আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩।প্রশ্ন ও সমাধান।এক্সাম প্রস্তুতি কৌশল ২০২৩

আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে (আনসার ভিডিপি) নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ৩রা মে ২০২৩ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে www.ansarvdp.gov.bd-এ প্রকাশিত হয়েছে। এই নিয়োগ আনসার ব্যাটালিয়ন পদের জন্য মোট ৪১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৬ই মে ২০২৩-এ।আজকে আমারা আপনাদের সাথেআনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩ শেয়ার করব।যা আপনার অনেক উপকারে আসবে।

আমাদের ওয়েবসাইটে আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩, ইতিপূর্বে দেয়া হয়েছে।আপনি যদি পূবালী ব্যাংক লিমিটেড নিয়োগের জন্য আবেদন করতে চান পোস্টটি পড়ে আবেদন করতে পারেন।বেশি কথা বাড়াবো না, তো চলুন আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩ ।

আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩

আপনি যদি লিখিত পরীক্ষাতে ভালো করতে আপনাকে আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩ আপনাকে অনেক উপকার করবে।আলাদা আলাদা পদের পরীক্ষার জন্য আলাদা আলাদা প্রশ্ন হবে।আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদের জন্য আলাদা ভাবে পস্তুতি নিবেন, তবে আমি মনে করি আপনি সকল বিষয় ভালো ভাবে প্রস্তুতি নিবেন।

আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার বাংলা সাজেশন

আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষায় ৪ টি বিষয় নিয়ে প্রশ্ন করা হয়।গুরুত্বপূর্ণ বিষয় গুলোর মধ্যে বাংলা অন্যতম।পরীক্ষাতে ভালো মার্কস আনতে বাংলার ওপর বেশি বেশি জোর দিতে হবে।বিশেষ করে ষষ্ট শ্রেণি থেকে দশম শ্রেণির বাংলা বই পড়লে অনেক প্রশ্ন কমন পড়ে।তবে আমরা আজকের পোস্টে আপনাদের সাথে আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার বাংলা সাজেশন ২০২৩ শেয়ার করব যা আপনার অনেক সময় বাঁচিয়ে দিবে।

আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩
নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?
A. আপাদমস্তক
B. রুই-কাতলা
C. একরোখা
D. সেতার
উত্তরঃ D. সেতার
বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে?
A. উইলিয়াম কেরি
B. এডােয়ার্ড ডিমাের্ক
C. শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়
D. প্রমথ চৌধুরী
উত্তরঃ D. প্রমথ চৌধুরী
জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি?
A. সৈকত
B. অরণ্য
C. স্থাবর
D. সাগর
উত্তরঃ C. স্থাবর
“বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যের “বুলবুলিতে” কোন কারক ও বিভক্তি রয়েছে?
A. করণে সপ্তমী
B. অধিকরণে সপ্তমী
C. কর্তৃকারকে সপ্তমী
D. অপাদানে সপ্তমী
উত্তরঃ C. কর্তৃকারকে সপ্তমী
বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
A. সংস্কৃতি লিপি
B. চিনা লিপি
C. আরবি লিপি
D. ব্রাহ্মী লিপি
উত্তরঃ D.ব্রাহ্মী লিপি
কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
A. ময়মনসিংহ গীতিকা
B. ইউসুফ জুলেখা
C. পদ্মাবতী
D. লাইলি মজনু
উত্তরঃ A. ময়মনসিংহ গীতিকা
বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
A. সৈয়দ আলী আহসান
B. ড.আশরাফ সিদ্দিকী
C. ড. আলাউদ্দিন আল আজাদ
D. কবি আব্দুস সাত্তার
উত্তরঃ A. সৈয়দ আলী আহসান
ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু – গানটির রচিয়তা কে?
A. কাজী নজরুল ইসলাম
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. হাছন রাজা
D. লালন শাহ
উত্তরঃ B. রবীন্দ্রনাথ ঠাকুর
নিচের কোনটি ওলন্দাজ শব্দ?
A. আনারস, আলপিন
B. গির্জা, পাদ্রী
C. রুইতন, হরতন
D. স্কুল, কলেজ
উত্তরঃ C. রুইতন, হরতন
চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়?
A. সমকাল
B. দিগদর্শন
C. সন্দেশ
D. সবুজপত্র
উত্তরঃ D. সবুজপত্র (১৯১৪)
কোনটি শুদ্ধ বাক্য?
A. মেয়েটি বুদ্ধিমান
B. আকণ্ঠ পর্যন্ত ভােজন করলাম
C. এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না
D. নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
উত্তরঃ D. নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
‘আগে প্রতি বছর এখানে মেলা হতো’। এ বাক্যে কোন ধরণের অতীত কালের প্রয়োগ দেখা যায়?
A. সাধারণ অতীত
B. ঘটমান অতীত
C. পুরাঘটিত অতীত
D. নিত্যবৃত্ত অতীত
উত্তরঃ D. নিত্যবৃত্ত অতীত
কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
A. গায়ে হলুদ
B. চাল কুমড়া
C. ছয়নি
D. ছায়াছবি
উত্তরঃ B. চাল কুমড়া (চালে আশ্রিত কুমড়া)
“তিনি ব্যাকরণে পন্ডিত”- বাক্যে “ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
A. অধিকরণ কারকে সপ্তমী
B. সম্প্রদান কারকে সপ্তমী
C. অপাদান কারকে দ্বিতীয়া
D. কর্ম কারকে সপ্তমী
উত্তরঃ A. অধিকরণ কারকে সপ্তমী
নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
A. কষ্ট
B. উপনিষৎ
C. কল্যাণীয়েষু
D. আষাঢ়
উত্তরঃ D. আষাঢ়
মাছের মা বাগধারাটির অর্থ কি?
A. কঠোর
B. অত্যাচারী
C. নিষ্ঠুর
D. নীতিহীন
উত্তরঃ C. নিষ্ঠুর

আমারা প্রতিনিয়তই নতুন নতুন সাজেশন দিয়ে থাকি, কমন পেতে আমাদের সাইট ফলো করুন।

‘গৌরব’ এর বিপরীত শব্দ কি?
A. অপমান
B. মানহানি
C. অমর্যাদা
D. লজ্জা
উত্তর: D. লজ্জা
‘ভানুমতির খেল’ প্রবচনটি বােঝায়-
A. চালবাজি
B. ফটকাবাজি
C. ফেরববাজি
D. ভেলকিবাজি
উত্তর: D. ভেলকিবাজি
‘যে বিষয়ে কোন বিতর্ক নেই’ এক কথায় প্রকাশ কি?
A. নির্বাক
B. হতবাক
C. বিতর্কিত
D. কোনােটিই নয়
উত্তর: D. কোনােটিই নয়
ব্যাখ্যাঃ সঠিক শব্দটি হল অবিসংবাদীত।
সমুদ্র এর সমার্থক শব্দ নয় কোনটি?
A. রদনী
B. অর্পব
C. কলত্র
D. আপ্লব
উত্তর: A. রদনী
বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস ‘কপালকুণ্ডলা’ এর রচয়িতা কে?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C. মধুসূদন দত্ত
D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘রাজবন্দীর জবানবন্দী’ কার লেখা?
A. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B. প্রথম চৌধুরী
C. কাজী নজরুল ইসলাম
D. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: C. কাজী নজরুল ইসলাম
‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
A. বিপরীত
B. বিকৃত
C. অভাব
D. নিকৃষ্ট
উত্তর: A. বিপরীত
কোনটি ‘আকাশ শব্দের সমার্থক শব্দ নয়?
A. হিমাংশু
B. গগন
C. অম্বর
D. ব্যোম
উত্তর: A. হিমাংশু
কোনটি নিত্য সমাসের সমস্ত পদ?
A. মনমাঝি
B. উপনদী
C. নরপশু
D. গ্রামান্তর
উত্তর: D. গ্রামান্তর
বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলা এর রচয়িতা কে?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C. মধুসূদন দত্ত
D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শুদ্ধ বানান কোনটি?
A. পিপিলীকা
B. পীপিলিকা
C. পিপিলিকা
D. পিপীলিকা
উত্তর: পিপীলিকা
গুরুজনে ভক্তি কর- বাক্যটিতে ‘গুরুজনে’ কোন কারক?
A. কর্তৃকারক
B. কর্ম কারক
C. করণ কারক
D. সম্প্রদান কারক
উত্তর: D. সম্প্রদান কারক
‘সূর্য দীঘল বাড়ি’ কোন ধরনের রচনা?
A. নাটক
B. উপন্যাস
C. রম্য রচনা
D. কাব্যগ্রন্থ
উত্তর: B. উপন্যাস
‘অর্বাচীন’ এর বিপরীত শব্দ কোনটি?
A. প্রাচীন
B. বাচীন
C. নবীন
D. কোনটিই নয়
উত্তর: প্রাচীন
‘বায়স’ শব্দের অর্থ-
A. কোকিল
B. বায়বীয়
C. কাক
D. কোনটিই নয়
উত্তর: কাক
“তিনি রোজ সকালে দুই কিলোমিটার হাঁটতেন” – এ বাক্যে ক্রিয়ার কাল কোনটি?
উত্তরঃ নিত্যবৃত্ত অতীত
দুষ্পাচ্য এর সন্ধি বিচ্ছেদ হলো?
উত্তরঃ দুঃ+পাচ্য
সঞ্চয়িতা ও সঞ্চিতা গ্রন্থ দুটি কার লেখা?
উত্তরঃ প্রথমটি রবীন্দ্রনাথ ঠাকুরের, দ্বিতীয়টি কাজী নজরুল ইসলামের
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
উত্তরঃ ভদ্রার্জুন
পল্লীকবি জসীম উদদীন রচিত গ্রন্থ নয় কোনটি?
উত্তরঃ মায়াকাজল [মায়াকাজল সুফিয়া কামালের লেখা]
সত্য > সইত্য – ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ?
উত্তরঃ অপিনিহিতি
তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
উত্তরঃ অভিমুখ
নীচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ?
উত্তরঃ জলদ
“মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন” – এখানে কিংবা হলো?
উত্তরঃ বিয়োজক অব্যয়
কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ?
উত্তরঃ মহাযাত্রা
নীচের কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে?
উত্তরঃ রাজায়-রাজায় লড়াই
এ জিনিস বেশিদিন টেকে না- এ বাক্যটি কোন বাচ্য?
উত্তরঃ কর্মকর্তৃবাচ্যে
প- বর্গের বর্ণসমূহ কোন ধরণের বর্ণ?
উত্তরঃ ওষ্ঠ্য বর্ণ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয় কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ সংস্কৃত কলেজ
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থসমূহের মধ্যে নীচের কোনটি নাটক?
উত্তরঃ মালিনী
কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটি?
উত্তরঃ নবযুগ
যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত- এর এক কথায় প্রকাশ হলো:
উত্তরঃ নৈয়ায়িক
নীচের কোন বানানটি অশুদ্ধ?
উত্তরঃ অপরাহ্ন [সঠিক অপরাহ্ণ]
’পাথার’ শব্দের প্রতিশব্দ হলো-
উত্তরঃ সমুদ্র
ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যামপণ্ডিত, সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য?
উত্তরঃ ধর্মমঙ্গল

নিচের কোন বানান শুদ্ধ নয়? — উর্দ্ধ
নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? —
নিচের কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহার হয়েছে? — অনাবৃষ্টি
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? — খণ্ডিত
‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? — বন্ + ধন্
নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে “ণ” ব্যবহার হয়েছে? — প্রবণ
কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? — একত্রিত
দক্ষিণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? — উত্তর
পর্বত এর সমার্থক শব্দ কোনটি? — নগ
যে নারীর পতি নেই , পুত্রও নেই এক কথায় কি বলে? — অবীরা
“বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা” এটি কোন শ্রেণীর বাক্য? — সরল বাক্য
কোনটি নিত্য সমাস? — জলমাত্র
রাজার দুয়ারে হাতি বাধা,’দুয়ারে” পদটি কোন কারক? — অধিকরণ
শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? — শিশু+ ষ্ণ
নিদাঘ শব্দে ‘ নি’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? — অতিশয্য
সচিব কোন ধরনের শব্দ? — পারিভাষিক
দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ? — দ্বীপ+অয়ন
ব্যুৎপত্তিগত ব্যাকরণ শব্দের অর্থ কি? — বিশেষভাবে বিশ্লেষণ
মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ — দ্বিকর্মক
‘সে নাকি আসবে না’ এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে? — সংশয়

কোন শব্দটির প্রয়ােগ শুদ্ধ?
(A) উপলক্ষ্য
(B) লক্ষ্যণীয়
(C) সৌন্দর্যতা
(D) সুবুদ্ধিমান
Answer: (A) উপলক্ষ্য
ব্যাখ্যা:
 উপলক্ষ্য ও উপলক্ষ উভয়েই সঠিক।
সমার্থক শব্দযােগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
(A) ভাল – মন্দ
(B) ধন – দৌলত
(C) তােড় – জোড়
(D) আমীর – ফকির
Answer: (B) ধন – দৌলত
‘বিদিত’ শব্দের বিপরীত শব্দ কী?
(A) গৃহীত
(B) বিদীর্ণ
(C) বিসর্জন
(D) অজ্ঞাত
Answer: (D) অজ্ঞাত
কোনটি তৎসম শব্দ?
(A) তওবা
(B) ডিঙ্গা
(C) ধর্ম
(D) দৌলত
Answer: (C) ধর্ম
নিচের কোন শব্দটি শুদ্ধ?
(A) বিকেন্দ্রীকরণ
(B) বীকেনিদ্রকরণ
(C) বিকেন্দ্রিকরণ
(D) বিকেন্দ্রীকরন
Answer: (A) বিকেন্দ্রীকরণ
সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
(A) সমস্যমান পদ
(B) সমন্ত পদ
(C) ব্যাসবাক্য
(D) উত্তর পদ
Answer: (B) সমন্ত পদ
ব্যাখ্যা:
 সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। যেমন: এখানে দোয়াতকলম, পীতাম্বর হলো সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ। সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য।
√কাঁদ + অন – কোন প্রত্যয়ের অর্ন্তভুক্ত?
(A) বাংলা কৃৎ প্রত্যয়
(B) তদ্ধিত প্রত্যয়
(C) কৃৎ প্রত্যয়
(D) কোনটিই নয়
Answer: (A) বাংলা কৃৎ প্রত্যয়
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
(A) বাক্‌+দান = বাগদান
(B) উৎ+ছেদ = উচ্ছেদ
(C) সম+সার = সংসার
(D) পর+পর = পরষ্পর
Answer: (D) পর+পর = পরষ্পর
স্বর সংগতির উদাহরণ কোনটি?
(A) রাত্রি>রাইত
(B) দেশী>দিশী
(C) হইবে>হবে
(D) কোনটিই নয়
Answer: (B) দেশী>দিশী
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি?
(A) নারীর মূল্য
(B) রায়তের কথা
(C) বীরবলের হালখাতা
(D) তেল নুন লাকড়ী
Answer: (D) তেল নুন লাকড়ী

আমারা প্রতিনিয়তই নতুন নতুন সাজেশন দিয়ে থাকি, কমন পেতে আমাদের সাইট ফলো করুন।

সন্ধি বিচ্ছেদ
উচ্চারণ–উৎ+ চারণ
অন্তর্ভুক্ত–অন্তঃ+ভুক্ত
অন্বেষণ– অনু+ এষণ
যাবজ্জীবন–যাবৎ+ জীবন
সপ্তর্ষি —সপ্ত+ঋষি
ক) সন্ধি- সম্ + ধি
খ) নিরাময়- নির + আময়
গ) মৃন্ময়- মৃৎ + ময়
ঘ) দ্যুলোক- দিব্‌+লোক
ঙ) স্বাধীন- স্ব+অধীন
. বাক্য সংকোচন করুনঃ
 অক্ষির সম্মুখে = প্রত্যক্ষ
উপকারীর উপকার স্বীকার করে যে = কৃতজ্ঞ
একই সময়ে বর্তমান = সমসাময়িক
 যা উচ্চারণ করা যায় না = অনুচ্চার্য
যে বিবেচনা করে কাজ করে না = অবিবেচক
বাগধারা অর্থসহ ব্যাসবাক্য
ব্যাঙের আধুলি–সামান্য সম্পদে অহংকার
আট কপালে–হতভাগ্য
অরণ্যে রোদন– নিষ্ফল আবেদন
পায়াভারি–অহংকারী
বালিরবাঁধ– ক্ষণস্থায়ী বস্তু

আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার ইংরেজি সাজেশন

Translate into English
এখন বৃষ্টি হচ্ছে-It is raining now
পানির অপর নাম জীবন-Water is life
আমি কলকাতা যাওয়ার পূর্বে বাড়ী গিয়েছিলাম-I had gone home before I went Kolkata.
শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল-The child went to sleep crying
সে রুম থেকে যায় না কেন?-Why doesn’t he leave the room?
সে কি নিয়মিত পড়ালেখা করে?- উত্তরঃ Does he study regularly?
 তাকে ভেতরে এসে চা খেতে দাও। – উত্তরঃ Let him come in and have tea.
সে যেন সুখে স্বাচ্ছন্দে থাকে। – উত্তরঃ May he be happy and at ease.
 সে সাঁতার জানে না। – উত্তরঃ She/he doesn’t know how to swim.
সে কি স্কুলে যাচ্ছে না? – উত্তরঃ Is not he going to school?
Fill in the blanks

শূন্যস্থান পুরুন করতে হবে।সঠিক শব্দ দিয়ে।পরীক্ষার আগে আগে আমরা আরও সাজেশন অ্যাড করব, আমাদের সাথে থাকুন।

The boy takes……his father. Ans: after
I do not regret……the past. Ans:  to
He insisted…… my going there. Ans:  on
All his efforts ended…… smoke. Ans:  in
He is dull…… hearing. Ans:  of
My sister has no interest __ music. Ans: in.
He was accused __ theft. Ans: of.
He left __ home. Ans: to.
He prefers milk __ tea. Ans: to.
You should abide __ the rules. Ans: by.
Water into —–Vapor.
Answers: changed 
His father died—–two months.
Answers: before 
It has been raining ——- morning.
Answers: since
d) ————this pen I have two others pens.
Answers: Besides 
e)  The sky is ————–us.
Answers: above 

আমারা প্রতিনিয়তই নতুন নতুন সাজেশন দিয়ে থাকি, কমন পেতে আমাদের সাইট ফলো করুন।

Correct the sentences

বাক্য সঠিক করে লিখতে হবে।পরীক্ষার আগে আগে আমরা আরও সাজেশন অ্যাড করব, আমাদের সাথে থাকুন।

a) He is sleeping for two hours.
Ans: He has been sleeping for two hours.
b) Neither of the boys have returned.
Ans: Neither of the boys has returned.
c) I have seen him yesterday.
Ans: I saw him yesterday.
d) He speaks English like English.
Ans: He speaks English like the English.
e) we are eating rice everyday.
Ans: we eat rice everyday.
Make a sentence with the following Phrase

ইংরেজি শব্দ দেয়া থাকবে, তা দিয়ে আপনাকে বাক্য তৈরি করতে হবে।পরীক্ষার আগে আগে আমরা আরও সাজেশন অ্যাড করব, আমাদের সাথে থাকুন।

Apple of discord = বিবাদের কারণ
The paternal property has become an apple of discord for his children.
Crocodile tears = মায়াকান্না
Don’t shed any crocodile tears for money.
In lieu of = পরিবর্তে
Give me happiness in lieu of money.
Nip in the bud = অঙ্কুরে বিনষ্ট করা
Don’t nip in the bud of any step of your children.
Blue blood = আভিজাত্য
Tamim is from a blue blood family.

তাছাড়া আরও ৫ বাক্যের প্যারাগ্রাফ আসবে।আমাদের সাইটে আপনারা প্যারাগ্রাফ এর আলাদা ক্যাটাগরি পাবেন।সেগুলো ফলো করবেন।

আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার গনিত সাজেশন

আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষায় ভালো মার্কস পেতে হলে আপনাকে ভালো করে, গনিত বিষয় খেয়াল দিতে হবে।৬ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর পাঠ্য বইয়ে যে যে প্রধান প্রধান অংক আছে টা করতে হবে।আমরা আপনাদের সুবিধার জন্য,আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার গনিত সাজেশন ২০২৩ শেয়ার করব।ভবিষ্যতে আমরা আরও সাজেশন অ্যাড করব।তাই আমাদের সাথে থাকুন।

যদি a=√3+√2 হয়, তবে a3+1/a3 এর মান কত হবে?
উত্তরঃ 18√3
একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ ৪৮ টাকা
5√5এর 5 ভিত্তিক লগ কত?
উত্তরঃ 3/2
একটি ত্রিভুজের ভুমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সে.মি. হলে এর উচ্চতা কত?
উত্তরঃ 27 সে.মি
কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সে.মি. হলে ঘনকটির আয়তন কত?
উত্তরঃ 512 ঘন সে.মি
আনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববতী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?
উত্তরঃ 2900 টাকা
4% হার মুনাফায় কোন টাকায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মুলধন কত? উত্তরঃ ৬২৫ টাকা
y2-4ax=0 সমীকরণটি নীচের কোনটি নির্দেশ করে?
উত্তরঃ প্যারাবোলা [পরাবৃত্ত]
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ 5.5 মিটার
cos^-1x+cos^-1y=π/2 হলে x2+y2= কত?
উত্তরঃ 1
একটি নৌকৈা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কি.মি. এবং স্রোতের প্রতিকুলে যায় ঘন্টায় 5 কি.মি.। নৌকৈায় বেগ কত?
উত্তরঃ ঘণ্টায় 10 কি.মি
দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
উত্তরঃ ১০ ও ১৬
x-1/x=4 হলে x4+1/ x4 এর মান কত?
উত্তরঃ 322
কোন বৃত্তের 10 সে.মি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সে.মি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?
উত্তরঃ ১৩ সেন্টিমিটার
১৫. ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ, খ : গ = 6 : 7 হলে ক : খ : গ = কত?
উত্তরঃ 9 : 12 : 14
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুন। প্রতি বর্গ মিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।

সমাধানঃ
ধরি,
প্রস্থঃ ক
তাহলে দৈর্ঘ্যঃ ৩ক
মেঝের ক্ষেত্রফলঃ ১১০২.৫০/ ৭.৫০ = ১৪৭
প্রশ্নমতে,
৩ক * ক = ১৪৭
ক২ = ১৪৭/৩
ক২ = ৪৯
ক = ৭
এতএবঃ
প্রস্থঃ ৭
দৈর্ঘ্য = ৭ * ৩ = ২১
৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৪৮ কি.মি. । রেললাইনের পাশে গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধানঃ
গতিবেগঃ ৪৮ কিমি/ ঘণ্টা = ৪৮ * ৫/১৮ = ২৪০/১৮
সময়ঃ ৬০/ (২৪০/১৮) = ৪.৫ সেকেন্ড
x2 – √5 x + 1 = 0 হলে , প্রমাণ করুন যে, x3 – 1/x3 = 4
সমাধানঃ
x2 – √5 x + 1 = 0
x2 + 1 = √5 x
x + 1/x = √5
অতএব, x -1/x = 1 ( from the formula of (a –b)^2 = (a +b)^2 -4ab)
x3 – 1/x3 = ( x -1/x)^3 + 3.x.1/x (x – 1/x) = 4 (Proved)
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ
১) ax2 + (a +1) x + a
= a (x + 1)^2
২) 4×2 – 4xy + y2 – z2
= ( 2x –y + z) (2x –y –z)
১২ থেকে ৯৬ এর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
উত্তর: ২২
টাকায় 3 টি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
উত্তর: ৫০%
একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট সংখ্যাটি?
উত্তর: ৩৪১
কতগুলো ঘন্টা একত্রে বাজার পর ১০, ১৫, ২০ এবং ২৫ সেকেন্ড পরপর বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে?
উত্তর: ৫মি.
কোন দ্রব্যের মূল্য ৬% বৃদ্ধি পেলে ওই দ্রব্যের ব্যবহার কি পরিমাণ কমালে ওই দ্রব্যের জন্য ব্যয় বৃদ্ধি পাবে না?
উত্তর: ৫.৬৬%
কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয় ওই মূলধন তিনগুণ হবে কত বছরে?
উত্তর: ২০ বছর
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা অংক স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?
উত্তর: ৩৯
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১ । এদিক কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪:১ হবে।
উত্তর: ৪ গ্রাম
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
উত্তর: ১৩/১৭
কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
উত্তর: ৫, ৬, ৭
ত্রিভুজ ABC এ AC2 = AB2+BC2 হলে ∆ABC=?
উত্তর: ৯০ ডিগ্রি
A+b = ১২, a-b = ২ হলে 2ab=?
উত্তর: ৭০
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
উত্তর: ৭৫
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৪ ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
উত্তর: ৮ বর্গফুট
কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে —
উত্তর: ৩৬

আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান সাজেশন

আসলে সাধারন জ্ঞানে যে সকল প্রশ্ন আসবে টা আগে থেকে বলা যায় না, তাই আপনাকে এই অংশে ভাল করার জন্য নিয়মিত সংবাদপত্র পড়ার অভ্যাস গড়ে তোলা এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদের সাথে তাল মিলিয়ে চলা গুরুত্বপূর্ণ। প্রার্থীদের অবশ্যই বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখার চর্চা করতে হবে এবং পরীক্ষার জন্য একটি নোট করতে হবে যে যে বিষয় গুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়, সে গুলো নোট করে রাখতে হবে।এসাধারণ জ্ঞানের জন্য পর্যাপ্তভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত অসংখ্য বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে?
উত্তরঃ ২০১২
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
উত্তরঃ পুণ্ড্র
জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ পালনের ঘোষণা দেয়?
উত্তর: ইউনেস্কো
ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখ?
উত্তরঃ ১২ ডিসেম্বর
‘উয়ারি বটেশ্বর’ কি?
উত্তরঃ প্রাচীন জনপদ
স্বাধীন বাংলাদেশ এর পতাকা কত তারিখ প্রথম উত্তোলন করা হয়?
উত্তর: ২ মার্চ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
উত্তর: ৪টি
WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা [সুইজারল্যান্ড]
যুক্তরাষ্ট্রকে ’স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় কোন দেশ?
উত্তর: ফ্রান্স
এশিয়া ও ইউরোপকে সংযোগকারী পৃথিবীর একমাত্র শহর কোনটি?
উত্তর: ইস্তাম্বুল
আধুনিক অলিম্পিকের প্রচলন হয় কোথায়?
উত্তর: গ্রীস
পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন মহাদেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: এশিয়া [কাতার ২০২২]
‘আলিবাবা’ কোন দেশ ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান?
উত্তর: চীন
‘TCP’ দিয়ে কোনটি বোঝানো হয়েছে?
উত্তরঃ প্রটোকল
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
উত্তরঃ ClipBoard

অর্থ মন্ত্রণালয়ের অধীনে কতটি বিভাগ রয়েছে এবং বিভাগগুলো কি কি।
উত্তরঃ অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪ টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হচ্ছেঃ ১. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ২. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ৩. অর্থ বিভাগ ৪. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
পূর্ণরূপ
ECNEC = Executive Committee of the National Economic Council
MICR = Magnetic ink character recognition
MTBF = Medium-Term Budgetary Framework
AIIB = Asian Infrastructure Investment Bank
ASEAN = Association of Southeast Asian Nations
অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
উত্তরঃ ১৯০৯ মার্কিন ডলার
একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা কবে শপথ গ্রহণ করে?
উত্তরঃ ৭ জানুয়ারি ২০১৯
বঙ্গবন্ধু কবে বাংলাদেশের সংবিধানে প্রথম স্বাক্ষর করেন?
উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭২
জতীয় জরুরি সেবা ৯৯৯ কবে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়?
উত্তরঃ ১২ ডিসেম্বর ২০১৭
জাতীয় পাবলিক সর্ভিস দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ২৩ জুলাই
বাংলাদেশের ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের আকার কত টাকা?
উত্তরঃ ৫২৩১৯০ কোটি টাকা
বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন?
উত্তরঃ মেজর জেমস রেনেল
OIC এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ৫৭
মুক্তিযুদ্ধকালীন ভারত, বাংলাদেশ যৌথবাহিনী কবে গঠন হয়?
উত্তরঃ ২১ নভেম্বর, ১৯৭১
ডিজিটাল নিরাপত্তা আইন কবে পাশ হয়?
উত্তরঃ ১৯ সেপ্টেম্বর ২০১৮
জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে বঙ্গবন্ধু প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন?
উত্তরঃ ২৯ তম অধিবেশনে
জাতীয় সংসদের প্রথম স্পীকার কে ছিলেন ?
উত্তরঃ শাহ আব্দুল হামিদ
রেডক্রস ও রেডক্রিসেন্টের সদস্য সংখ্যা কতটি?
উত্তরঃ ১৯০ 

আমারা প্রতিনিয়তই নতুন নতুন সাজেশন দিয়ে থাকি, কমন পেতে আমাদের সাইট ফলো করুন।

লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তরঃ শেরে বাংলা এ কে ফজলুল হক
পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে?
উত্তরঃ চাঁদপুর জেলায়
ইউনেস্কোর কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
উত্তরঃ৩১তম
ইরাটম কী?
উত্তরঃউন্নত জাতের ধান
দ্য গল কোন দেশের প্রাচীন নাম?
উত্তরঃ ফ্রান্স
Fair Fax কি?
উত্তরঃ গোয়েন্দা সংস্থা
সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
উত্তরঃ মিশর
আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয় তাহলে গতকাল কি বার দিন?
উত্তরঃশনিবার
বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?
উত্তরঃ লাইবেরিয়া
মীনা দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ২৪ সেপ্টেম্বর
আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ১৯১৯ সালে
ডেঙ্গু জ্বরের ফলে শরীরে – — রক্তের
উত্তরঃPlatelet (প্লাটিলেট) কমে যায়
মায়ের দুধে গরুর দুধের চাইতে কোন উপাদান বেশি থাকে?
উত্তরঃ মিনারেলস
সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তরঃ ৬টি
জাতীয় টিকা কর্মসূচি মোট কয়টি প্রতিষেধক টিকা দেয়া হয়?
উত্তরঃ৬ টি (ডিপথেরিয়া, হুপিংকফ, ধনুষ্টংকার, যক্ষ্মা, পোলিও এবং হাম)
একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
উত্তরঃ ২০৬
যশোর জেলার প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল
উত্তরঃ প্রশ্নে ভুল আছে (সঠিক উত্তর বঙ্গ )
রাখাইন প্রদেশের পূর্ব নাম কি ছিল?
উত্তরঃআরাকান
পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত?
উত্তরঃইস্তাম্বুল
বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ প্রশ্নে ভুল (মোনায়েম সরকার) । যদি বলতো বঙ্গবন্ধু ও বাংলাদেশ কার লেখা উত্তর হতো রফিকুজ্জামান হুমায়ুন।

আমারা প্রতিনিয়তই নতুন নতুন সাজেশন দিয়ে থাকি, কমন পেতে আমাদের সাইট ফলো করুন।

ই-মেইল কি? ই-মেইল কি কাজে ব্যবহার করা হয়?
উত্তরঃ  ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিস্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই-মেইল এর অন্যতম কাজ  হল দ্রুততম সময়ে ও কমখরচে তথ্য আদানপ্রদান করা যায় ৷
মনিটরের কাজ কি?
উত্তরঃ   মনিটর বা ডিসপ্লে হল কম্পিউটারের জন্য একটি ইলেকট্রনিক দৃষ্টি সহায়ক প্রদর্শক। মনিটর হল সেই সরঞ্জাম যাতে সিস্টেমে চলমান প্রক্রিয়া সরাসরি দেখা যায়।
৩ টি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম লিখুন
উত্তরঃ ৩ টি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম গুগল, ইয়াহু, বিং
৩ টি জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট এর নাম লিখুন
উত্তরঃ ফেসবুক, টুইটার ও ইউটিউব ৩ টি জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট এর নাম।
মাইক্রোসফট ওয়ার্ডে HEADER, WATER MARK BOLD,SPELLING AND GRAMMAR, PROGRAM POINTER কোন TOOL BAR হতে পাওয়া যায়–
উত্তরঃ মাইক্রোসফট ওয়ার্ডে HEADER, WATER MARK BOLD,SPELLING AND GRAMMAR, PROGRAM POINTERপাওয়া যায় Menu Bar হতে।
PDA কোন ধরনের কম্পিউটার?
উত্তরঃ পার্সোনাল ডিজিটাল অ্যাসিসটেন্ট (পি ডি এ) বা পার্সোনাল ডেটা অ্যাসিসটেন্ট কম্পিউটার। এটি প্রায় সাইন্টিফিক ক্যালকুলেটর আকৃতির বহনযোগ্য ছোট ইলেকট্রনিক নোটবুক, যেখানে ডাইরির মত সব ধরনের তথ্য রাখা যায়। মোবাইল ফোনের ব্যাপক প্রসারের আগে প্রযুক্তি নির্ভরেরা এটি প্রচুর ব্যবহার করতেন। বর্তমানে পি ডি এ হল স্মার্ট ফোন। বর্তমানে পি ডি এ তে মানচিত্র, মেইল পড়া, ব্রাউজিং ইত্যাদি করা যায়। আবার কিছু কিছু পি ডি এ গুলোতে গেম খেলা যায়।
১ ন্যানাে সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ?
উত্তরঃ ১ ন্যানাে সেকেন্ড হল এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ।
মাইক্রোপ্রসেসরের কাজ কী?
উত্তরঃ  মাইক্রোপ্রসেসরের প্রধান কাজগুলো নিম্নরূপঃ ক. কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা । খ. গাণিতিক যুক্তির কাজ করা । গ. গাণিতিক যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সঙ্গে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা । ঘ. ইনপুট ও আউটপুট অংশগুলোর সঙ্গে কাজের সমন্বয় বিধান করা ।
ইন্টেল কোন দেশের কোম্পানি?
উত্তরঃ  ইন্টেল কর্পোরেশন একটি আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি এবং আয়ের উপর নির্ভর করে এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন

বিগত বছরে আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার প্রশ্ন দ্বারা আপনি একটি সাধারন ধারণা নিতে পারেবন, যে কেমন প্রশ্ন আসতে পারে।এ পর্যায় আপনাদের সাথে আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার বিগত প্রশ্ন গুলো শেয়ার করা হবে।

আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩

পরিশেষ

আজকের পোস্টে আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩ শেয়ার করা হয়েছে।পরীক্ষার আগে আগে আরও সাজেশন অ্যাড করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top