‘ফাঁকা আওয়াজে কাজ আদায়’— এর সমার্থক বাগধারা কোনটি?
ক. কলকাঠি নাড়া
খ. কুপোকাত
গ. কালে ভদ্রে
ঘ. কথায় চিড়া ভিজা
উত্তরঃ ঘ
‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?
ক. বুদ্ধির ঢেঁকি
খ. ভূষণ্ডীর কাক
গ. বিড়াল তপস্বী
ঘ. গভীর জলের মাছ
উত্তরঃ ঘ

নিচের কোন বানান শুদ্ধ নয়? — উর্দ্ধ
নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? — 
নিচের কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহার হয়েছে? — অনাবৃষ্টি
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? — খণ্ডিত
‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? — বন্ + ধন্
নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে “ণ” ব্যবহার হয়েছে? — প্রবণ
কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? — একত্রিত
দক্ষিণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? — উত্তর
পর্বত এর সমার্থক শব্দ কোনটি? — নগ
যে নারীর পতি নেই , পুত্রও নেই এক কথায় কি বলে? — অবীরা
“বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা” এটি কোন শ্রেণীর বাক্য? — সরল বাক্য
কোনটি নিত্য সমাস? — জলমাত্র
রাজার দুয়ারে হাতি বাধা,’দুয়ারে” পদটি কোন কারক? — অধিকরণ
শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? — শিশু+ ষ্ণ
নিদাঘ শব্দে ‘ নি’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? — অতিশয্য
সচিব কোন ধরনের শব্দ? — পারিভাষিক
দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ? — দ্বীপ+অয়ন
ব্যুৎপত্তিগত ব্যাকরণ শব্দের অর্থ কি? — বিশেষভাবে বিশ্লেষণ
মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ — দ্বিকর্মক
‘সে নাকি আসবে না’ এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে? — সংশয়

ভবিষ্যতে আমারা আরও প্রশ্ন উত্তর অ্যাড করব।কমন পেতে আমাদের সাইট ফলো করুন।

কোন শব্দটির প্রয়ােগ শুদ্ধ?
(A) উপলক্ষ্য
(B) লক্ষ্যণীয়
(C) সৌন্দর্যতা
(D) সুবুদ্ধিমান
Answer: (A) উপলক্ষ্য
ব্যাখ্যা:
 উপলক্ষ্য ও উপলক্ষ উভয়েই সঠিক।
সমার্থক শব্দযােগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
(A) ভাল – মন্দ
(B) ধন – দৌলত
(C) তােড় – জোড়
(D) আমীর – ফকির
Answer: (B) ধন – দৌলত
‘বিদিত’ শব্দের বিপরীত শব্দ কী?
(A) গৃহীত
(B) বিদীর্ণ
(C) বিসর্জন
(D) অজ্ঞাত
Answer: (D) অজ্ঞাত
কোনটি তৎসম শব্দ?
(A) তওবা
(B) ডিঙ্গা
(C) ধর্ম
(D) দৌলত
Answer: (C) ধর্ম
নিচের কোন শব্দটি শুদ্ধ?
(A) বিকেন্দ্রীকরণ
(B) বীকেনিদ্রকরণ
(C) বিকেন্দ্রিকরণ
(D) বিকেন্দ্রীকরন
Answer: (A) বিকেন্দ্রীকরণ
সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
(A) সমস্যমান পদ
(B) সমন্ত পদ
(C) ব্যাসবাক্য
(D) উত্তর পদ
Answer: (B) সমন্ত পদ
ব্যাখ্যা:
 সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। যেমন: এখানে দোয়াতকলম, পীতাম্বর হলো সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ। সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য।
√কাঁদ + অন – কোন প্রত্যয়ের অর্ন্তভুক্ত?
(A) বাংলা কৃৎ প্রত্যয়
(B) তদ্ধিত প্রত্যয়
(C) কৃৎ প্রত্যয়
(D) কোনটিই নয়
Answer: (A) বাংলা কৃৎ প্রত্যয়
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
(A) বাক্‌+দান = বাগদান
(B) উৎ+ছেদ = উচ্ছেদ
(C) সম+সার = সংসার
(D) পর+পর = পরষ্পর
Answer: (D) পর+পর = পরষ্পর
স্বর সংগতির উদাহরণ কোনটি?
(A) রাত্রি>রাইত
(B) দেশী>দিশী
(C) হইবে>হবে
(D) কোনটিই নয়
Answer: (B) দেশী>দিশী
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি?
(A) নারীর মূল্য
(B) রায়তের কথা
(C) বীরবলের হালখাতা
(D) তেল নুন লাকড়ী
Answer: (D) তেল নুন লাকড়ী
সন্ধি বিচ্ছেদ
উচ্চারণ–উৎ+ চারণ
অন্তর্ভুক্ত–অন্তঃ+ভুক্ত
অন্বেষণ– অনু+ এষণ
যাবজ্জীবন–যাবৎ+ জীবন
সপ্তর্ষি —সপ্ত+ঋষি
ক) সন্ধি- সম্ + ধি
খ) নিরাময়- নির + আময়
গ) মৃন্ময়- মৃৎ + ময়
ঘ) দ্যুলোক- দিব্‌+লোক
ঙ) স্বাধীন- স্ব+অধীন
বাক্য সংকোচন করুনঃ
 অক্ষির সম্মুখে = প্রত্যক্ষ
উপকারীর উপকার স্বীকার করে যে = কৃতজ্ঞ
একই সময়ে বর্তমান = সমসাময়িক
 যা উচ্চারণ করা যায় না = অনুচ্চার্য
যে বিবেচনা করে কাজ করে না = অবিবেচক
বাগধারা অর্থসহ ব্যাসবাক্য
ব্যাঙের আধুলি–সামান্য সম্পদে অহংকার
আট কপালে–হতভাগ্য
অরণ্যে রোদন– নিষ্ফল আবেদন
পায়াভারি–অহংকারী
বালিরবাঁধ– ক্ষণস্থায়ী বস্তু

বিজিবি নিয়োগ পরীক্ষার ইংলিশ সাজেশন

Translate into English

এখন বৃষ্টি হচ্ছে-It is raining now
পানির অপর নাম জীবন-Water is life
আমি কলকাতা যাওয়ার পূর্বে বাড়ী গিয়েছিলাম-I had gone home before I went Kolkata.
শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল-The child went to sleep crying
সে রুম থেকে যায় না কেন?-Why doesn’t he leave the room?
সে কি নিয়মিত পড়ালেখা করে?- উত্তরঃ Does he study regularly?
 তাকে ভেতরে এসে চা খেতে দাও। – উত্তরঃ Let him come in and have tea.
সে যেন সুখে স্বাচ্ছন্দে থাকে। – উত্তরঃ May he be happy and at ease.
 সে সাঁতার জানে না। – উত্তরঃ She/he doesn’t know how to swim.
সে কি স্কুলে যাচ্ছে না? – উত্তরঃ Is not he going to school?
Fill in the blanks

শূন্যস্থান পুরুন করতে হবে।সঠিক শব্দ দিয়ে।পরীক্ষার আগে আগে আমরা আরও সাজেশন অ্যাড করব, আমাদের সাথে থাকুন।

The boy takes……his father. Ans: after
I do not regret……the past. Ans:  to
He insisted…… my going there. Ans:  on
All his efforts ended…… smoke. Ans:  in
He is dull…… hearing. Ans:  of
My sister has no interest __ music. Ans: in.
He was accused __ theft. Ans: of.
He left __ home. Ans: to.
He prefers milk __ tea. Ans: to.
You should abide __ the rules. Ans: by.
Water into —–Vapor.
Answers: changed 
His father died—–two months.
Answers: before 
It has been raining ——- morning.
Answers: since
d) ————this pen I have two others pens.
Answers: Besides 
e)  The sky is ————–us.
Answers: above 

আমারা প্রতিনিয়তই নতুন নতুন সাজেশন দিয়ে থাকি, কমন পেতে আমাদের সাইট ফলো করুন।

Correct the sentences

বাক্য সঠিক করে লিখতে হবে।পরীক্ষার আগে আগে আমরা আরও সাজেশন অ্যাড করব, আমাদের সাথে থাকুন।

a) He is sleeping for two hours.
Ans: He has been sleeping for two hours.
b) Neither of the boys have returned.
Ans: Neither of the boys has returned.
c) I have seen him yesterday.
Ans: I saw him yesterday.
d) He speaks English like English.
Ans: He speaks English like the English.
e) we are eating rice everyday.
Ans: we eat rice everyday.
Make a sentence with the following Phrase

ইংরেজি শব্দ দেয়া থাকবে, তা দিয়ে আপনাকে বাক্য তৈরি করতে হবে।পরীক্ষার আগে আগে আমরা আরও সাজেশন অ্যাড করব, আমাদের সাথে থাকুন।

Apple of discord = বিবাদের কারণ
The paternal property has become an apple of discord for his children.
Crocodile tears = মায়াকান্না
Don’t shed any crocodile tears for money.
In lieu of = পরিবর্তে
Give me happiness in lieu of money.
Nip in the bud = অঙ্কুরে বিনষ্ট করা
Don’t nip in the bud of any step of your children.
Blue blood = আভিজাত্য
Tamim is from a blue blood family.

তাছাড়া আরও ৫ বাক্যের প্যারাগ্রাফ আসবে।আমাদের সাইটে আপনারা প্যারাগ্রাফ এর আলাদা ক্যাটাগরি পাবেন।সেগুলো ফলো করবেন।

বিজিবি নিয়োগ পরীক্ষার গনিত সাজেশন

বিজিবি নিয়োগ পরীক্ষায় ভালো মার্কস পেতে হলে আপনাকে ভালো করে, গনিত বিষয় খেয়াল দিতে হবে।৬ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর পাঠ্য বইয়ে যে যে প্রধান প্রধান অংক আছে টা করতে হবে।আমরা আপনাদের সুবিধার জন্য,বিজিবি নিয়োগ পরীক্ষার গনিত সাজেশন ২০২৩ শেয়ার করব।ভবিষ্যতে আমরা আরও সাজেশন অ্যাড করব।তাই আমাদের সাথে থাকুন।

যদি a=√3+√2 হয়, তবে a3+1/a3 এর মান কত হবে?
উত্তরঃ 18√3
একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ ৪৮ টাকা
5√5এর 5 ভিত্তিক লগ কত?
উত্তরঃ 3/2
একটি ত্রিভুজের ভুমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সে.মি. হলে এর উচ্চতা কত?
উত্তরঃ 27 সে.মি
কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সে.মি. হলে ঘনকটির আয়তন কত?
উত্তরঃ 512 ঘন সে.মি
আনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববতী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?
উত্তরঃ 2900 টাকা
4% হার মুনাফায় কোন টাকায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মুলধন কত? উত্তরঃ ৬২৫ টাকা
y2-4ax=0 সমীকরণটি নীচের কোনটি নির্দেশ করে?
উত্তরঃ প্যারাবোলা [পরাবৃত্ত]
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ 5.5 মিটার
cos^-1x+cos^-1y=π/2 হলে x2+y2= কত?
উত্তরঃ 1
একটি নৌকৈা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কি.মি. এবং স্রোতের প্রতিকুলে যায় ঘন্টায় 5 কি.মি.। নৌকৈায় বেগ কত?
উত্তরঃ ঘণ্টায় 10 কি.মি
দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
উত্তরঃ ১০ ও ১৬
x-1/x=4 হলে x4+1/ x4 এর মান কত?
উত্তরঃ 322
কোন বৃত্তের 10 সে.মি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সে.মি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?
উত্তরঃ ১৩ সেন্টিমিটার
১৫. ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ, খ : গ = 6 : 7 হলে ক : খ : গ = কত?
উত্তরঃ 9 : 12 : 14
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুন। প্রতি বর্গ মিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।

সমাধানঃ
ধরি,
প্রস্থঃ ক
তাহলে দৈর্ঘ্যঃ ৩ক
মেঝের ক্ষেত্রফলঃ ১১০২.৫০/ ৭.৫০ = ১৪৭
প্রশ্নমতে,
৩ক * ক = ১৪৭
ক২ = ১৪৭/৩
ক২ = ৪৯
ক = ৭
এতএবঃ
প্রস্থঃ ৭
দৈর্ঘ্য = ৭ * ৩ = ২১
৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৪৮ কি.মি. । রেললাইনের পাশে গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধানঃ
গতিবেগঃ ৪৮ কিমি/ ঘণ্টা = ৪৮ * ৫/১৮ = ২৪০/১৮
সময়ঃ ৬০/ (২৪০/১৮) = ৪.৫ সেকেন্ড
x2 – √5 x + 1 = 0 হলে , প্রমাণ করুন যে, x3 – 1/x3 = 4
সমাধানঃ
x2 – √5 x + 1 = 0
x2 + 1 = √5 x
x + 1/x = √5
অতএব, x -1/x = 1 ( from the formula of (a –b)^2 = (a +b)^2 -4ab)
x3 – 1/x3 = ( x -1/x)^3 + 3.x.1/x (x – 1/x) = 4 (Proved)
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ
১) ax2 + (a +1) x + a
= a (x + 1)^2
২) 4×2 – 4xy + y2 – z2
= ( 2x –y + z) (2x –y –z)

ভবিষ্যতে আমারা আরও প্রশ্ন উত্তর অ্যাড করব।কমন পেতে আমাদের সাইট ফলো করুন।

১২ থেকে ৯৬ এর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
উত্তর: ২২
টাকায় 3 টি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
উত্তর: ৫০%
একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট সংখ্যাটি?
উত্তর: ৩৪১
কতগুলো ঘন্টা একত্রে বাজার পর ১০, ১৫, ২০ এবং ২৫ সেকেন্ড পরপর বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে?
উত্তর: ৫মি.
কোন দ্রব্যের মূল্য ৬% বৃদ্ধি পেলে ওই দ্রব্যের ব্যবহার কি পরিমাণ কমালে ওই দ্রব্যের জন্য ব্যয় বৃদ্ধি পাবে না?
উত্তর: ৫.৬৬%
কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয় ওই মূলধন তিনগুণ হবে কত বছরে?
উত্তর: ২০ বছর
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা অংক স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?
উত্তর: ৩৯
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১ । এদিক কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪:১ হবে।
উত্তর: ৪ গ্রাম
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
উত্তর: ১৩/১৭
কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
উত্তর: ৫, ৬, ৭
ত্রিভুজ ABC এ AC2 = AB2+BC2 হলে ∆ABC=?
উত্তর: ৯০ ডিগ্রি
A+b = ১২, a-b = ২ হলে 2ab=?
উত্তর: ৭০
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
উত্তর: ৭৫
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৪ ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
উত্তর: ৮ বর্গফুট
কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে —
উত্তর: ৩৬

বিজিবি নিয়োগ পরীক্ষার সাধারন জ্ঞান সাজেশন

আসলে সাধারন জ্ঞানে যে সকল প্রশ্ন আসবে টা আগে থেকে বলা যায় না, তাই আপনাকে এই অংশে ভাল করার জন্য নিয়মিত সংবাদপত্র পড়ার অভ্যাস গড়ে তোলা এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদের সাথে তাল মিলিয়ে চলা গুরুত্বপূর্ণ। প্রার্থীদের অবশ্যই বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখার চর্চা করতে হবে এবং পরীক্ষার জন্য একটি নোট করতে হবে যে যে বিষয় গুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়, সে গুলো নোট করে রাখতে হবে।এসাধারণ জ্ঞানের জন্য পর্যাপ্তভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত অসংখ্য বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিডিআর (ই.পি.আর) থেকে দুইজন বীরশ্রেষ্ঠ উপাধি পাওয়া ব্যক্তি কে কে?
উত্তরঃ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ, ল্যান্স নায়েক নুর মােহাম্মদ শেখ।
বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ পিলখানা, ঢাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ-এর বর্তমান মহাপরিচালক কে?
উত্তরঃ মেজর জেনারেল আনােয়ার হােসেন।
বাংলাদেশ রাইফেলস-এর ভিত্তি সংস্থার নাম কী?
উত্তরঃ রামগড় লোকাল ব্যাটালিয়ন (প্রতিষ্ঠিতঃ ১৭৭৫)।
সীমান্ত সংঘর্ষে নিহত বিডিআর এর তিনজন সিপাহী ‘বাংলাদেশ রাইফেলস পদক’ ও ‘প্রেসিডেন্ট পদকে ভূষিত হন, তাঁরা কে কে?
উত্তরঃ
. সিপাহী নায়েক মোহাম্মদ ওয়াহিদ মিয়া,
২. সিপাহী মোঃ আব্দুল কাদের ও
৩. সিপাহী মোঃ মাহফুজুর রহমান।
অপারেশন রেবেল হান্ট কি?
উত্তরঃ পিলখানা বিডিআর বিদ্রোহের সাথে জড়িত ব্যক্তিদেরকে ধরার জন্য দেশব্যাপী পরিচালিত অভিযান ।
পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয় কবে?
উত্তরঃ ২৫ ফেব্রুয়ারি, ২০০৯।
পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে বিডিআর জওয়ানরা অস্ত্র সমর্পণ করে কবে?
উত্তরঃ ২৬ ফেব্রুয়ারি, ২০০৯।

ভবিষ্যতে আমারা আরও প্রশ্ন উত্তর অ্যাড করব।কমন পেতে আমাদের সাইট ফলো করুন।

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর বর্তমান নাম কী?
উত্তরঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ এর পুরাতন নাম কি ছিল?
উত্তরঃ বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
বর্ডার গার্ড বাংলাদেশ বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কবে?
উত্তরঃ ২১ ডিসেম্বর ২০১০।
 বর্ডার গার্ড বাংলাদেশ কার্যকর হয় কবে থেকে?
উত্তরঃ ২৩ জানুয়ারি ২০১১।
বর্ডার গার্ড বাংলাদেশ দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ২০ ডিসেম্বর।
বর্ডার গার্ড বাংলাদেশ বিলে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা নেওয়া হয় কি?
উত্তরঃ মৃত্যুদণ্ড।
বাংলাদেশ রাইফেলস এর পূর্ব নাম কি?
উত্তরঃ রামগড় লোকাল ব্যাটালিয়ন (১৭৭৫ সালে) স্পেশাল রিজার্ভ কোম্পানি (১৮৭৯ সালে)
স্পেশাল রিজার্ভ কোম্পানি কত সালে ঢাকার পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করে?
উত্তরঃ ১৮৭১ সালে ।
বাংলাদেশ রাইফেলস নামকরণ হয় কত সালে?
উত্তরঃ ৩ মার্চ, ১৯৭২ সালে।
স্বাধীনতা যুদ্ধে কত জন বিডিআর সদস্য শহীদ হন?
উত্তরঃ ৮১১ জন।
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন বিডিআর সদস্য বিভিন্ন বীরত্ব পদক পান?
উত্তরঃ ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ৭৮ জন বীর প্রতীক।

বিজিবি নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন

বিগত বছরে বিজিবি নিয়োগ পরীক্ষার প্রশ্ন দ্বারা আপনি একটি সাধারন ধারণা নিতে পারেবন, যে কেমন প্রশ্ন আসতে পারে।এ পর্যায় আপনাদের সাথে বিজিবি নিয়োগ পরীক্ষার বিগত প্রশ্ন গুলো শেয়ার করা হবে।

আজকের পোস্টে বিজিবি নিয়োগ পরীক্ষার বাংলা সাজেশন ২০২৩ শেয়ার করা হয়েছে।পরীক্ষার আগে আগে আরও সাজেশন অ্যাড করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top