পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩।প্রশ্ন ও সমাধান।এক্সাম প্রস্তুতি কৌশল ২০২৩

পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩:পূবালী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.pubalibangla.com-এ ২৪ মে, ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে। পূবালী ব্যাংকের এই নিয়োগে মোট তিনটি ভিন্ন পদের জন্য মোট ৬৬০ জনকে নিয়োগ দেওয়া হবে।যারা পূবালী ব্যাংক নিয়োগের জন্য আবেদন করবেন তাদের ভালো মার্কস আনার জন্য ভালো ভাবে পরীক্ষার পস্তুতি নিতে হবে।আজকে আমারা আপনাদের সাথে পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩ শেয়ার করব।যা আপনার অনেক উপকারে আসবে।

আমাদের ওয়েবসাইটে পূবালী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, ইতিপূর্বে দেয়া হয়েছে।আপনি যদি পূবালী ব্যাংক লিমিটেড নিয়োগের জন্য আবেদন করতে চান পোস্টটি পড়ে আবেদন করতে পারেন।বেশি কথা বাড়াবো না, তো চলুন পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩ ।

পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩

সুপার সাজেশন পূবালী ব্যাংকে নিয়োগ পরীক্ষার ২০২৩, পূবালী ব্যাংক লিমিটেড এ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩,পূবালী ব্যাংক এক্সাম প্রস্তুতি কৌশল ২০২৩,পূবালী ব্যাংকে নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩

লিখিত পরীক্ষাতে ভালো করতে আপনাকে পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩ আপনাকে অনেক উপকার করবে।আলাদা আলাদা পদের পরীক্ষার জন্য আলাদা আলাদা প্রশ্ন হবে।আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদের জন্য আলাদা ভাবে পস্তুতি নিবেন, তবে আমি মনে করি আপনি সকল বিষয় ভালো ভাবে প্রস্তুতি নিবেন।

বিগত বছরের প্রশ্ন অনুসরণ করলে আপনি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। পাশা পাশি একটি ধারণা চলে আসবে।

১০০% কমন পেতে পরিক্ষার আগে আগে আমাদের সাইট ভিসিট করুন

অল্পপ্রাণ’ যে সমাসের উদাহরণ?
উত্তর: বহুব্রীহি [অল্প প্রাণ যার]
বাংলা লোকসাহিত্য সংশ্লিষ্ট ‘আলকাপ’ হলো এক প্রকার?
উত্তর: পালাগান
নিচের যে বাগধারাটি অপর তিনটি থেকে বিসদৃশ?
উত্তর: কলম পেষা [কেরানীগিরি]
সৈয়দ ওয়ালীউল্লাহ্-র ইংরেজি ভাষায় লিখিত একটি রচনা হলো?
উত্তর: How to cook beans
“তখন রতন ধুলায় পড়িয়া তাঁহার পা জড়াইয়া কহিল, ‘দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্যে কাউকে কিছু ভাবতে হবে না’ বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়ে গেল।” -উদ্ধৃতিতে অনুপস্থিত সেমকোলন ও ড্যাসের সংখ্যা যথাক্রমে-
উত্তর: ১টিঃ ১টি
যে রচনাটির সঙ্গে রোকেয়ার সাহিত্যকর্মের সম্পর্ক নেই?
উত্তর: লুৎফুউন্নেসা [লুৎফুউন্নেসা সিরাজ-উদ-দৌলার স্ত্রী ছিলেন]
‘সন্তরণ’ শব্দের প্রমিত উচ্চারণ হলো?
উত্তর: সন্তরন্
নিচের যে বানানটি অশুদ্ধ-
উত্তর: ভূমিধ্বস
মানবদেহের যে প্রত্যঙ্গ ঘোষতা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে-
উত্তর: স্বরতন্ত্রী
‘বসুন্ধরা’ শব্দের সমার্থক শব্দযুগল-
উত্তর: বসুমতী, অনন্তা
বিদেশি উৎস থেকে আগত অব্যয় শব্দ হলো?
উত্তর: খুব
‘নাতিশীতোষ্ণমণ্ডল’ শব্দে মোট অক্ষরের সংখ্যা-
উত্তর: ৭টি
‘Amellorate’ -এর বাংলা পরিভাষা হলো-
উত্তর: উৎকর্ষ সাধন
কবি শাহ মুহম্মদ সগীরের ‘শাহ’ উপাধি থেকে অনুমান করা যায় যে, —-
উত্তর: সুলতানী আমলের কবি
তুলনা বোঝাতে নিচের যে বাক্যে ‘না’ ব্যবহৃত হয়েছে-
উত্তর: ছেলে তো না, একটা বিচ্ছু!
নিচের যে বাক্যটিতে ভাষার অপপ্রয়োগ ঘটেনি-
উত্তর: আজ তার পঞ্চাশতম জন্মবার্ষিক।
নয়ন শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?  
উত্তরঃ √নী+অনট [ √ চিহ্ন ক অপশনে না থাকলেও উত্তর ক মানে নী+অনট হবে। 
অনুধাবন সমস্তপদটির ‘অনু’ পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? 
উত্তরঃ পশ্চাৎ
ভাবাধিকরণে সবসময়  কোন বিভক্তি যুক্ত হয়? 
উত্তরঃ ৭মী (সপ্তমী বিভক্তি) 
নিচের কোনগুলো পরাশ্রয়ী বর্ণ? 
উত্তরঃ  ং, : 
নিচের কোন বানানটি সঠিক?  
উত্তরঃ জিগীষা [জিগীষা অর্থ  জয়ের ইচ্ছা] 
বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার? 
উত্তরঃ ৩ প্রকার [কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা, কর্ম-কর্তৃবাচ্যের কর্তা] 
‘টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছে’- এ বাক্যে ‘মুখ’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? 
উত্তরঃ সন্মান 
কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়? 
উত্তরঃ শ্বশান [সঠিক শশ্মান]  
‘চকোলেট’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? 
উত্তরঃ মেক্সিকান
‘সুতি কাপড় অনেক দিন টিকে’ কোন বাচ্য? 
উত্তরঃ কর্মকর্তৃবাচ্য
‘এদেশের বুকে আঠারো আসুক নেমে’। – কোন বৈশিষ্টের কারণে কবি আঠারো প্রত্যাশা করেছেন? 
উত্তরঃ i, ii, iii, iv 
সনেটের বৈশিষ্ট্য- 
উত্তরঃ i, ii [চৌদ্দ চরণ বিশিষ্ট, প্রতি চরণে চৌদ্দ মাত্রা] 
“মিছা মণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নাই আর”। -এই কবিতাংশের ভাব নিচের কোন কবিতায় প্রকট হয়ে ধরা দিয়েছে?  
উত্তরঃ কপোতাক্ষ নদ 
“আমরা আলোচনা করে ঠিক করেছি, যাই হোক না কেন, আমরা অনশণ ভাঙব না। যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে।” উক্তিগুলো কার রচিত?  
উত্তরঃ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্রহ্মপুত্র শব্দে ‘হ্ম’ যুক্তবর্ণের কোন কোন বর্ণ রয়েছে?  
উত্তরঃ  হ, ম 
‘ক’ বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি? 
উত্তরঃ জিহবামূল
কোনটি ‘পরপদ’  প্রধান সমাস? 
উত্তরঃ কর্মধারয়  
‘লাজুক’ কোন ধরনের শব্দ? 
উত্তরঃ যৌগিক
‘শশাঙ্ক’ এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চাঁদ 
‘আশীবিষ’ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
উত্তরঃ  ব্যাধিকরণ বহুব্রীহি [পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। এখানে আশী (সাপ) ও বিষ উভয় বিশেষ্য।]
শিউলিমালা লিখেছেন-
উত্তরঃকাজী নজরুল
না পড়ে পন্ডিত” অর্থ-
উত্তরঃডিগ্রী বিহীন পন্ডিত
শব্দের বাংলা পরিভাষা-
উত্তরঃআনুতোষিক
নিচের কোন বানানটি শুদ্ধ-
উত্তরঃত্রুটি
দিবারাত্রির কাব্য একটি-
উত্তরঃউপন্যাস
জলের রেখা, খলে এর বিপরীত –
উত্তরঃঅর্থ- ক্ষণস্থায়ী
নিচের কোন বিপরীত শব্দ জোর অশুদ্ধ-
উত্তরঃআবাশ্যিক- আংশিক
কড়চা কি-
উত্তরঃশ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ
বিষাদ সিন্ধু কোন সমাস-
উত্তরঃরূপক কর্মধারয়
যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান-
উত্তরঃঅন্নদাশঙ্কর রায়
নিচের কোনটি কন্যা শব্দের সমার্থক-
উত্তরঃআত্মজা
গায়ে পড়া শব্দটির বাগধারা-
উত্তরঃঅযাচিত
নিচের কোনটি তৎসম শব্দ-
উত্তরঃবঙ্কিম
ঐহিক শব্দের বিপরীত শব্দ-
উত্তরঃপারত্রিক
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ-
উত্তরঃবিধবা
ডানায় ভর দিয়ে চলা অর্থ-
উত্তরঃশূন্যেলোকে ভাসা
মানিন শব্দের স্ত্রীবাচক শব্দ-
উত্তরঃমানিনী
কোন পুরুষবাচক- নারী বাচক শব্দ জট অশুদ্ধ-
উত্তরঃভাই- বোনাই
উপাচার্য শব্দটি কোন উপসর্গ-
উত্তরঃসংস্কৃত বা তাৎসম
উজানের কৈ “ বাগধারার অর্থ-
উত্তরঃসহজলভ্য
নিচের কোন বিপরীত শব্দযুগল শুদ্ধ নয়-
উত্তরঃউত্তম- মধ্যম
ভাষার মৌলিক অংশ নয় কোনটি-
উত্তরঃছন্দ
উৎকর্ষ শব্দটির বিপরীত শব্দ কোনটি-
উত্তরঃঅপকর্ষ
নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ-
উত্তরঃইতিহাস
মনীষা শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি-
উত্তরঃমোনিশা

১০০% কমন পেতে পরিক্ষার আগে আগে আমাদের সাইট ভিসিট করুন

Banking sector comes under which of the following sectors?

a) industrial sector b) Agriculture sector c) Service sector d) Manufacturing sector
Answers. D
The availability of cash and other cash like marketable instruments that are useful in purchases and investments are commonly known as:
a) Liquidity
b) Cash crunch
c) Credit
d) Marketability
Answers. A
When It comes to providing locker facility to the customer of any bank, the relationship between the customer and banker is that of:
a) Lessee and lessor
b) Debtor and creditor
c) Bailor and bailee
d) Agent and principal
Answers. B
Providing banking services to a customer without his entrance inside the bank’s branch is called as:
a) relationship banking
b) Virtual banking
c) universal banking
d) mobile banking
Answers. D
Mortgage relates to which type of loan among the following?
a) Cold loan
b) Educational loan
c) Car loan
d) Housing loan
Answers. D

Choose the correct preposition (35 – 36)


35. He felt bad_no reason at all.
a) of
b)on
c) for
d)10
Answers. For
36. The train of Ra|shahl departed_the platform.
a) from
b) with
c) at
d) on
Answers. from

Fill In the blanks (37-38)

37. Leap years,_——have 366 days, contain an extra day in February.
a) that
b)when
c) where
d) which
Answers. which
38. Nazrul,_——Is our national poet, was also a soldier.
a) who
b) whom
c) he
d) what
Answers. who
39.It is exactly 5 P. M. __ my watch .
a)in
b)at
c)by
d)on
Answer. by
40.The bank cashier’s __ of the fund was not discovered until the auditors examined the accounts.
a)extradition
b)patronage
c)verification
d)embezzlement
Answers. embezzlement
Meaning of “Sidre” is –
a)Flood
b)Cyclone
c)Eye
d)Mouth
Answers. Eye

১০০% কমন পেতে পরিক্ষার আগে আগে আমাদের সাইট ভিসিট করুন

The passive voice of ‘Who is John inviting?
A. Who is being invited by John?
B. Who is invites by John?
C. Whom is invites by John?
D. Whom is invites by John?
Answers: A
Choose the similar word Sitar : Guitar : Tanpura
A. Trumper
B. Violin
C. Harmonium
D. Mridanga
Answers: B
‘Like a sitting duck’ meAnswers –
A. vulnerable
B. lazy
C. beauty
D. lovely
Answers: A
Synonym of ‘stentorian’ is –
A. violent
B. misbegotten
C. stealthy
D. loud
Answers: D
Antonym of approbate’ is
A. ingratitude
B. condemn
C. dissatisfaction
D. master
Answers: B
to: too :: loot :
A. two
B. steal
C. toot
D. lute
Answers: D
Whole : :: hole : pit
A. pittance
B. whale
C. donut
D. sum
Answers: D
gall : vex :: hex :
A. fix
B. jinx
C. index
D. vixen
Answers: B
Melissa is four times as old as Jim. Pat is 5 years older than Melissa. If Jim is y years old, how old is Pat?
A. 4y+5
B. 5y+4
C. 4-5y
D. y+5
Answers: A
The temperature in a city was 20° Celsius. What is the equivalent of this temperature in degrees Fahrenheit?
A. 4°
B. 43.1°
C. 68°
D. 132°
Answers: C
The average (arithmetic mean) of x and y is 20. If z=5, what is the average of x, y and z?
A. 15
B. 12.5
C. 10
D. 25/3
Answers: A
The sum of two integers is 36, and the difference is 6. What is the smaller of the two numbers?
A. 21
B. 15
C. 16
D. 18
Answers: B
The angle measure of the base angles of isosceles triangle are represented by x and the vertex angle is 3x +10. Find the measure of base angle
A. 112°
B. 42.50
C. 34°
D. 16°
Answers: C
Wendy has 5 pairs of pants and 8 shirts. How many different combinations can she make with these items?
A. 13
B. 24
C. 40
D. 21
Answers: C
Max goes to the gym every fourth day. Ellen’s exercise routine is to goevery third day. Today is Monday and both Max and Ellen are at the gym. What will the day of the week be the next time they are both at the gym?
A. Sunday
B. Wednesday
C. Friday
D. Saturday
Answers: D
The width of a rectangle is 20 cm. The diagonal is 8cm more than the length. Find the length of the rectangle.
A. 20
B. 23
C. 22
D. 21
Answers: D
Find the next number in the following pattern: 320, 160, 80, 40, ……….
A. 35
B. 30
C. 10
D. 20
Answers: D
Which of the following terms does not describe the number 9?
A. prime
B. integer
C. real number
D. whole number
Answers: A
A bus picks up a group of tourists at a hotel. The sightseeing bus travels 2 blocks north, 2 blocks east, 1 block south, 2 blocks east and 1 block south. Where is the bus in relation to the hotel?
A. 2 blocks north
B. 1 block west
C. 3 blocks south
D. 4 blocks east
Answers: D
Two planes leave the airport at the same time. Minutes later, plane A is 70 miles due north of the airport and plane B is 168 miles due east of the airport. How far apart are the two airplanes?
A. 182 miles
B. 119 miles
C. 163.8 miles
D. 238 miles
Answers: A
Which is the correct spelling?
A. laison
B. leason
C. liaison
D. liason
Answers: C
The seventh grader towered over the other players on his basketball team.
A. gangling
B. studious
C. mimetic
D. abject
Answers: A
The deer stuck close to its mother when venturing out into the open field.
A. starling
B. yearling
C. begrudging
D. hatchling
Answers: B
The rebel spies were charged with and put on trial.
A. sedition
B. attrition
C. interaction
D. reiteration
Answers: A
What is the past participle of dive?
A. dove
B. diven
C. dive
D. dived
Answers: D
What is the feminine of ‘Ram’?
A. Ewe
B. Limb
C. Lob
D. Lumber
Answers: A
Synonym of louche is
A. gauche
B. fine
C. brilliant
D. indecent
Answers: D
The plural form of ‘deer is
A. deer
B. dore
C. deeres
D. door
Answers: A
A group of bears is called
A. Pod
B. Herd
C. Shrewdness
D. Sleuth
Answers: D
Antonym of ‘demur’ is
A. embrace
B. crude
C. boisterous
D. falter
Answers: A
A group of bats is called
A. Pace
B. Gang
C. Flock
D. Colony
Answers: D
Which is the correct spelling?
A. minniscule
B. minascule
C. minnascule
D. minuscule
Answers: D

ইংরেজি অংশের সমাধানঃ

সাধারণ জ্ঞান ও আইসিটি অংশের সমাধানঃ

Technology used to provide internet by transmitting data over wires of the telephone network is?
উত্তরঃ DSL [Digital Subscriber Line (DSL) ]
‘INI’ extension refers usually to what kind of file?
উত্তরঃ System file
What function key does F3 stand for in most computers?
উত্তরঃ Find
User developed instructions for Excel are called?
উত্তরঃ Macros
Chips are made up of millions of tiny parts/ switches known as?
উত্তরঃ Transistors
The ASCII code of ‘C’ is?
উত্তরঃ 67
Which key can be used to display the save-as box in MS word?
উত্তরঃ F12
Which of the following is not an internet search engine?
উত্তরঃ Windows [Windows is an operating system]
Firmware is held in? 
উত্তরঃ ROM
Which one of the following is an extension of the Video file format in computer?
উত্তরঃ mpg [MPEG]
What  is the capital of Estonia?  
উত্তরঃ Tallinn
Which of the following is not a central bank?
উত্তরঃ State Bank of India
Broadcasting rights of BCB for the next 2 years is given to?
উত্তরঃ Ban Tech [May 18, 2021, to October 5, 2023]
Which country has introduced a new currency with six fewer zeros recently?
উত্তরঃ Venezuela [Venezuela on October 1, 2021, introduced a new currency with six fewer zeros]
Manat is the currency of which country?
উত্তরঃ Azerbaijan
Mexico is a member of which of the following regional agreement?
উত্তরঃ NAFTA [North American Free Trade Agreement]
Which African country first recognized Bangladesh after the liberation war?  
উত্তরঃ Senegal [1 February 1972]
 Suez Canal is owned by which country?
উত্তরঃ Egypt [মিশর]
Which of the following is not a function of the central bank of Bangladesh?  
উত্তরঃ Formulating fiscal policy
Who won the Nobel Prize 2021 in Economics?
উত্তরঃ David Card [Nobel Prize 2021 in Economics won by David Card, Joshua Angrist and Guido Imbens]
Which of the following organization is responsible for certifying quality standards of goods produced in Bangladesh?
উত্তরঃ BSTI [BSTI = Bangladesh Standards & Testing Institution]
What does GSP stand for?
উত্তরঃ Generalized System of Preferences
 Where will the next FIFA World Cup take place?
উত্তরঃ Qatar [2022]
How many European Union member countries have adopted Euro as their official currency?
উত্তরঃ 19
According to the latest BBS data, the per capita income of Bangladesh is?
উত্তরঃ 2554
Who is the current foreign minister of Germany?
উত্তরঃ Heiko Maas
Government of a country usually gives which of the following incentive to promote the agriculture sector of a country?
উত্তরঃ subsidy
What is the size of the national budget of Bangladesh for the FY 2021-2022?
উত্তরঃ Tk 603,681 crore
Which of the following stock markets is located at the New York City?
উত্তরঃ NASDAQ
Value Added Tax (VAT) is an example of what type of tax?
উত্তরঃ Indirect Tax
I could hardly ___ the ship in the distance.
উত্তর: make out
Excuses do not work. You should try and cut ____ it.
উত্তর: back on
Weather report: “It’s seven o’clock in Dhaka and ___.
উত্তর: it’s raining
Shubho ____ a fortune when his great uncle passed on.
উত্তর: came into
Which of the following is not a literary device used for aesthetic effect in poetry?
উত্তর: Grammar
Find out the rightly spelled word.
উত্তর: Embarrassment
Find the best linking word to join: a) ‘You are celebrating the birthday.’ b) ‘Your friend is dead serious.’ উত্তর: whereas
Change into Indirect speech: “I’ll have a cup of tea,” my father, “because I’m not hungry.”-
উত্তর: My father said that he would have a cup of tea because he was not hungry.
‘Free market’ is an example of-
উত্তর: Irony
‘I am one who loved not wisely but too well’ is a quotation from?
উত্তর: William Shakespeare
Select the right form of the verb: “A canophilist went to kataban and found dogs ____(keep) in cages for sale.”
উত্তর: had been kept
The word related to “play on words” is-
উত্তর: pun
Which of the following techniques was NOT used in the Renaissance-art?
উত্তর: Abstraction
Select the best sentence with the appropriate use of the Idiom: “Get off the ground”.
উত্তর: Bangladesh Bank helps the established banks get off the ground.
Which phrase indicates the interior flow of thought employed in high-modern literature?
উত্তর: Stream of consciousness
The sentence which is not expressing any passive sense:
উত্তর: They Made me do it.

Q-1■.A sum of money becomes eight times in 3 years, if the rate is compounded annually. In how much time will the same amount at the same compound rate become sixteen times? ———-

Let , Capital be Tk 1 .
Now , P : (P+I) = 1 : 8 = 1 : 2^3
P : (P+I) = 1 : 16 = 1 : 2^4
So , In 4 years it will be 16 Times (Ans)
Q-2■M =7-4√3 হলে √M+1/√M=? —————-
Here , m = 7-4√3
So , 1/m = 7+4√3 [ By Subtraction & Addition]
ie , m + 1/m = 14 —(1)
Now ,
(√M+1/√M)^2 = m + 1/m + 2 = 14+2 = 16
=> √M+1/√M = 4 (Ans)
Q-3■In a cricket match, Team A scored 232 runs without losing a wicket. The score consisted of byes, wides and runs scored by two opening batsmen: Ram and Shyam. The runs scored by the two batsmen are 26 times wides. There are 8 more byes than wides. If the ratio of the runs scored by Ram and Shyam is 6:7, then the runs scored by Ram is ——————–
Let , Byes = X , Wides = Y & Run = Z
Run (Z) = 26Y
Byes (X) = Y+8
Now , 26Y + Y + Y+8 = 232
=> 28Y = 224
=> Y = 8
Run = 26×8 = 208
So , Run scored by Ram = 208×6/13 = 96 (Ans).
Q-4■Q.After travelling 108 km, a cyclist observed that he would have required 3 hours less if he could have traveled at a speed 3 km/hr more. At what speed did he travel? ————- Let , His speed be X km/hr
New , Speed = (X+3)km/hr
A/Q ,
108/X+3 – 108/X = 3
=>3X^2 + 9X- 324 = 0
=> X^2 + 3X – 108 = 0
=> (X+12)(X-9) = 0
=> X = 9
So , Speed 9 km/hr (Ans).
Q-5■A hall is 15m long and 12m broad. If the sum of the areas of the floor and the ceiling is equal to the sum of the areas of the 4 walls, what is the volume of the hall? ———–
Let , Length = L , Broad = B & Height = H
A/Q ,
Area of Hall + Area of ceilling = Area of four walls
=> LB + LB = 2 (L+B) H
=> 15×12 + 15×12 = 2 (15+12) H
=> 360 = 2×27×H
=> H = 360/54 = 20/3
So , Volume of the hall = LBH = 15 × 12 × 20/3 = 1200 m^2 (Ans)
Q-6■Two candles of the same length are made of different materials so that one burns out completely at a uniform rate in 3 hours and the other in 4 hours. At what time should the candles be lit so that at 4 PM, one stub is twice the length of the other? ————-
Let , Height = 12 inches (LCM of 3&4)
and X the number of hours it takes the first candle, to be twice the height of the second candle.
A/Q ,
12 – 3X = 2(12 – 4X)
=> 12 – 3X = 24 – 8X
=> 5X = 12
=> X = 12/5 = 2.4 hours or 2 h 24 m
Time = 4-2h 24 m at 1.36 pm (Ans)
Q-7■Q.A group of students has hired a bus for tk 3000 for going to a picnic.They understanding that each participant would share the charge in equal amounts. But because of 10 Students not turning up, the charged per student increased by tk 10 over the initial estimates. what was the number of students who originally registered for the picnic? ————
Let , X student registered for the picnic .
So , Cost per head = 3000/X
Because of 10 students turning up , new cost = 3000/X-10
A/Q,
3000/X-10 – 3000/X = 10
=> X^2 – 10X – 3000 = 0
=> X^2 – 60X + 50X – 3000 = 0
=> (X-60)(X+50) = 0
=> X = 60
So , Registered for the picnic 60 students (Ans)

১০০% কমন পেতে পরিক্ষার আগে আগে আমাদের সাইট ভিসিট করুন।নতুন নতুন সাজেশন খুব তাড়াতাড়ি অ্যাড করা হবে ।

গণিত অংশ সমাধানঃ
The interior angles of a polygon are in AP. The smallest angle is 120º and the common difference is 5º. Find the number of sides of the polygon.
উত্তর: 9
A school has only e dasses having 20, 30 and 40 students respectively. The percentages of students passed are 30%, 50% and 60% respectively. Find the percentage of passed students of the entire school.
উত্তর: 50
Find the least five-digit number which can be divided by 8, 12, 16 and 20 leaving remainders 1, 5, 9 and 13 respectively.
উত্তর: 10073
A frog is sitting on vertex A of a square ABCD. It starts jumping to the immediately adjacent vertex on either side in random fashion and stops when it reaches point C. In how many ways can it reach point C if it makes exactly 7 jumps?
উত্তর: 0
The sum of four consecutive even integers is 60. What is the value of the largest number?
উত্তর: 18
The numbers 11, 12, 14, x – 2, x + 4, x + 9, 32, 38, 47 are arranged in ascending order and the median is 24; find x.
উত্তর: 25 (সঠিক উত্তর দেওয়া নাই)
28 is divided into two parts such that 6 times the first part added to 4 times the second part makes 152. The first part is-
উত্তর: 20
The denominator of a fraction is 5 more than the numerator. If the numerator, as well as the denominator, is increased by 3, the fraction becomes 5/9. The original fraction is-
উত্তর: প্রশ্নটি অসঙ্গতিপূর্ণ [Data insufficient]
Two baskets together have 640 oranges. If one-fifth of the oranges in the first basket be taken to the second basket then, numbers of oranges is both baskets become equal. The number of oranges in the first basket is-
উত্তর: 400
What is the arithmetic mean of the first 100 natural numbers?
উত্তর: 50.5
The value of p for which equation x² + (p – 3)x + p = 0 has real and equal roots is-
উত্তর: 9
3log102 +log105 =?
উত্তর: log10 (40)
If four fair coins are flipped, what is the probability that they all will come up heads?
উত্তর: 11/16
If the ratio of principal and yearly amount be in the ratio 25: 28, then the yearly rate of interest is-
উত্তর: 12%
What are the greatest possible area of a triangle with one side of length 7 and another side of length 10?
উত্তর: 35
ifx/2 what is the maximum value of cos (x/3)?
উত্তর: 1
A sport club has 50 members of these, 35 play golf, 30 play soccer and 18 play both golf and soccer. How many members do play neither golf nor soccer?
উত্তর: 3
If cot (x – 300) = 1/3, sin x = ?
উত্তর: 1
If cos²– sin²= x, then 1 + cos⁴– sin⁴= ?
উত্তর: X+1
Given the equations below, what is the value of mn? 2(m+n)+ m = 9; 3m – 3n = 24
উত্তর: -15
The height of a cylinder is four times the radius of the cylinder. If the volume of the cylinder is 256cm², what is the radius of the cylinder?
উত্তর: 4 cm
A sum of money placed at compound interest doubles itself in 4 years. In how many years will it amount to 8 times itself?
উত্তর: 12 Years
If a principal P becomes Q in 2 years when interest R% is compounded half-yearly. And if the same principal P becomes Q in 2 years when interest S% is compound annually, then which of the following is true.
উত্তর: R<S
If f(x) = 2x – I and g(x) = x2, what is the value of fg(-3)?
উত্তর: 17
If angle B of isosceles triangle ABC is a right angle, what is the tangent of angle A?
উত্তর: 1
If the total surface area of the hemisphere be 36sq. cm, then its radius is
উত্তর: 2
If a = 2+1and b=2-1, then the value of 1a+a+ab+1is-
উত্তর: 1
The city library donated some books to a class. If each student takes 4 books, there will be 20 books left. If 3 students do not take a book and the rest of the students take 5 books each, there will be no books left. How many books were donated to the class?
উত্তর: 160

১০০% কমন পেতে পরিক্ষার আগে আগে আমাদের সাইট ভিসিট করুন।নতুন নতুন সাজেশন খুব তাড়াতাড়ি অ্যাড করা হবে ।

পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার বিগত প্রশ্ন

বিগত বছরে পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন দ্বারা আপনি একটি সাধারন ধারণা নিতে পারেবন, যে কেমন প্রশ্ন আসতে পারে।এ পর্যায় আপনাদের সাথে পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার বিগত প্রশ্ন গুলো শেয়ার করা হবে।

পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩
পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩
পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩
পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩

পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩
পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩
পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩

পরিশেষ

আজকের পোস্টে পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩ শেয়ার করা হয়েছে।পরীক্ষার আগে আগে আরও সাজেশন অ্যাড করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top