সিপিএ মার্কেটিং (CPA Marketing) কি ? সিপিএ মার্কেটিং এর নাড়ি নক্ষত্র

একটি সাধারণ ভুল ধারণা রয়েছে যে সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতই। যাইহোক, এটি সত্য নয়, কারণ দুটি ভিন্ন সেক্টর ।CPA মার্কেটিং এর অর্থ হল Cost Per Action, যার অর্থ হল যে ক্লিক করার সাথে সাথে কাজ সম্পূর্ন হবে।CPA মার্কেটিং প্রাথমিকভাবে একটি ওয়েবসাইটে ট্রাফিক বুস্ত করতে ব্যবহৃত হয় এবং অ্যাফিলিয়েট মার্কেটিং হল পণ্য বেচে দেয়া । CPA মার্কেটিং হল একটি জনপ্রিয় মাধ্যম যা অনেকে অনলাইনে তাদের সাইটে ট্রাফিক বাড়ানোর জন্য ব্যবহার করে। CPA মার্কেটিং খুব সহজ একটি কাজ কিভাবে CPA মার্কেটিং শিখবেন টা আজকের পোস্টে জানতে পারবেন ।

সিপিএ মার্কেটিং (CPA Marketing)

সিপিএ মার্কেটিং হলো কস্ট পার অ্যাকশন মার্কেটিং। এটি একধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মত, যেখানে বিজ্ঞাপকরা লক্ষ্যবহনকারীদের একটি নির্দিষ্ট কর্মকে সম্পন্ন করতে কমিশন প্রদান করে।

যেমন আপনি অ্যাপ প্রোমোসন করতে পারেন, লিড জেনারেট করতে পারেন । কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আপনি নির্দিষ্ট পরিমানে কমিশন পেয়ে যাবেন।আসলে CPA Marketing হচ্ছে Client এর কোন অফার কে প্রোমট করা। CPA Marketing কোম্পানি গুলোর কিছু নীতিমালা আছে, যে নীতিমালা গুলো আপনাকে আনুসরন করতে হবে।তা নাহলে আপনি CPA Marketing করতে পারবেন না ।

সিপিএ মার্কেটিং (CPA Marketing) কিভাবে কাজ করে?

আমাদের মধ্যে যারা CPA Marketing করতে চান, তাদের আগে CPA Marketing সম্পর্কে জানতে হবে।কাজ করার আগে এগুলো জানলে আশা করি আপনারা কোন সমস্যা তে পরবেন না । আমি আপনাদের আশ্বস্ত করার জন্য বলে নিচ্ছি CPA Marketing খুব সহজ একটি কাজ, এর কাজের অনেক ধারা রয়েছে । আপনাকে যেকোনো একটি বিষয় নিয়ে শুরু তে কাজ করতে হবে । CPA নেটওয়ার্ক এর ওপর ভিত্তি করে আপনি কাজ পাবেন।সব CPA নেটওয়ার্কে এক রকম কাজ থাকে । তবে আপনাকে মনস্তির করতে হবে আপনি কোন অফার নিয়ে কাজ করবেন । এখন কথা হছে সিপিএ মার্কেটিং (CPA Marketing) কিভাবে কাজ করে?

সিপিএ মার্কেটিং এ আপনি CPA নেটওয়ার্ক থেকে অফার প্রচার করে টাকা ইনকাম করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি কোম্পানি আপনাকে বলতে পারে যে আপনি কানাডার লোকজনকে তাদের ইমেল বা ফোন নম্বর দিয়ে একটি ফর্ম পূরণ করতে বলবেন। যদি কানাডার কোনও ব্যক্তি আপনরা দেওয়া লিঙ্ক ব্যবহার করে ফর্ম পূরণ করেন, তবে আপনি একটি কমিশন পাবেন। এটি একটি লিড বলা হয়। আপনি যতটা লিড জেনারেট করতে পারেন ততটা আপনি টাকা উপার্জন করতে পারেন।

একইভাবে, আপনি একটি কোম্পানির পণ্য বা সেবার বিজ্ঞাপন দিয়ে টাকা উপার্জন করতে পারেন। পণ্য টি যদি আপনি বিক্রি করিয়ে দিতে পারেন তাহলে আপনি কমিশন পাবেন। অবশই কোন অফার নিয়ে কাজ করার আগে আপনাকে ভালো ভাবে অফার টি সম্পর্কে অনলাইন এ সার্চ দিয়ে একটি ধারনা নিতে হবে ।

সিপিএ মার্কেটিং শিখতে বা করতে কি কি প্রয়োজন?

CPA মার্কেটিং শুরু করতে আপনার বেশি কিছুর দরকার হবে না।যেহেতু সব কিছু ইংলিশ ভাষার তাই আপনি যদি ইংলিশ পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে।তবে ইংলিশ জানা না থাকলেও তেমন সমস্যা নাই।CPA Marketing করার জন্য আপনাকে একটি ডিভাইসের দরকার হবে, স্মার্ট ফোন দিয়েও আপনি চাইলে কাজ করতে পারবেন তবে আপনি যদি প্রফেসনাল ভাবে কাজ করতে চান তাহলে আপনাকে পিসি বা ল্যাপটপ এর দরকার হবে । ভালো নেট থাকতে হবে।আর হ্যা আপনার অনেক ধৈর্য থাকতে হবে।তা না হলে আপনি কখনই সফল হতে পারবেন না।

২০২৩ সালে কেন সিপিএ মার্কেটিং (CPA Marketing) করবেন ?

Digital Marketing এর একটি শাখা হলো সিপিএ মার্কেটিং (CPA Marketing)।২০২৩ সালে আমি আপনি সবাই জানি অনেক কিছু পরিবর্তন হয়েছে।অনলাইন এখন কাজ করে একটা পরিবার সহজে চালানো যায়।অনলাইনে এখন অনেক কাজের সুযোগ তৈরি হয়েছে।ভবিষ্যতে আরও বাড়বে, আপনি কেন এখন পিছিয়ে থাকবেন।২০২৩ সালে কেন সিপিএ মার্কেটিং (CPA Marketing) করবেন ? এই প্রশ্নের উত্তর হল, নিজেকে বেকারোত্বের হাত থেকে মুক্ত করতে। আমাদের মধ্যে অনেক আছেন যারা সুধু ফেসবুক , ইউটিউব সারাদিন স্ক্রল করতে থাকেন, আপনি আপনার সময় সুধু সুধু নষ্ট করছেন । আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে, তাহলে আপনি আজ থেকে অনলাইনে ইনকাম করা শুরু করতে পারেন।আমাদের আগে শিখতে হবে তারপর ইনকাম এর চিন্তা করতে হবে।আপনি যদি শুরুতেই ইমকাম এর চিন্তা করেন তাহলে আপনি কিন্তু কিছু করতে পারবেন না।শেখা আগে, তারপরে ইমকাম।প্রতিদিন কমপক্ষে ৬ ঘণ্টা সময় দিতে হবে ।কমপক্ষে ৬ মাস কোন টাকা উপার্জনের আশা না করা কারন আপনার শিখতে সময় নিতে হবে অদম্য ইচ্ছা, প্রচণ্ড ধৈর্যশক্তি নিয়ে যদি আপনি টীকে থাকতে পারেন আপনাকে সফল হতে কেও থামাতে পারবে না ।

সিপিএ মার্কেটিং করে মাসে কত টাকা আয় করা যায়?

শুরুতে বলে রাখি সিপিএ মার্কেটিং (CPA Marketing) এর কাজ সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে । মাসিক কেমন ইনকাম হবে তা আপনার কাজের ওপর। আপনি যত শ্রম দিবেন তেমন ইনকাম পাবেন ।

যেমনটি আমরা আগেই উল্লেখ করেছি, CPA মার্কেটিং-এ আপনি যে পরিমাণ অর্থ উপার্জন তা নির্দিষ্ট কাজ বা অফারের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, আপনি অর্ডার সম্পূর্ণ করার জন্য $1 থেকে $10, একটি ইমেল সারমিত করার জন্য $4 থেকে $25, ইনস্যুরেন্স মার্কেটে প্রচারের জন্য $5 থেকে $25।


সিপিএ মার্কেটিং-এ ধৈর্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার দর্শক তৈরি করতে এবং লিড বা বিক্রয় তৈরি করতে সময় নেয়। অধ্যবসায়ের মানসিকতার সাথে CPA মার্কেটিং-এর কাছে যাওয়া এবং সফল হওয়ার জন্য প্রচেষ্টা করতে ইচ্ছুক হওয়া গুরুত্বপূর্ণ। এই তিনটি জিনিসের জায়গায়, আপনি বিভিন্ন CPA অফার অন্বেষণ শুরু করতে পারেন এবং কমিশন উপার্জনের জন্য বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তাদের প্রচার করতে পারেন।ভালো কাজ করলে মাসে ১০০ ডলার থেকে ৫০০০ ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব ।

পরিশেষ

যারা সিপিএ মার্কেটিং নিয়ে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের পোস্ট টি আশা করি আপনাকে অনেক হেল্প করবে । সিপিএ মার্কেটিং কি ? আপনারা এখন হয়ৎ বুজে গেছেন।আমরা ভবিষ্যতে সিপিএ মার্কেটিং নিয়ে আরও পোস্ট করব আশা করি আপনারা আমাদের সাথে থাকেবন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top