ইমেইল মার্কেটিং কি ? ২০২৩ সালে কিভাবে ইমেইল মার্কেটিং করবেন ?

ইমেইল মার্কেটিং কি ? ইমেইল মার্কেটিং হল ডিজিটাল মার্কেটিং এর আরেকটি শাখা যা বাংলাদেশের অনেকর কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

বিভিন্ন পণ্য জনপ্রিয় করার অন্যতম উপায় মার্কেটিং বা প্রচারণা। বর্তমান সময়ে, ইন্টারনেটের জনপ্রিয়তার সাথে প্রচারণার ধরন পরিবর্তিত হয়েছে। এখন ইন্টারনেট হল মার্কেটিং এর প্রধান মাধ্যমা, সামাজিক যোগাযোগ, ওয়েবসাইট এবং ইমেলের ব্যবহার করে সঠিক গ্রাহক খুবই সহজে খোঁজা সম্ভব। তবে অনেক সময় সঠিক ক্রেতা বা গ্রাহকদের খুজে বের করা কিছু টা কঠিন হতে পারে, এই কারণে অভিজ্ঞ মার্কেটার প্রয়োজন।আপনি যদি একজন দক্ষ ইমেইল মার্কেটার হতে পারেন, তাহলে ক্লাইনটের কাজ করে দিয়ে টাকা আয় করতে পারবেন।

আমাদের মধ্যে অনেকে ইমেইল মার্কেটিং কোর্স করে থাকেন, আমি তাদেরকে বলব কোর্সে করার আগে আজকের পোস্ট টি পড়ুন, আপনাদের অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন।ইমেইল মার্কেটিং কি ? ২০২০ সালে কিভাবে ইমেইল মার্কেটিং করবেন ? এমন সকল প্রশ্নের উত্তর দিয়ে হবে বিশ্লেষণ সহ ।

ইমেইল মার্কেটিং কি?

ইমেইল মার্কেটিং একটি ডিজিটাল মার্কেটিং কৌশল যা ইমেলের মাধ্যমে একদল লোককে বাণিজ্যিক ইমেইল বা প্রচারমূলক বারতা প্রেরণ করে থাকে। এই ইমেলগুলি সাধারণত লক্ষ্য করে পাঠানো হয় এক ক্লিকেই আপনার পণ্য বা সার্ভিসটি সম্ভাব্য হাজার হাজার গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবেন এই ইমেইল মার্কেটিং এর মাধ্যমে । ইমেইল মার্কেটিং একটি ডিজিটাল মার্কেটিং এর একটি কার্যকারী মার্কেটিং।তুলনামূলক কম খরচে আপনার পণ্যটি আপনার টার্গেটেট গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবেন।

পোস্টে যাওয়ার আগে আমাদের ওয়েবসাইট Allupdatebd.com সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেয়া যাক ।আমাদের উদ্দেশ্য হল আপনার অনলাইনের সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছানো।প্রতিদিনের ইমকাম বিষয়ক খবর,পাশাপাশি লেখাপড়ার খবর, চাকরির আপডেট খবর আপনাদের জানানো ।

ইমেইল মার্কেটিংয়ের উদ্দেশ্য

ইমেইল মার্কেটিংয়ের উদ্দেশ্য হল একটি পণ্য বা ব্র্যান্ডের প্রচার করা । যা ইমেলের মাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষদের কাছে পাঠানো, যারা আপনি যে পণ্য নিয়ে কাজ করছেন সেই ধরনের ইমেলগুলি পাওয়ার অনুমতি দিয়ে রেখেছে৷ লক্ষ্য হল গ্রাহকদের সাথে সম্পর্ক গড়ে তোলা, ব্র্যান্ড বৃদ্ধি করা, লিড তৈরি করা এবং শেষ পর্যন্ত বিক্রয় চালনা করা।

ইমেইল মার্কেটিং থেকে ইনকাম

ইমেইল মার্কেটিং আপনি অনেক ভাবে করতে পারেন । তবে আপনাকে মন দিয়ে কাজ করতে হবে । ইমেইল মার্কেটিং থেকে ইনকাম কারার জন্য অনেক গুলো মাধ্যম থাকলেও আমারা জনপ্রিয় কিছু মাধ্যম আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো দিয়ে আপনি ইমেইল মার্কেটিং শুরু করতে পারেন ।

ইমেল বিপণন অর্থ উপার্জনের একটি লাভজনক উপায় হতে পারে এবং এটি থেকে উপার্জন করার জন্য আপনি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারেন। এখানে ইমেইল মার্কেটিং থেকে আয় করার কিছু উল্লেখযোগ্য উপায় রয়েছে

HTML এবং CSS দিয়ে ইমেল টেমপ্লেট তৈরি করা

ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আয় করার আরেকটি উপায় হল HTML এবং CSS ব্যবহার করে ইমেইল টেমপ্লেট তৈরি করা। এর মধ্যে স্ক্র্যাচ থেকে কাস্টম ইমেল টেমপ্লেট তৈরি করা, ইমেলের লেআউট এবং ফেস ডিজাইন করা । তারপরে আপনি এই টেমপ্লেটগুলি কাস্টমার দের কাছে বিক্রি করতে পারেন বা ক্লায়েন্টদের কাছে কাস্টম ডিজাইন পরিষেবা অফার করতে পারেন।

পিএসডিকে এইচটিএমএল ইমেল টেমপ্লেটে রূপান্তর

অনেক ব্যবসার ইমেল টেমপ্লেটগুলি PSD ফরম্যাটে ডিজাইন করা হয়, কিন্তু এই ডিজাইনগুলিকে HTML ফর্ম্যাটে রূপান্তর করার জন্য তাদের কাউকে প্রয়োজন৷ আপনার যদি পিএসডি থেকে এইচটিএমএল রূপান্তরের অভিজ্ঞতা থাকে তবে আপনি এই কাজ গুলো করতে পারেন এবং তাদের ডিজাইনগুলিকে কার্যকরী ইমেল টেমপ্লেটে রূপান্তর করে ইনকাম করতে পারেন৷

ইমেল কন্টেন্ট লিখে

আপনি ইমেলর কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে পারেন। আপনাকে ভালো ইংলিশ জানতে হবে, খুব ভালোভাবে ইমেইল লিখতে হবে যাতে এবং বিক্রয় চালাতে ব্যবহার করতে পারে। আপনি আপনার ইমেল রাইটিং বিভিন্ন মার্কেটপ্লেসে বিক্রি করতে পারেন, যেমন Fiverr, Upwork, বা Freelancer.

ইমেইল লিস্ট করে আয়

ইমেইল লিস্ট করে আয় অন্যতম একটি মাধ্যম।আপনি যদি একজন কন্টেন্ট রাইটার হবে বা যদি আপনার একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনি খুব সহজে এই কাজটি করতে পারবেন । আপনার অনেক ওয়েবসাইটে দেখবেন মেইল সাবমিট নামে অপশন আছে।আশে তারা ইমেইল লিস্ট করে আয় করছে।ওয়েবসাইটে ইমেইল লিস্ট করতে আপনাকে ছোট একটা কাজ করতে হবে ।

আপনার সাইট যদি ওয়ার্ডপ্রেস এ হয় তাহলে lightbox pop-up plugin টা বাবহার করে আপনি কাস্তম মেইল লিস্ট অপশন চালু করতে পারবেন । ব্লগার এ যদি আপনার সাইট হয় তাহলে চিন্তার কোন কারন নেই । ব্লগারেও অন্য ওয়েবসাইট এর মাধ্যমে করতে পারবেন ।

এখন অনেকে হতাশ হতে পারেন,কারন আমদের মধ্যে সবার ওয়েবসাইট নেই যাদের ওয়েবসাইট নেই, তারা সোশ্যাল মিডিয়া বা ফোরাম পোস্টে ইমেল সাবমিট ফর্ম বা Dreamweaver ব্যবহার করে ল্যান্ডিং পেজ তৈরি করে ইমেল সংগ্রহ করতে পারেন। আপনি যত কাজ করবেন সাথে সাথে আপনার ইমেলের তালিকাও বাড়বে, ইমেলের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কমিশন পেতে পারেন।

এছাড়াও, আপনি ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এবং ফাইভারের মতো বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনার ইমেল মার্কেটিং পরিষেবাগুলি অফার করে একটি উল্লেখযোগ্য আয় করতে পারেন।

২০২৩ সালে কিভাবে করবেন ইমেইল মার্কেটিং?

২০২৩ সালে ইমেইল মার্কেটিং করতে চাইলে আরও সহজ ভাবে টা করতে পারবেন।কারন বর্তমানে এমন এমন কিছু টুলস পাবেন,যা ইমেইল মার্কেটিংকে খুব সহজ করে দিবে।আমরা উপরে আপনাদের কে ইমেইল মার্কেটিং সম্পর্কে সকল তথ্য দিয়েছি।চলুন আবার আসি ইমেইল মার্কেটিংকিছু টুলস পাবেনঃ

Mail Chimp

Mailchimp একটি বহুল ব্যবহৃত ইমেইল মার্কেটিং সফ্টওয়্যার যা বিশেষ করে নতুনদের জন্য সেরা। এটি সহজে সেট আপ এবং এর ইউজার ইন্টারফেস নতুনদের জন্য উপযুক্ত ।

Mailchimp সম্পর্কে সেরা জিনিসগুলির মধ্যে একটি হল এটিতে আপনি একটি ফ্রী প্ল্যান পাবেন যা আপনাকে প্রতি মাসে ২০০০ – ১২০০০ টি ইমেল পাঠাতে দেয় ৷গ্রাহকদের মেইল এর তালিকা দিবেন অটোমেতিক তাদের কাছে মেইল চলে যাবে।

আপনার যদি আরও সুবিধার প্রয়োজন হয় বা আরও ইমেল পাঠাতে চান, Mailchimp এর প্রতি মাসের $10 এর প্রিমিয়াম অফার টি কিনতে পারেন ।

Vertical Respose

Vertical Respose একটি সুপরিচিত ইমেল বিপণন সফ্টওয়্যার । এর প্রধান সুবিধাগুলির মধ্যে একটি হল এটির আপনাকে মেইল পাঠানোর সুবিধা দেয়, Vertical Respose এর ফ্রি প্লেনে ১০০০ – ৪০০০ মেইল পাঠানোর জন্য সম্পূর্ণ ফ্রি।

ইমেইল মার্কেটিং যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

ইমেইল মার্কেটিং এ যারা কাজ করতে আসেন, তাদের মধ্যে অনেকে একটি কমন ভুল করে থাকেন।যাকে তাকে মেইল সেনট করেন।এটি ভুলেও করবেন না।নির্দিষ্ট গ্রাহকদের টার্গেট করুন। স্প্যাম করবেন নাহ, কাজের ওপর মন দিবেন সুন্দর একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন ।ইমেইল মার্কেটিং করার আগে আপনার প্রোডাক্ট এর ওপর তাদের আগ্রহ তৈরি করুন ।

ইমেইল মার্কেটিং করতে চাইলে নিয়মিত গ্রাহকদের মেইল পাঠাতে থাকুন।নিয়মিত আপডেট এবং পণ্য সম্পর্কে গ্রাহকদের অবহিত করুন, যাতে তারা আপনার পণ্যের ওপর কৌতূহলী হয়।

পরিশেষ

আশা করি আজকের পোস্টে ইমেইল মার্কেটিং কি ? ২০২০ সালে কিভাবে ইমেইল মার্কেটিং করবেন ? সব কিছুর উত্তর পেয়ে গেছেন।পোস্টটি ভালো লাগেলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top