পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ।পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ।পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর – পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে যা অফিসিয়াল ওয়েবসাইট www.pallisanchaybank.gov.bd এ পাওয়া যাবে। বিজ্ঞপ্তিটি ১২ ই জুন, ২০২৩ এ প্রকাশিত হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংক দুটি ভিন্ন পদের জন্য মোট ৫৬৪ জনকে নিয়োগের পরিকল্পনা করছে। আমার বাড়ি আমার খামার প্রকল্প সার্কুলার ২০২৩ এর অংশ হিসাবে নিয়োগটি পরিচালিত হচ্ছে।

এই পদগুলির জন্য আবেদন করতে আগ্রহী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীই অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারেন। অনলাইন আবেদন প্রক্রিয়াটি ২০ জুন, ২০২৩ তারিখে শুরু হবে৷

আপনি বাংলাদেশ ব্যাংক সহ সকল নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান Allupdatebd.com পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটি ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান প্রদান করে। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংক সম্পর্কিত বিভিন্ন সংবাদের আপডেটও প্রদান করে। ভবিষ্যতের রেফারেন্সের জন্য ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন।

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ।পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

প্রতিবছর পল্লী সঞ্চয় ব্যাংক বিভিন্ন পদের জন্য লোক নিয়োগ করে থাকে।আপনি যদি চাকরি খুজে থাকেন তাহলে পল্লী সঞ্চয় ব্যাংক আপনার জন্য অন্যতম একটি মাধ্যম হতে পারে।আমরা আপনাদের সুবিধার জন্য আজকে পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন আপনাদের সাথে শেয়ার করব।আশা করি আজকের শেয়ার করা সাজেশন আপনাদের অনেক উপকারে আসবে।পল্লী সঞ্চয় ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া সাধারণত চারটা ধাপে শেষ করা হয়।

  • প্রিলি পরীক্ষা/বাছাই পরীক্ষা।
  • রিটেন বা লিখিত পরীক্ষা।
  • ভাইভা পরীক্ষা।
  • চূড়ান্ত রেজাল্ট প্রকাশ।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত পল্লী সঞ্চয় ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদের লিখিত পরীক্ষা সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। এই নিয়োগ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং আন্তর্জাতিক বিষয়ে ২০০ নম্বরের প্রশ্ন থাকে। যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন, পরীক্ষা দেয়ার পর অনলাইনে সার্চ করে থাকে। আমরা লিখিত পরীক্ষার প্রশ্নগুলির সঠিক সমাধান প্রদান করি, যা আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন।

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার বাংলা সাজেশন

বিগত সালে পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার যেমন প্রশ্ন ছিল, এই বারও তেমনি হবে তা বলা সম্ভব নয়।কারন তারা তাদের প্রশ্নের প্যানেল পরিবর্তন করে।তবে যে যে বিষয় গুলো থাকবে, তা আপনাদের সাথে শেয়ার করব।যা আপনাদের জন্য অনেক উপকারে আসবে।পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার বাংলা সাজেশনের কথা বলতে গেলে বিশেষ করে গ্রামার সাইট টা ভালো করে পড়তে হবে।পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার জন্য আলাদা কোন বই কেনার দরকার নেই।কারন আপনি যদি ভালভাবে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণীর বই ভালো ভাবে পড়ে তাহলে আপনি সহজে এই পরীক্ষা তে ভাল করতে পারবেন।তারপর আমারা আপনাদের জন্য কিছু প্রশ্ন শেয়ার করব যা আপানদের অনেক উপকারে আসবে।

অনেকে মনে করে যে MCQ পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষায় আসবে না, কিন্তু আমি বলব আপনার জানা থাকলে তো ক্ষতি নেই।

নয়ন শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?  
উত্তরঃ √নী+অনট [ √ চিহ্ন ক অপশনে না থাকলেও উত্তর ক মানে নী+অনট হবে। 
অনুধাবন সমস্তপদটির ‘অনু’ পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? 
উত্তরঃ পশ্চাৎ
ভাবাধিকরণে সবসময়  কোন বিভক্তি যুক্ত হয়? 
উত্তরঃ ৭মী (সপ্তমী বিভক্তি) 
নিচের কোনগুলো পরাশ্রয়ী বর্ণ? 
উত্তরঃ  ং, : 
নিচের কোন বানানটি সঠিক?  
উত্তরঃ জিগীষা [জিগীষা অর্থ  জয়ের ইচ্ছা] 
বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার? 
উত্তরঃ ৩ প্রকার [কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা, কর্ম-কর্তৃবাচ্যের কর্তা] 
‘টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছে’- এ বাক্যে ‘মুখ’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? 
উত্তরঃ সন্মান 
কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়? 
উত্তরঃ শ্বশান [সঠিক শশ্মান]  
‘চকোলেট’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? 
উত্তরঃ মেক্সিকান
‘সুতি কাপড় অনেক দিন টিকে’ কোন বাচ্য? 
উত্তরঃ কর্মকর্তৃবাচ্য
‘এদেশের বুকে আঠারো আসুক নেমে’। – কোন বৈশিষ্টের কারণে কবি আঠারো প্রত্যাশা করেছেন? 
উত্তরঃ i, ii, iii, iv 
সনেটের বৈশিষ্ট্য- 
উত্তরঃ i, ii [চৌদ্দ চরণ বিশিষ্ট, প্রতি চরণে চৌদ্দ মাত্রা] 
“মিছা মণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নাই আর”। -এই কবিতাংশের ভাব নিচের কোন কবিতায় প্রকট হয়ে ধরা দিয়েছে?  
উত্তরঃ কপোতাক্ষ নদ 
“আমরা আলোচনা করে ঠিক করেছি, যাই হোক না কেন, আমরা অনশণ ভাঙব না। যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে।” উক্তিগুলো কার রচিত?  
উত্তরঃ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্রহ্মপুত্র শব্দে ‘হ্ম’ যুক্তবর্ণের কোন কোন বর্ণ রয়েছে?  
উত্তরঃ  হ, ম 
‘ক’ বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি? 
উত্তরঃ জিহবামূল
কোনটি ‘পরপদ’  প্রধান সমাস? 
উত্তরঃ কর্মধারয়  
‘লাজুক’ কোন ধরনের শব্দ? 
উত্তরঃ যৌগিক
‘শশাঙ্ক’ এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চাঁদ 
‘আশীবিষ’ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
উত্তরঃ  ব্যাধিকরণ বহুব্রীহি [পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। এখানে আশী (সাপ) ও বিষ উভয় বিশেষ্য।]
শিউলিমালা লিখেছেন-
উত্তরঃকাজী নজরুল
না পড়ে পন্ডিত” অর্থ-
উত্তরঃডিগ্রী বিহীন পন্ডিত
শব্দের বাংলা পরিভাষা-
উত্তরঃআনুতোষিক
নিচের কোন বানানটি শুদ্ধ-
উত্তরঃত্রুটি
দিবারাত্রির কাব্য একটি-
উত্তরঃউপন্যাস
জলের রেখা, খলে এর বিপরীত –
উত্তরঃঅর্থ- ক্ষণস্থায়ী
নিচের কোন বিপরীত শব্দ জোর অশুদ্ধ-
উত্তরঃআবাশ্যিক- আংশিক
কড়চা কি-
উত্তরঃশ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ
বিষাদ সিন্ধু কোন সমাস-
উত্তরঃরূপক কর্মধারয়
যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান-
উত্তরঃঅন্নদাশঙ্কর রায়
নিচের কোনটি কন্যা শব্দের সমার্থক-
উত্তরঃআত্মজা
গায়ে পড়া শব্দটির বাগধারা-
উত্তরঃঅযাচিত
নিচের কোনটি তৎসম শব্দ-
উত্তরঃবঙ্কিম
ঐহিক শব্দের বিপরীত শব্দ-
উত্তরঃপারত্রিক
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ-
উত্তরঃবিধবা
ডানায় ভর দিয়ে চলা অর্থ-
উত্তরঃশূন্যেলোকে ভাসা
মানিন শব্দের স্ত্রীবাচক শব্দ-
উত্তরঃমানিনী
কোন পুরুষবাচক- নারী বাচক শব্দ জট অশুদ্ধ-
উত্তরঃভাই- বোনাই
উপাচার্য শব্দটি কোন উপসর্গ-
উত্তরঃসংস্কৃত বা তাৎসম
উজানের কৈ “ বাগধারার অর্থ-
উত্তরঃসহজলভ্য
নিচের কোন বিপরীত শব্দযুগল শুদ্ধ নয়-
উত্তরঃউত্তম- মধ্যম
ভাষার মৌলিক অংশ নয় কোনটি-
উত্তরঃছন্দ
উৎকর্ষ শব্দটির বিপরীত শব্দ কোনটি-
উত্তরঃঅপকর্ষ
নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ-
উত্তরঃইতিহাস
মনীষা শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি-
উত্তরঃমোনিশা
অল্পপ্রাণ’ যে সমাসের উদাহরণ?
উত্তর: বহুব্রীহি [অল্প প্রাণ যার]
বাংলা লোকসাহিত্য সংশ্লিষ্ট ‘আলকাপ’ হলো এক প্রকার?
উত্তর: পালাগান
নিচের যে বাগধারাটি অপর তিনটি থেকে বিসদৃশ?
উত্তর: কলম পেষা [কেরানীগিরি]
সৈয়দ ওয়ালীউল্লাহ্-র ইংরেজি ভাষায় লিখিত একটি রচনা হলো?
উত্তর: How to cook beans
“তখন রতন ধুলায় পড়িয়া তাঁহার পা জড়াইয়া কহিল, ‘দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্যে কাউকে কিছু ভাবতে হবে না’ বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়ে গেল।” -উদ্ধৃতিতে অনুপস্থিত সেমকোলন ও ড্যাসের সংখ্যা যথাক্রমে-
উত্তর: ১টিঃ ১টি
যে রচনাটির সঙ্গে রোকেয়ার সাহিত্যকর্মের সম্পর্ক নেই?
উত্তর: লুৎফুউন্নেসা [লুৎফুউন্নেসা সিরাজ-উদ-দৌলার স্ত্রী ছিলেন]
‘সন্তরণ’ শব্দের প্রমিত উচ্চারণ হলো?
উত্তর: সন্তরন্
নিচের যে বানানটি অশুদ্ধ-
উত্তর: ভূমিধ্বস
মানবদেহের যে প্রত্যঙ্গ ঘোষতা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে-
উত্তর: স্বরতন্ত্রী
‘বসুন্ধরা’ শব্দের সমার্থক শব্দযুগল-
উত্তর: বসুমতী, অনন্তা
বিদেশি উৎস থেকে আগত অব্যয় শব্দ হলো?
উত্তর: খুব
‘নাতিশীতোষ্ণমণ্ডল’ শব্দে মোট অক্ষরের সংখ্যা-
উত্তর: ৭টি
‘Amellorate’ -এর বাংলা পরিভাষা হলো-
উত্তর: উৎকর্ষ সাধন
কবি শাহ মুহম্মদ সগীরের ‘শাহ’ উপাধি থেকে অনুমান করা যায় যে, —-
উত্তর: সুলতানী আমলের কবি
তুলনা বোঝাতে নিচের যে বাক্যে ‘না’ ব্যবহৃত হয়েছে-
উত্তর: ছেলে তো না, একটা বিচ্ছু!
নিচের যে বাক্যটিতে ভাষার অপপ্রয়োগ ঘটেনি-
উত্তর: আজ তার পঞ্চাশতম জন্মবার্ষিক।

তাছাড়া বিভিন্ন প্রশ্ন থাকেতে পারে নিচে টা দেয়া হলঃ

১. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি- ৮

২. একই সময়ে- এর সমার্থক- সমসাময়িক

৩. কোন বাগধারাটি ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে- উত্তম-মধ্যম

৪. ৬০ মিটার দীর্ঘ রশিকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশ কত মিটার হবে? -৩০ মিটার

৫. বাঘে -মহিষে এক ঘাটে জল খায় – (বাঘ-মহিষে) কর্তকারকের প্রকারভেদ কোন কর্তার উদাহরণ ?- ব্যতিহার কর্তা
৬. হাতেম তায়ী গ্রন্থটির রচিয়তা- ফররুখ আহমদ
৭. Correct Spelling- Encyclopedia
৮. ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে?- ২৮ দিন
ব্যাখ্যাঃ
১০ জন লোক অর্ধেক (১/২ অংশ) কাজ করে = ৭ দিনে
১ জন লোক অর্থেক (১/২ অংশ) কাজ করে = ৭*১০ দিনে [যেহেতু মানুষ কমে গেছে, তাই সময় বেশি লাগবে]
১ জন লোক সম্পূর্ণ (১ অংশ) কাজ করে = ৭*১০*২ দিনে [যেহেতু কাজ বেড়ে গেছে, তাই সময় বেশি লাগবে]
৫ জন লোক সম্পূর্ণ (১ অংশ) কাজ করে = (৭*১০*২)/৫ দিনে [যেহেতু মানুষ বেড়ে গেছে, তাই সময় কম লাগবে]
= ১৪০ / ৫ দিনে
= ২৮ দিনে
৯. কোন বানানটি শুদ্ধ- উন্মীলন
১০. দ্বৈপায়ন এর সন্ধি বিচ্ছেদ – দ্বীপ+অয়ন
১১. a + b = 4 হলে (a + b)^3= কত?- 64
১২. বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়- সৈয়দপুরে
১৩. Analogy- Excite: Clam: Stimulate: Cool down

১৪. Singular number- Physics
১৫. কোনটি অপিনিহিত এর উদাহরণ- আইজ
১৬. মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি? –কোষ
১৭. Indirect Narration: He said to me let us go home together. change into indirect speech. – He proposed to me that we should go home together.
১৮. ——man is mortal is universal truth.- That
১৯. অধিত্যকা এর বিপরীত শব্দ- উপত্যকা
২০. যিনি স্মৃতিশাস্ত্র জানেন- স্মার্ত
২১. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?- ডায়নামো
২২. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর- ভিয়েনায়
২৩. ব্যাঘাত এর বিশেষণ- ব্যাহত
 
২৪. He is — FRCS. – An
২৫. ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কত সালে?- ১৬১০ সালে
২৬. Panic seized the writer. passive form- The writer was seized with panic.
২৭. প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর কোথায় ছিল?- ৮নং থিয়েটার রোড কলকাতা
২৮. He said, Good morning, Mr. Kamal change into indirect speech. – He wished Mr. Kamal good morning.
২৯. ১০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। নতুন একজন ছাত্র আসায় গড় বয়স ১৬ বছর হলে নতুন ছাত্রের বয়স কত বছর? – ২৬ বছর
৩০. কুশীলব কোন সমাস- দ্বন্দ্ব
ব্যাখ্যাঃ কুশীলব = কুশ ও লব
৩১. পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি- কাস্পিয়ান সাগর
৩২. বাংলাদেশের সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত- রেডিমেড গার্মেন্টস
৩৩. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? – ১৭৯
৩৪. একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৯২ টাকা। এতে বিক্রেতার লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত? – ৮০ টাকা
৩৫. দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে ? – মুহম্মদ বিন তুঘলক
৩৬. নিচের মুঘল সম্রাটদের মধ্যে আত্নজীবনী রচনা করেছিলেন- বাবর
৩৭. সুর্যগ্রহণ ঘটে তখন, যখন- সূর্য, চাঁদ, ও পৃথিবী একই সরলরেখায় থাকে
৩৮. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে- ইউনেস্কো
৩৯. a+b=7 এবং (a^2+b^2=25 ) হলে ab এর মান কত?- 12
৪০. দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যেকোণ একটিকে তার বিপরীত কোণের —বলে?- বিপ্রতীপ কোণ
৪১. Forthcoming meaning- Approaching
৪২. I was obliged to do it active voice- Circumstances obliged me to do it.
৪৩. ১০০ টাকার ১/২% কত?- .৫০ টাকা
৪৪. আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা – রাঙ্গামাটি
৪৫. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের একটি ৫০° হলে ৩য় কোণটি কত?- ৮০°
৪৬. 2x^2 -x -3 এর উৎপাদক- (2x -3) (x +1)
৪৭. খেচর কোন সমাস- উপপদ তৎপুরুষ.
৪৮. Choose the correct answer- Each of the three boys got a prize.
৪৯. একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৯ঃ৫। মোট শিক্ষার্থী ১০৫০ হলে ছাত্র কত?-৬৭৫ জন
৫০. কোনটি বাংলা উপসর্গ- অঘা
৫১. যা কষ্টে নিবারণ করা যায় – দুর্নিবার
৫২. We mean business এর বাংলা অনুবাদ- আমরা ব্যবসা বুঝি
৫৩. কোনটি সার্চ ইঞ্জিন না- আপডেট
৫৪. ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকীদের গড় ওজন কত হয়- ৬৮ কেজি
৫৫. অহ্ন শব্দের বিপরীত শব্দ-রাত্রি
৫৬. কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীতে এর ওজনের তুলনায়- শূন্য
৫৭. ১৫% বৃদ্ধি পেয়ে বেতন ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত ছিল?- ৫০০০ টাকা
৫৮. শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বৎসরের সুদ ২১৬ টাকা হবে? – ৬%
৫৯. Incredible meaning- unbelievably
৬০. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন- ষোড়শ লুই
৬১. Your conduct admits —— no excuse. Of
৬২. The word respond is a- Verb
৬৩. সংবিধানের কোন অনুচ্ছেদে “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন” বলা হয়েছে?– ২৮(২) অনুচ্ছেদে
৬৪. Don’t be so impatient ——. I am coming.
৬৫. What kind of noun is discipline- Abstract noun
৬৬. সর্বভুক শব্দের অর্থ কি-আগুন
৬৭. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত?- ১২০ মিটার
৬৮. Government has been entrusted —- elected politicians-to
৬৯. কোন বাক্যটি শুদ্ধ?– আমার কথাই প্রমাণিত হলো
৭০. একটি ক্লাসের ৪০% ছাত্র বাংলায় এবং ২৫% ছাত্র অংকে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?- ৪৫%

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার সকল সাজেশন

১০০০+ চাকরির জন্য প্রয়োজনীয় এক কথায় প্রকাশ – বাক্য সংকোচন

পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩।প্রশ্ন ও সমাধান।এক্সাম প্রস্তুতি কৌশল ২০২৩

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সময়সূচি

সব পদের জন্য লিখিত ও মৌখিক উভয় পরীক্ষাই নেওয়া হবে। পরীক্ষার স্থান, তারিখ এবং সময়সূচী প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যথাযথ সময়ে জানিয়ে দেওয়া হবে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অফিসিয়াল ওয়েবসাইটে www.pallisanchaybank.gov.bd-এ তথ্য প্রকাশ করা হবে।

অতএব, নিয়োগ পরীক্ষার তারিখ এবং প্রাসঙ্গিক তথ্যের আপডেটের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ কোথায় অনুষ্ঠিত হবে?

সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগ পরীক্ষা ঢাকা সিটি কর্পোরেশনের একাধিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উপরন্তু, আপনি এখানে এই পদগুলির জন্য আপনার পরীক্ষার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। এই ওয়েবসাইটে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তরগুলি এখানে সহজেই পেয়ে যাবেন ।

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন অনেকে খুজে থাকেন, যা দ্বারা আপনি পরের পরীক্ষার একটি সঠিক ধারণা পাবেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top